
পায় যদি কেউ চরণ দু’টি তুষ্টিতে তোর,
চায় কি মা সে ক্ষণিক সুখের রাজা হতে!
বরং পারে এক নিমেষেই ভুলতে পাজর,
পায় যদি কেউ চরণ দু’টি তুষ্টিতে তোর।
জীবন যদি হয় যদি মা দুখের সাগর,
তবু তো সে থাকবে খুশি প্রখর স্রোতে!
পায় যদি কেউ চরণ দু’টি তুষ্টিতে তোর,
চায় কি মা সে ক্ষণিক সুখের রাজা হতে!
ছবি : সোনেলা গ্যালারী থেকে।
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সুখের মাঝে ও দুঃখের স্রোত থাকেই, থাকবেও।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর কৃতজ্ঞতা রইল।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ছন্দময় কাব্যিক কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ রইল কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
মাকে ছাড়ে ক্ষনিকের রাজা হতে চাই না।
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ।
নিরন্তর ধন্যবাদ রেখে গেলাম।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
দারুন লিখেছেন ভাইয়া। এটাই এখনকার বাস্তবতা। লোভে পাপ পাপে মৃত্যু। অফুরন্ত শুভকামনা রইলো আপনার জন্য
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ রইল মন্তব্যের জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মনির হোসেন মমি
সুন্দর অভিব্যাক্তি।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন।
হালিমা আক্তার
চমৎকার ছন্দময় কবিতা। ক্ষণিক সুখের রাজা হওয়ার চেয়ে দুঃখের স্রোতে ভাসা ভালো, দুঃখ কম হবে। শুভ কামনা অবিরাম।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আরজু মুক্তা
মা ছাড়া কোন কিছু কল্পনা করা যায় না।
সুখেও যেমন মাকে চাই। তেমনি দুখেও।
চমৎকার কবিতা। ভালো লাগা রাখলাম।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ কৃতজ্ঞতা রইল।
ধন্যবাদান্তে শুভ কামনা রাখলাম নিরন্তর।