ছন্দ বাদল

রকিব লিখন ৩১ জানুয়ারি ২০১৪, শুক্রবার, ১০:৩২:৪৫অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

নিরন্তর স্বপ্ন ভঙ্গের আয়োজনে সান্দ্র হৃদয়
অরণ্যকাননে বেঁধেছে মালা গোলাপ কন্টকময়
শোভিত ফাগুনে প্রেমের আগুন অফুরান বরিষণ
তোমায় সাজাতে চাঁদ-তারা পড়েছে মেঘের আবরণ
বিমুগ্ধ সুখ-সঙ্গমে ঢেউয়ের পেলব নৃত্যের দোল
তেমনই তুমি আমার; তোমাতেই খুঁজি নিদ্রিত ভুল
নিকুঞ্জ কাননে বাজে প্রেম বন্দনার অমিয় ধ্বনি
অনুভবে পাই তোমার আমার লীলার সেই গুঞ্জরনি
পুচ্ছ নাচায় নীলাভ কেকা বাঁজায় প্রেমের মাদল
আগুন ঝরায় ফাগুন বনে নামায় ছন্দবাদল।
————তারিখ: ২৮.০১.২০১৪

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