শুরুটা হয়েছিলো সন্দেহ,অবিশ্বাস দিয়েই। অনলাইনের সেই অমাবস্যার দিনগুলোতে বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছি। কত হায়েনার চিৎকার চতুর্দিকে। ডাইনিদের কালো মুখগুলো হেঁটে চলে দিন রাত। আইডি খেয়ে ফেলার, রিপোর্টের মহোৎসব। ফ্রেন্ড রিকোয়েষ্ট এলো তখনই। একজন মাত্র মিউচ্যুয়াল ফ্রেন্ড। ধরেই নিয়েছিলাম আর একজন শত্রু, ছাইয়া নিক। দেখা যাক কি হয় ভেবে এক্সেপ্ট করে ফেলি।
এ্যাড করার পর আরো নিশ্চিত হলাম ‘চল ছাইয়া ছাইয়া ‘ গ্রুপ এর একজন হবে সে। আমি সহ দুইজন মাত্র তার বন্ধু তালিকায়। ‘ধরা পইরা গেলা তুমি রঙ্গিলা জালে’ এমন ভাবটা ছিল প্রায় তিন মাস। তিনিও আর বন্ধু সংখ্যা বৃদ্ধি করেন না। মনু তোমারে বুক মার্কস কইর্যা রাখছি, ক্লোজ ফ্রেন্ড সব বাদ দিয়ে তোমারে একা করেছি। কোথায় যাবা কি করবা ফেইসবুকে সব ফকফকা, চোখের সামনে।
কোন ব্লগ থেকে আসলেন? বন্ধু মাত্র দুইজন কেন? ঘটনা কি? এমন সব তির্যক প্রশ্ন করেছি মাঝে মাঝে। তিনিও হয়ত বুঝেছিলেন যে তাঁকে সন্দেহের তালিকায় রেখেছি। যে প্রশ্নটি কয়েকবার করেছি, আপনার আর বন্ধু নেই কেন? আমাকে কিভাবে আবিস্কার করলেন? উত্তরে ‘আমার বন্ধুর ওয়ালে আপনার কমেন্ট দেখেছি, আপনার লেখা গুলো সব পাবলিক করা, পড়ি আমি প্রতিটি লেখা, উচ্ছল উজ্জ্বল একজন মানুষ মনে হয় আপনাকে।’
এসব উত্তর আমার সন্দেহ আরো তীব্রতর করেছিল।
ক্লোজ ফ্রেন্ড একা হওয়ায় তার সমস্ত ফেইসবুকের কার্যকলাপ দেখতাম। তেমন উল্টা পাল্টা কিছু দেখিনি। আমার ফেইসবুকের সিকিউরিটি আরো মজবুত করি তখন 🙂 ধীরে ধীরে কখন জানি সন্দেহটা চলে গেলো। সোনেলা তখন হ্যাক হয় দুইবার। প্রায় সব লেখা ডিলেট করে দেয় হ্যাকাররা। হঠাৎ করেই বলি সোনেলায় লিখতে পারেন ইচ্ছে করলে।
এরপর?
সোনেলাকে যেন নিজের সন্তানের মত দেখতে আরম্ভ করলেন তিনি। যতটা লেখেন তার চেয়ে বেশী উৎসাহ দেন অন্য ব্লগারদের লেখা পাঠ করে মন্তব্য করে। তিনি সোনেলায় আসার পরে এমন কোন পোষ্ট কি সোনেলায় আছে, যাতে তিনি মন্তব্য করেননি?
