যদি তুমি বন্ধু হও,
আর যদি আমি সৌরভ হই।
তবে আসব!
তবে আসব তোমার ঐ গ্রামে একবার
ঘুরতে।
সিন্গ্ধি প্রকৃতিতে ভরা ঐ
গ্রাম,
ভরা সবুজ-শ্যামল দেশ।
বুঝিব কি ভাবে?
শুধুই কি পড়িব জ্ঞানের
আলোই
“ঐ দেখা যাই তাল গাছ
ঐ আমাদের গা”
তবে একবার দেখিব ঘুরি
দেশটাকে ,
পৌঁছে যাব ঐ প্রকৃতির
কাছে।
তাই বলি আসব একদিন,
না জানিয় ; না বলে
তোমারি কাছে।
সেই দিন হয়তো ভাবতে
পারবে না,
হয়তো এক স্তম্ভর মতো
দাড়িয়ে বলবে,
“আজ তোর আসার সময় হলো”
আমি শুধু চেয়ে থাকবো,
সেইদিন তোমার দিকে।
একটু হেসে বলিব,
“এখানে কথা বলিবো
ভিতরে আসতে বলিব না”
অশ্রু ঝরে তুই বলিব
“আয়,আয় না”
আর দাড়িয়ে থাকিবি কতক্ষন।
শুধু একটু বন্ধুত্বের আলো
পৌঁছে দেয়,
আজানাকে জানার এক আচেনা পথ।
মধ্যোরাতের বেলা,২৫/০২/১৯
১০টি মন্তব্য
আরজু মুক্তা
বন্ধুত্বের বন্ধন বড় নিবিঢ়। বন্ধু ছাড়া অনেক অজানা অজানাই থেকো যায়
আরজু মুক্তা
থেকে
মাছুম হাবিবী
গ্রাম দেখার শখ ছোট বেলা থেকে। আর বন্ধুদের নিয়ে গ্রাম দেখার মজাই আলাদা
,
শাহরিন
আমাকে একটু কষ্ট করে কেউ বিস্তারিত বোঝান প্লিজ।
জিসান শা ইকরাম
অন্যদের লেখা পড়েন না আপনি। ব্লগে নিজের ছবি দেয়া নিষেধ নয়, তবে কেউ নিজের ছবি পোষ্টে দেয় না তা আপনি অন্যদের পোষ্ট দেখলে বুঝতে পারতেন। আপনি এখানে এসেছেন আপনার ফেইসবুক পেইজের জন্য লাইক নিতে। তা আপনি ফেইসবুকেই সংগ্রহ করুণ।
কয়েকটি মন্তব্যের জবাব দিয়েছেন ইংরেজীতে। এটি বাংলা ব্লগ সাইট, বাংলায় জবাব বা মন্তব্য করবেন।
শুভ কামনা।
সিকদার সাদ রহমান
যদি তুমি বন্ধু হও! সুন্দর আকুতি!
শামীম চৌধুরী
সোনেলায় থাকুন সোনেলার স্বার্থে। নিজ স্বার্থে নয়। ধন্যবাদ সোনেলায় আপনার লেখাটি শেয়ার করার জন্য।
শিরিন হক
বুঝিতে পারিলাম না ইহা কী?
মোঃ মজিবর রহমান
বন্ধুত্বের সম্পরক খুব গাঢ় , মধুর। বন্ধুত্ব হোক।
মনির হোসেন মমি
এটা ঠিক নয় এভাবে পোষ্ট দিয়ে চলে যাওয়া।অন্যের লেখাতো পড়েন না, আবার নিজের লেখায় মন্তব্যের উত্তরও দেন না।