নিরন্তর স্বপ্ন ভঙ্গের আয়োজনে সান্দ্র হৃদয়
অরণ্যকাননে বেঁধেছে মালা গোলাপ কন্টকময়
শোভিত ফাগুনে প্রেমের আগুন অফুরান বরিষণ
তোমায় সাজাতে চাঁদ-তারা পড়েছে মেঘের আবরণ
বিমুগ্ধ সুখ-সঙ্গমে ঢেউয়ের পেলব নৃত্যের দোল
তেমনই তুমি আমার; তোমাতেই খুঁজি নিদ্রিত ভুল
নিকুঞ্জ কাননে বাজে প্রেম বন্দনার অমিয় ধ্বনি
অনুভবে পাই তোমার আমার লীলার সেই গুঞ্জরনি
পুচ্ছ নাচায় নীলাভ কেকা বাঁজায় প্রেমের মাদল
আগুন ঝরায় ফাগুন বনে নামায় ছন্দবাদল।
—————তারিখ: ২৮.০১.২০১৪
১৮টি মন্তব্য
আমার মন
কথার মালা গাথিয়াছেন চমৎকার। -{@
রকিব লিখন
ধন্যবাদ আপনাকে ।। -{@
সিহাব
ছন্দের তালে তালে সুন্দর উপস্থাপন -{@ (y)
রকিব লিখন
দোয়া রাখবেন।। যেন লেখা চালিয়ে যেতে পারি।।
রানা
তোমায় সাজাতে চাঁদ-তারা পড়েছে মেঘের আবরণ :c :c
রকিব লিখন
চরণটি আপনার ভাল লাগার জন্য সাধুবাদ।। -{@
রিমি রুম্মান
ভাল লাগলো খুব… -{@
রকিব লিখন
আপনার ভাল লেগেছে যেনে আমারও ভাল লাগলো।। -{@
ছাইরাছ হেলাল
অনেকগুলো গানের পর এমন কবিতা আরও ভালই লাগে ।
রকিব লিখন
-{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
বাহ বেশ সুন্দর কবিতা…
রকিব লিখন
আপনাকে ফুলেল শুভেচ্ছা।। -{@ -{@
জিসান শা ইকরাম
জেনে গেলাম কিন্তু সব গোপন কথা
শুধু আপনার ‘ তোমাকে ‘ জানা হলো না ।
রকিব লিখন
জানতে পারবেন নাই ভাইয়া।।
কারণ আমি নিজেই জানি না কে আমার স্বপ্নচারিণী।। -{@ -{@ \|/
মানিক পাগলা
শব্দের গাঁথুনীতে
সুন্দর ছন্দ
কবিতায় ভাললাগা
নেই কোনো দ্বন্দ
রকিব লিখন
মন্তব্য করেছো দিয়ে ছন্দ
আমার কাছে লাগলো না তা মন্দ।। -{@ (y) \|/ :T
লীলাবতী
ছন্দের অপূর্ব মিল । ভালো লেগেছে ।
রকিব লিখন
ধন্যবাদ ।। আমার কবিতা ভালগালার জন্য।। -{@ (y) :T