প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও সোনেলার সমস্ত পোষ্ট গুলো তিনি পড়েন। নিজে লেখেন, সমাজের অন্যায়ের দিকটি তুলে আনেন তার লেখায়, কবিতা, ফান, মুভি রিভিউ, সমসাময়িক বিষয়, ফটোগ্রাফি এসব বিষয়ে তিনি তার যোগ্যতার সাক্ষর রেখেছেন। ব্লগকে জমিয়ে রাখতে তার সমকক্ষ কেউ আছেন কিনা জানা নেই আমার।
অত্যন্ত রুচিবান, হাসি দিয়ে সবাইকে আপন করে নেয়ার অসাধারন গুন তার আছে।
আজ তার জন্মদিন।
শুভ জন্মদিন শুন্য শুন্যালয় -{@
জন্মদিনে আমার এই ১৫০ তম পোষ্ট আপনার জন্য।
৫৯টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
শুভ জন্মদিন শূন্য শূন্যালয়। -{@ (3
ইস কেকটা দেখে তো :p
এবার গান গেয়ে নেই…………
Happy Birthday to You
Happy Birthday to You
Happy Birthday dear শূন্য শূন্যালয়
Happy Birthday to You. :c :c \|/
https://www.youtube.com/watch?v=OvcXypDhH_w
শুন্য শুন্যালয়
নীল নীল নীলাপু, এত্তো এত্তো ধন্যবাদ। আপনার গান আবার কবে শুনবো? সেই যে শুনেছিলাম ভুলে যেতে বসেছি। ভালো থাকুন সবসময় -{@
জিসান শা ইকরাম
আমি পোষ্টে একটি গানও দিলাম না, মন্তব্যে গান জুরে দিয়ে পুষিয়ে দিচ্ছে সবাই।
সীমান্ত উন্মাদ
অফিসিয়াল ঝামেলার কারনে আজ আসতে একটু দেরি হল সোনেলায় এসেই পেলাম, প্রিয় বন্ধুর জন্মদিনের খবরের পোষ্ট। তাও আবার পোষ্টটি করেছেন আরেকজন প্রিয় মানুষ।
হঠাৎ করে নতুন কোন জন্মদিন নিয়ে কবিতা আসছেনা মাথায় তাই, মাইলসের জন্মদিন গানটা থেকে ধার করে বলছি, বন্ধু শুন্যকেঃ
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্যে ভরা
আলোকিত হয়ে নিজে তুমি
আলোকিত কর পৃথীবিকে
আজ জন্মদিন তোমার।
শুভ জন্মদিন শুন্যশুন্যালয়। আমার প্রানের বন্ধু-সজন, যে জন তুমি।
মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি ভালবাসা মাখা পোষ্টের জন্য।
জিসান শা ইকরাম
উন্মাদকেও শুভেচ্ছা -{@
সাতকাহন
আজ এবং আগামী, সবসময় রঙধনুর সাতরং, প্রজাপতি ডানা, অশোক-পলাশের পৃথিবী শুন্য শুন্যালয়ের জীবন রঙিন হয়ে উঠুক। শুভ জন্মদিন।
জিসান শা ইকরাম
ভালো বলেছেন,শুভেচ্ছা আপনাকেও -{@
অনিকেত নন্দিনী
শুভ জন্মদিনের শুভেচ্ছা রইলো শুন্য শূন্যালয়! -{@ (3
বৃষ্টিভেজা বকুলের মাতালগন্ধ মাখা ভালোবাসা জানাচ্ছি, নেবে তো?
শুন্য শুন্যালয়
স্বার্থহীন মমতা মাখানো এই ভালোবাসা ফিরিয়ে দেবার সাধ্য কার আছে? আপু অনেক অনেক ভালোবাসা আপনার জন্যেও -{@
শুন্য শুন্যালয়
আপন ভেবে গোপন কথা বলেছিলাম, ভাইয়া এটা কি করলেন? এই বুড়ো বয়সে জন্মদিনের শুভেচ্ছা নিতে লজ্জা করছে তো!! কি যে বলি, মিথ্যে বলবোনা খুশি হয়েছি খুব। ধন্যবাদ দিতে ইচ্ছে করছেনা, পাওনা থাকুক।
আপনি যে এমন ডিটেকটিভের মতো আমার পেছনে লেগেছিলেন তাতো একদমই বুঝতে পারিনি। এই “চল ছাইয়া ছাইয়া গ্রুপ” টা আবার কি? 🙂
মনে পরে গেলো আপনার একটা লেখা পড়ে চোখে পানি এসেছিল, লেখাটা পাব্লিক হলেও কিছুতেই কমেন্ট করতে পারছিলাম না, তাই রিকুয়েস্ট না পাঠিয়ে পারিনি। এটা সেই লেখা ..
