দুর্বোধ্য আলপিন

হালিম নজরুল ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০৭:২০:৫০পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

 

সাতরাস্তার মোড়ে একচোখা ইতস্তত আমি—–
এক পায়ে দাঁড়িয়ে তখন।

উর্মিদোলানো এক আল্ট্রামডার্ণ যুবতী——-
আমার দিকে ছুড়ে দিল এক মোনালিসা হাসি।
কে জানত কি ছিল দ্যা ভিঞ্চির তুলির আঁচড়ে!

দরজা খুলে দিল মোড়ের বিলাসী বাগান।
মাথানোয়ানো গোলাপ দেখে স্তম্ভিত আমি
দু’বার চোখ ডলা দিয়ে দেখলাম———-
এসব স্বপ্ন বা দুঃস্বপ্ন ছিলনা।
অথচ কোরাস তোলা পাখিরা বুঝল না—-
ওতে আমার কোন কেরামতি ছিল না!

নেশাগ্রস্ত রাতের চোখে আমি এক বখাটে যুবক।
সে বুঝল না লুংগি উঁচু করাটা ছিল——–
আমার পালাবার প্রস্ততি।

আসলে কাতর বা’চোখে প্রচণ্ড যন্ত্রণা তখন———
কাটাযুক্ত অসংখ্য আলপিন ঢুকেছে তখন,
সমাজ ও সভ্যতার মরচেপড়া আলপিন।

৭৩৩জন ৫৮৯জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