সময়ে আমরা পরিনত হয়েছি একে অপরের আত্মার অংশ। সেই ছোটবেলা থেকেই আমাদের জীবনের আনন্দ এবং বেদনাকে ভাগ করে নিয়েছি। হাতে হাত রেখে চলেছি ৩ যুগের বেশি সময়কাল। অতিক্রম করেছি অনেক পথ, যে পথ শুধুই যে মসৃণ ছিল এমন নয়, হাত ছাড়িনি কখনোই। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আমরা, আমাদের বন্ধুত্ব। আস্থা আর নির্ভরতায় পরিপুষ্ট দুজন মানুষ আমরা। ক্ষণস্থায়ী এজীবন পথের বাকী পথটুকু হাতে হাত রেখেই অতিক্রম করতে চাই।

বন্ধু ছাইরাছ হেলাল এর চোখের অপারেশন সু সম্পন্ন এবং সফল। অপারেশনটি অত্যন্ত জটিল ছিল। ঢাকার সাতমসজিদ রোডস্থ  বাংলাদেশ আই হাসপাতাল এর ড: নিয়াজ আব্দুর রহমান নিপুন ভাবে এই অপারেশনটি সম্পন্ন করেন। ‘রেটিনাল ডিটাচমেন্ট’
( Retinal Detachment ) এর কারনে ছাইরাছ হেলাল গত কিছুদিন ডান চোখে দেখার সমস্যায় ভুগছিলেন। অপারেশন পরবর্তী চিকিৎসা এবং বিশ্রাম এর কারনে তিনি বেশ কিছুদিন সোনেলায় আসতে পারবেন না।

খুব দ্রুত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক ছাইরাছ হেলাল এই কামনা করি।

১২২১জন ১২২১জন
0 Shares

৫১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