সাতরাস্তার মোড়ে একচোখা ইতস্তত আমি—–
এক পায়ে দাঁড়িয়ে তখন।
উর্মিদোলানো এক আল্ট্রামডার্ণ যুবতী——-
আমার দিকে ছুড়ে দিল এক মোনালিসা হাসি।
কে জানত কি ছিল দ্যা ভিঞ্চির তুলির আঁচড়ে!
দরজা খুলে দিল মোড়ের বিলাসী বাগান।
মাথানোয়ানো গোলাপ দেখে স্তম্ভিত আমি
দু’বার চোখ ডলা দিয়ে দেখলাম———-
এসব স্বপ্ন বা দুঃস্বপ্ন ছিলনা।
অথচ কোরাস তোলা পাখিরা বুঝল না—-
ওতে আমার কোন কেরামতি ছিল না!
নেশাগ্রস্ত রাতের চোখে আমি এক বখাটে যুবক।
সে বুঝল না লুংগি উঁচু করাটা ছিল——–
আমার পালাবার প্রস্ততি।
আসলে কাতর বা’চোখে প্রচণ্ড যন্ত্রণা তখন———
কাটাযুক্ত অসংখ্য আলপিন ঢুকেছে তখন,
সমাজ ও সভ্যতার মরচেপড়া আলপিন।
২৮টি মন্তব্য
রুদ্র আমিন
সে বুঝলো না………. ঠিক তাই এমনি… সময়ে কেউ বুঝে না।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
যাক, লুঙ্গি শুধু উঁচা করা লাগছে, মাথায় বাঁধতে হয়নি সেটাই অনেক,
সমাজ-সভ্যতার গজাল এড়িয়ে।!!
অবশ্য ডান চোখ চালু রাখতে অবস্থা ভিন্ন!!
আহা, এমন যেন বার বার আসে, পাঠক-লেখকের কাছে, লেখায়!!
হালিম নজরুল
সময় আমার প্রতি খুব নিষ্ঠুরতা চালাচ্ছে ভাই।
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় আলপিন চমৎকার লাগল কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
হা হা!
প্রেমিক মনের উচাটন আবেগ। দৌড় যখন দিবেনি, ” আতোভা ” বলেই দিতেন।
হালিম নজরুল
হা হা হা।
শুভকামনা রইল।
মোঃ মজিবর রহমান
আসলে কাতর বা’চোখে প্রচণ্ড যন্ত্রণা তখন———
কাটাযুক্ত অসংখ্য আলপিন ঢুকেছে তখন,
সমাজ ও সভ্যতার মরচেপড়া আলপিন।
সমাজের এই মরচেপড়া আলপিন দূর হোক। সভ্যতায় আসুক মানবতার জয়গান। কি বুঝলাম জানিনা যা জানলাম তাই বললাম। হালিম ভাই।
হালিম নজরুল
সুন্দর মন্তব্য, ধন্যবাদ ভাই।
ফয়জুল মহী
অসাধারণ দারুণ প্রকাশ ।
ভীষণ ভালো লাগলো।
হালিম নজরুল
ভালবাসা জানবেন ভাই।
তৌহিদ
সৌন্দর্য অবলোকন করতে কাঁটার আঘাত সইতে হবে আর তা না হলে লুঙ্গী খিঁচে দৌড় দেয়া ছাড়া গতি কি? সব সৌন্দর্য উপভোগ করতে নেই। কোথায় কলুষতা কে জানে!
বরাবরের মতই ভালোলাগার একটি লেখা।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ও শুভকামনা ভাই।
মনির হোসেন মমি
নেশাগ্রস্ত রাতের চোখে আমি এক বখাটে যুবক।
সে বুঝল না লুংগি উঁচু করাটা ছিল——–
আমার পালাবার প্রস্ততি।
কে জানে কার মনে কী ছিলো! দারুণ প্রকাশ।
হালিম নজরুল
ভালবাসা রইল ভাই।
পপি তালুকদার
দারুন! অনেক ভালোলাগলো।শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
পালাতে চাইলেই কি পালানো যায় নষ্ট সমাজ থেকে! লুঙ্গি উঁচু করাটাই সবাই দেখবে কয়জনে অনুধাবন করতে যাবে আসল ঘটনার ? তাহলে সে আবার পাগল সাব্যস্ত হবে এই সমাজের কাছেই। সমাজ ও সভ্যতার মরচে পড়া আলপিন দূর করতে না পারলে এভাবেই পালাতে হবে।
হালিম নজরুল
চমৎকার মন্তব্য। এমন সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা রইল।
সুপায়ন বড়ুয়া
“আসলে কাতর বা’চোখে প্রচণ্ড যন্ত্রণা তখন———
কাটাযুক্ত অসংখ্য আলপিন ঢুকেছে তখন,
সমাজ ও সভ্যতার মরচেপড়া আলপিন।”
কবির চোখে পড়ল ধরা
যাতনায় মলিন।
ভাল লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
শ্রদ্ধা ও ভালবাসা দাদা।
শামীম চৌধুরী
ভাইজান
সাতরাস্তার মোড়ে মোনালিসা হাসিতে আপনি ঠিক ছিলেন তো? খুব ভাল লাগলো।
ধন্যবাদ।
হালিম নজরুল
হা হা হা
শুভকামনা ভাই।
খাদিজাতুল কুবরা
“আসলে কাতর বা’চোখে প্রচণ্ড যন্ত্রণা তখন———
কাটাযুক্ত অসংখ্য আলপিন ঢুকেছে তখন,
সমাজ ও সভ্যতার মরচেপড়া আলপিন।”
রম্যরসে ভরা কবিতায় চরম বাস্তবতা তুলে ধরেছেন।
খুব ভালো লিখেছেন।
হালিম নজরুল
ধন্যবাদ আপা। শুভকামনা রইল।
রেহানা বীথি
পালালে চলবে কেন? মোনালিসা হাসির বিনিময়ে একটু মুচকি হাসি আপনিও ছুঁড়ে দিন। প্রেম বড় দুর্লভ। পালানোর কথা ভুলেও ভাববেন না।
দারুণ লাগলো আপনার কবিতা।
হালিম নজরুল
আচ্ছা ঠিক আছে, এখন থেকে দেব।