https://sonelablog.com/archives/2739
আপনি আমাকে সোনেলায় না নিয়ে এলে আমার একটা জগৎ অসম্পূর্ণ থাকতো, ঋনী আমি আপনার কাছে। যতোটা প্রশংসা করেছেন তার জন্য আমি দাবী রাখিনা তবে চেস্টা থাকবে। ভালো থাকুন প্রিয় মানুষ।
অভিনন্দন 150 বার 150 তম পোস্টের জন্য। এতো লেখেন কেমন করে? আমাকে শিখিয়ে দিতে পারেন না 🙂
শুভকামনা অফুরন্ত -{@ -{@
জিসান শা ইকরাম
শ্যাডো > ছায়া > ছাইয়া,ছাইয়া আইডির সবাইকে গানের মাধ্যমে প্রকাশ করা,আর কিছু না।
ডিটেকটিভের মত না লেগে উপায় আছে? মাত্র দুজন বন্ধু ওয়ালা কেউ থাকে নাকি?আপনি ছিলেন।
আপনি যেভাবে মনে মনে কিছু চাচ্ছিলেন,সোনেলাকে সেভাবে পেয়েছেন,এটিই শান্তি আমার।
পোষ্টের ছবি গুলো নেই! দেখি ফিরিয়ে আনা যায় কিনা।
আমার লেখা সব আউল ফাউল
এমন লেখা রোজ ৫ টি করেও লেখা যায়, শিখানো লাগে নাকি?
ধন্যবাদ অভিনন্দনের জন্য -{@
প্রবাসে ভাল থাকুন সারাক্ষন।
মেহেরী তাজ
শুভ জন্মদিন আপু…..
আর কি বলবো অনেক ভেবেও পাচ্ছি না।
জিসান শা ইকরাম
হা হা হা হা , ভালোই বলেছ।
মেহেরী তাজ
হা হা হা কেনো ;?
মেহেরী তাজ
ও হো এটা আপনার দেড়সেঞ্চুরি পোষ্ট? অভিনন্দন। -{@ :p
জিসান শা ইকরাম
ধন্যবাদ তাজ -{@
ইমন
শুভ জন্মদিন \|/
জিসান শা ইকরাম
বাহ! ডান্স চলছে -{@
অরণ্য
জিসান ভাইকে অভিনন্দন ১৫০ তম পোস্টের জন্য। -{@
শুন্য শুন্যালয়ের জন্য অনেক অনেক শুভ কামনা।
আমার যখন কিছুই দেবার থাকেনা তখন এ সুর শেয়ারিংকেই আমি সহজতম পথ হিসাবে বেছে নেই। 🙂
https://www.youtube.com/watch?v=62iBHFqWw88
শুভ জন্মদিন। -{@
জিসান শা ইকরাম
ধন্যবাদ অরণ্য ভাই -{@
জন্মদিনের গানের কথা গুলো বেশ সুন্দর
সঞ্জয় কুমার
শুভ জন্মদিন আপু ।
150 পোষ্টের শুভেচ্ছা
জিসান শা ইকরাম
ধন্যবাদ সঞ্জয় -{@
লীলাবতী
শুন্য আপুর জন্মদিন!! আনন্দ কিভাবে প্রকাশ করবো বুঝতেছি না।একটি নাচা গানের অনুষ্ঠানের আয়োজন করা যেতো। শুন্য আপুকে সন্দেহ করতেন? :D) :D) :D) তাহলে আমিও সন্দেহ করা আরম্ভ করলাম।কিন্তু কি নিয়ে সন্দেহ করবো?
