জিসান শা ইকরাম অক্টোবর ২৭, ২০১৪ at ৬:০৮ অপরাহ্ন অনেক সুন্দর আর নির্মল আপনার চাওয়া এসব হয়ে যাক আপনার। শুভ কামনা ।
হৃদয়ের স্পন্দন অক্টোবর ২৭, ২০১৪ at ১১:২১ অপরাহ্ন সে কি দিয়েছিলো? এই সে রা কি দেয়? জানতে ইচ্ছা করে, ভালো লিখেছেন
রিমি রুম্মান অক্টোবর ২৮, ২০১৪ at ৮:৩৮ পূর্বাহ্ন ভালোবেসে “সে” রা ভালোলাগার চাওয়াগুলো পাইয়ে দেয়। ভাল থাকুন।
অলিভার অক্টোবর ২৮, ২০১৪ at ৪:৪২ পূর্বাহ্ন নির্মল আর চমৎকার কিছু চাওয়া। পূর্ণ হয়ে যাক আপনার এই আকুতি, এই প্রার্থনা। কবিতায় ভালোলাগা -{@
মেহেরী তাজ অক্টোবর ২৮, ২০১৪ at ৯:২৬ পূর্বাহ্ন খুবই ভালো লেগেছে আপু, আমার সাধ্য থাকলে দিয়ে দিতাম সব :p
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সুন্দর ঝলমলে আপনার একটি চাওয়ার কবিতা ভাল লাগলো।
রিমি রুম্মান
অনেক ভাল থাকুন।
আবু জাঈদ
বাহ
রিমি রুম্মান
বাহ্ … অনেক দিন পর এলি !
জিসান শা ইকরাম
অনেক সুন্দর আর নির্মল আপনার চাওয়া
এসব হয়ে যাক আপনার।
শুভ কামনা ।
রিমি রুম্মান
শুভকামনা আপনাকেও …
হৃদয়ের স্পন্দন
সে কি দিয়েছিলো? এই সে রা কি দেয়? জানতে ইচ্ছা করে, ভালো লিখেছেন
রিমি রুম্মান
ভালোবেসে “সে” রা ভালোলাগার চাওয়াগুলো পাইয়ে দেয়। ভাল থাকুন।
অলিভার
নির্মল আর চমৎকার কিছু চাওয়া। পূর্ণ হয়ে যাক আপনার এই আকুতি, এই প্রার্থনা।
কবিতায় ভালোলাগা -{@
রিমি রুম্মান
ভাল থাকুন ভালোলাগায়
ছাইরাছ হেলাল
আপনার মত এমন চাওয়া অনেকের মনের গহীনে থাকেই
রিমি রুম্মান
ভাল থাকুন। শুভকামনা…
মেহেরী তাজ
খুবই ভালো লেগেছে আপু, আমার সাধ্য থাকলে দিয়ে দিতাম সব :p
রিমি রুম্মান
আহা রে ! দিতে চাইলে যে, সে-ই বেশ 🙂