
কালের যাত্রা পথে জীবনের প্রতিটি পাতা প্রতিটি ক্ষণ
অপূর্ণতায় ঠাসা, অপুণ্যতে-ও;
রূপকের মত অন্ধকার নেমে আসে ক্ষণে ক্ষণে
ক্বচিৎ/কদাচিৎ আলোর ঝলকানি-ও,
কলহ আর ভালোবাসার স্পর্শ-চিহ্ন কোথাও খুঁজে পাই না,
অন্ধকারের শতাব্দীগুলো ভেসে আসে সারি বাঁধা দলবদ্ধতায়
অপ্রীতিতের যন্ত্রণা নিয়ে।
প্রহর-জাগা শূন্যতার ডাক যখন ত্রিরাত্রির সঙ্গী
চুঁইয়ে পড়া নিদ্রাহীনতা চিক চিক করে জেগে থাকে,
সবুজ শিশিরের ডগায়, আবৃত অনাবৃতের মাঝে;
নব্যতা-হীন সংকীর্ণতায়
টুপটাপ ঝরে পড়া ঝিনুক ঝিনুক নিঃশব্দ-শব্দ খুঁজি
আঁতিপাঁতি করে, ফুঁসে ওঠা বেমানান হৃদয়ে।
সীমান্ত-রেখায় আক্ষেপ-অপেক্ষা এক ফালি ‘সিরাজাম মুনিরা’
“Bless, o Lord, the best prophet and messenger!
Bless, O Lord, the noblest among djinn and men”
“This is God’s beloved,
The physician for all pain–
Look, this noble, one, unique,
In the midst of the field of intercession!”
গান ও ছবি নেটের।
১৬টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
চাওয়া যখন এতো বিনীত মধুর ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা তা ভালোবাসবেন এবং প্রাপ্তির ঝোলা ভরিয়ে দিবেন।
খুব ভালো লাগলো কবিতা।
ছাইরাছ হেলাল
আমাকে দোয়ায় দোয়ায় রাখবেন।
ভাল থাকবেন আপনিও।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক অনুভূতিতে অনন্য নিবেদন।
’সিরাজাম মনিরা’ সুন্দর সংযোজন।
মুগ্ধতায় শুভ কামনা রাখলাম পাতায় নিরন্তর।
ছাইরাছ হেলাল
সিরাজম মুনিরা নিয়ে পড়তে বসে ই এই লেখা।
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
ইনশা আল্লাহ সকল আশা নিরাশায় না ডুবে আশায় বুক বাঁধি। সবাই ভালো থাকি।
ছাইরাছ হেলাল
আশাই আমাদের বাঁচিয়ে রাখে।
শুভেচ্ছা আপনাকে।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাপূর্ণ কাব্যিক কবি দা
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আহ্ কি শব্দের সমাহার, অলংকরণ! হৃদয়ের আকুলতা চুঁইয়ে চুঁইয়ে পরছে। আশা নিয়ে বেঁচে থাকা অবিরাম। এইতো জীবন। নিরন্তর শুভকামনা
ছাইরাছ হেলাল
এ সব কথার চিরা ভিজবে না!
লেখা চাই ই। সে আশাও রাখি।
সাবধানে থাকবেন।
বন্যা লিপি
আমি শুধু পড়ে যাই….. মাথা কাজ করছে না বহুকাল….. আত্মতৃপ্তিটুকু পোহাই আপনার লেখায়। আপনি অনুপস্থিত হলে বড্ড অন্ধকার লাগে। এখানকার আলোটুকু আপনার হাতেও বর্তায়…. এটা ভুললে তো মাফ/মার্জনা পাবার কথা না। ভুলবেন না…..
ছাইরাছ হেলাল
আপানার আদেশে প্রবল উপস্থিতি জারি রাখতেছি, দেখ না কী কী হয়!!
অভিশাপ দিয়েনন্না!!
ধন্যবাদ।
হালিম নজরুল
পূর্ণতায় পূর্ণ হোক।
ছাইরাছ হেলাল
আপনাকে দেখলেই শান্তি শান্তি লাগে!!
যত্নে থাকবেন নিরন্তর।
হালিমা আক্তার
শব্দের অলঙ্করণ চমৎকার। জীবন অপূর্ণতায় পূর্ণ, না পূর্ণতার শূন্যতা। আপনার লেখা যতই পড়ি , শব্দের কারুকার্য মুগ্ধতা ছুঁয়ে যায়। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
আপনারাই আমার প্রেরণা, ভাল থাকবেন, লিখে লিখে।