শুভ জন্মদিন শুন্য আপু।জগতের সমস্ত সুখ আপনার হোক।যতদিন বেঁচে আছি প্রতিবছর যেন আপনাকে উইশ করতে পারি -{@ আজকের এই দিনে এত্তগুলা (3 (3 (3 (3
জিসান শা ইকরাম
হা হা হা , তা করতে পারেন সন্দেহ, তাঁকেই জিজ্ঞেস করুন, কি নিয়ে সন্দেহ করবেন।
নাচা গানের অনুষ্টানের আয়োজন করে ভিডিও করে আপলোড দিলে,আমরাও দেখতে পেতাম।
শুন্য শুন্যালয়
সন্দেহ তো আমি আপনাকে করি। আমার ১০১% ধারনা এই ব্লগের শিংওয়ালা মডু আপনিই। @লীলাবতী (3
জিসান শা ইকরাম
মেয়ে হয়ে মেয়েকে হার্ট দেয়াটাও এখন সন্দেহের বিষয় 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুন্য -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
ইমোর ব্যবহার আমাদের আলসে করে না দেয় 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সত্যি বলতে কি শুন্যআপুর জন্ম দিনের শুভেচ্ছা জানাতে চার পাচ বার লিখেও আমার ফায়ার ফক্সের সমস্যার কারনে কমেন্টস সাকসেসফুল হয়নি শেষে জিদ্দে এই কমেন্টস দিতে হল।কখনোই না ইমো দিয়ে উত্তর দিলেও মনের ভাব পরিপূর্ণ হয় না।
প্রিয় শুন্য আপু মাথায় যত চুল আছে ততগুন বছর যুগ পৃথিবীতে সুখে বিচরন করুক এই কামনা। (3
জিসান শা ইকরাম
প্রায়ই শুনি ফায়ার ফক্সের সমস্যার কারনে এটা ওটা করতে পারেন না।
আমিও তো ফায়ারফক্স ইউজ করি, আপনার সমস্যাটা কি বলুন তো।
আমার ধারনা আপনার অন্য কোন সমস্যা। ব্রাউজারে কোন সমস্যা না।
ব্লগার সজীব
আমি কেন আগে জানলাম না? 🙁 আমিও তাহলে শুন্য আপুকে নিয়ে জন্মদিনের পোষ্ট দিতাম।আমার লেখার যা কিছু উদ্যম তার সিংহ ভাগ পেয়েছি শুন্য আপুর মন্তব্যে।আমার যত্ত সব পচা পচা লেখাকেও আপু ভালো লেখা বলে যে উৎসাহ দিয়েছেন,তার তুলনা নেই।এখন তো শুন্য আপু ব্যতীত সোনেলাকে ভাবতেই পারিনা।
আপু আজকের এই দিনে অনেক অনেক শুভেচ্ছা -{@ (3
জিসান শা ইকরাম
এখন তো জানলেন।দিয়ে দিন পোষ্ট।ব্লগারদের উৎসাহ দিতে তার বিকল্প নেই।
ব্লগার সজীব
১৫০ তম পোষ্টের জন্য অভিনন্দন -{@
জিসান শা ইকরাম
ধন্যবাদ সজীব -{@
মারজানা ফেরদৌস রুবা
-{@ জন্মদিনে অনেক অনেক শুভকামনা শুন্য শুন্যালয়। অনেক ভালো থাকুন।
জিসান ভাইকেও অভিনন্দন ১৫০তম পোষ্টের জন্য। কবে আমার ৫০ হবে তাই ভাবছি।
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
আমার ১৫০ পোষ্ট ৩ বছরের সাধনা।
৫০ পোষ্ট হতে আপনার এক বছরের কম সময় লাগবে আশাকরি -{@
ছাইরাছ হেলাল
১৫০ তম পোষ্টের জন্য ধন্যবাদ।
আর তাঁকে অবশ্যই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
হাটি হাটি পা পা করে প্রায় অ-লেখক চোখের সামনে নিজ যোগ্যতায় যোগ্যতম স্থানে স্থান করে নিয়েছে
দূর থেকে দেখে ভালই লাগে। সোনেলাকে সে নিজের করে নিয়েছে। এ অব্যাহত অগ্রযাত্রা শেষের শেষ দিন পর্যন্ত জারি থাকুক তা চাই।
শত পুত্রের মা হয়ে বেঁচে-বর্তে থাকুন এ যাত্রা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ -{@
শত পুত্রের মা কেন? শত কন্যার জন্য প্রার্থনা করি না কেন?
পুরুষ বাদি সমাজের ধ্যান ধারনা বহনের তীব্র প্রতিবাদ 😀
শুন্য শুন্যালয়
সহমত জিসান ভাইয়া 😀
খেয়ালী মেয়ে
জিসান ভাইয়া অনেক অভিনন্দন ১৫০তম পোস্টের জন্য…
আরো বেশি বেশি লিখুন আমাদের জন্য…. -{@
ঐদিন অরণ্য ভাইয়ের আমার জুলাই কবিতাতে শুন্য আপু যখন লিখলো যে, “আমি সিংহ রাশির ছেলেমেয়েদের ভয় পাই” আপনার মতো আমারও সেদিন শুন্য আপুকে একটু করে সন্দেহ হয়েছিলো…যাক আপনার পোস্ট পড়ে জানলাম যাহা সন্দেহতে ছিলো তাহাই সত্যি 🙂
শুন্য আপু জন্মদিনে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা -{@
শুভ জন্মদিন আপু -{@
আমি বলেছিলাম, সিংহ রাশির জাতিকারা খুব সুইট হয়, তুমিই আমার সেই কথার প্রমাণ (3
খেয়ালী মেয়ে
একজন বললো সিংহ না কর্কট–অথচো আমি শুন্য আপুকে সিংহই ভেবে বসেছি 🙁
শুন্য শুন্যালয়
হুম ২০ শে জুলাই পর্যন্ত কর্কট। 🙂 সিংহ রাশির মেয়েরা কিউট তো বটেই যেমন তুমি, তবে বদ রাগিও। আমার একমাত্র বোন, আমার রুমমেট সহ সবগুলা রাগি ছিলো 😀
খেয়ালী মেয়ে
হুমমম সিংহ জাতিকারা অনেক সুইট হয়, আর রাগ জিনিসটা বোধ হয় তাদের আরো সুন্দর করে তোলে–তুমি সিংহই হবা–রাশিবিদদের বোধ হয় রাশি গবেষনায় কোথাও কোন ভুল আছে :@
জিসান শা ইকরাম
ধন্যবাদ -{@
ব্লগার অরণ্য এর পোষ্টের মন্তব্য থেকেই আমার ধারনা হয়েছিল শুন্যের জন্মদিন কাছাকাছি সময়ে হবে 🙂
৫ জুলাই কর্কট রাশি।
খেয়ালী মেয়ে
সবাই দেখি রাশি সম্পর্কে জানে, শুধু আমিই ভুল জানি 🙁
জিসান শা ইকরাম
আমিও তেমন জানিনা।
সবাইকে অনুরোধ করলাম, কেউ রাশি নিয়ে একটি পোষ্ট দিন।
খেয়ালী মেয়ে
এই অনুরোধটা আপনিই রাখেন প্লীজজজজজজজজজজজজজজজ
জিসান শা ইকরাম
দেখি কি করা যায়।
শুন্য শুন্যালয়
সব্ববাইকে আমার অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। সবার এতো ভালোবাসার জন্যেই সোনেলা তে আমার বসতবাড়ি বানিয়েছি। এ ভালোবাসা শেষ পর্যন্ত চাই। সবার জন্য কৃতজ্ঞতা -{@ -{@
খেয়ালী মেয়ে
(3
মোঃ মজিবর রহমান
-{@
লাল গোলাপের শুভেচ্ছা
-{@ oooooooo
হিলিয়াম এইচ ই
শূণ্য কে তো আগেই শুভেচ্ছা জানাইসি!!!
মাগার ট্রিট কই?? ;?
রিমি রুম্মান
আহা রে ! আমেরিকা থেকে আসতে আসতে দেরি হয়ে গেলো উইশ করতে। সব সুন্দর সুন্দর কথা সবাই বলে ফেলেছে। আমার জন্য কিচ্ছু রাখে নাই। আমার কেবলই দেরি হয়ে যায়। তবুও বলি, প্রিয় মুখ, প্রিয় মানুষ অদেখার মাঝে কেমন করে এতো প্রিয় হয়ে উঠলেন আমাদের সকলের ? শুভকামনা। শুভ জন্মদিন। শুভ তিনশো পঁয়ষট্টি দিন। -{@ (3
স্বপ্ন
শুভ জন্মদিন শুন্য শুন্যালয় আপু।বেঁচে থাকুন সহস্র বছর।আর আমাদেরকে শ্নেহ দিতেই থাকবেন।
১৫০ তম পোষ্টের জন্য অভিনন্দন।
জিসান শা ইকরাম
ধন্যবাদ স্বপ্ন -{@
বন্দনা কবীর
জন্মদিন শুভ হোক সুণয় শুন্যালয় -{@ (3
দাদাকে ১৫০ পোষ্টের জন্য অভিনন্দন -{@
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
খসড়া
শূন্য একটি চড়ুই পাখি, চড়ুই যেমন তাকে বুঝতে হলে চড়ুইকে বুঝতে হবে😍 অনেক ভালবাসা ওজন্মদিনের শুভেচ্ছা তার জন্য।
জিসান শা ইকরাম
বাহ, ভালো বলেছেন তো, শুন্য একটি চড়ুই পাখি, চড়ুইকে বুঝতে হবে 🙂
শুভ জন্মদিন শুন্য শুন্যালয়।