
ঝাঁপিয়ে পড়া বসন্ত কীভাবে আসবে
করোনার আঁচল ডিঙ্গিয়ে,
ভাগ্যিস ওলাওঠায় আক্রান্ত নয় সে, কোকিল ডাকা চৈত্রে;
মনোরম দেহ-ঢেউ তুলে বনে বাদারে আড়ালে-আবডালে
বাজারে মাঠে-ঘাটে প্রাক-সন্ধ্যায় দেখে/দেখিয়ে বেড়ানো
কী করে হবে, করোনার গভীর ঢেউ এই তাপ-দাহের ঘোর চৈত্রে!!
আহা বসন্ত! কচু খাও, এবারের গোমড়া মুখে।
জিপসি মন কড়া নাড়ে, সংলগ্ন অ-সংলগ্ন বন্ধ দরজায়,
বন্ধন ভেঙ্গে আলো-গ্রহের পথে ডেকে, পথের কথা বলে,
নিরঙ্কুশ সত্ত্বার কথা বলে, অনুসরণের পরিচ্ছন্ন অস্তিত্বের
সৈকতে, মহত্বের বালিয়াড়িতে।
অন্তঃসার শূন্যতায় খাঁচায় আঁটকে শীতল একাকীত্বে
বিস্মৃত হতে হতে, অ-ব্যাখ্যাত হৃদয়-উপলব্ধির
নিঃশ্বাস প্রশ্বাসের অন্তরালে, পরিস্নাত হাওয়ায় হেলে-দুলে,
আগামীর এক করোনা-হীন চাঁদ-উজ্জ্বল-জ্যোৎস্নার
স্বপ্ন দেখি, এ বিদায়-বসন্তে।
ছবি নেটের।
২০টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
করোনার সুদূরপ্রসারী অভিভাসন আমাদেরকে সত্যি কোথায় নিয়ে যাবে আন্দাজ করা যায় না। সৃষ্টিকর্তার রহমতের প্রত্যাশায় আমরা সকলেই। যে/যার প্রিয়জনের করোনা হয়েছে শুধু তারাই এর ভয়াবহতা জানে। আর কচিকাঁচার জানালার গ্রীলে আকাশ দেখার ব্যার্থতা ও আর মেনে নেওয়া যাচ্ছে না।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
আপনার সাথে প্রার্থনায় একাত্ম হয়ে ভালো লাগছে।
আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।
ছাইরাছ হেলাল
করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে/নিচ্ছি।
আমরা শুধু তাঁর কাছেই পানাহ চাই।
প্রথমেই সুন্দর করে বলার জন্য ধন্যবাদ।
হ্যা, আমার ‘একটু প্রার্থনা’ লেখাটি পড়ে দেখতে পারেন।
খাদিজাতুল কুবরা
ইনশাআল্লাহ পড়বো নিজের মনের তাগিদে। প্রার্থনা কবিতা আমার সবচেয়ে প্রিয়। নিজে ও মাঝে মাঝে লিখি।
ছাইরাছ হেলাল
অপেক্ষা করি।
ভাল থাকুন।
পপি তালুকদার
এবারের বসন্ত চলে গেল করোনার আতঙ্কে…..
জানি না করোনা আমাদের কোথায় নিয়ে যাবে!
সবাই পরিত্রাণের জন্য তাকিয়ে আছে মহান সৃষ্টিকর্তা দিকে।কবে মুক্তি মিলবে!
ভালো লিখেছেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
একমাত্র তাঁর ই সাহায্য চাচ্ছি,
আমরা কেউ ই জানি না এর শেষ কোথায় কীভাবে।
ভাল থাকুন সারাক্ষণ।
রোকসানা খন্দকার রুকু
বসন্ত গিয়েও যদি ক্ষমা মিলে তাও তো বাঁচা যেত!তিনিই জানেন কি হবে?
ছাইরাছ হেলাল
সত্যি ই তিনিই জানেন আমাদের শেষ ঠিকানা।
ধন্যবাদ দিলাম।
সুপর্ণা ফাল্গুনী
হায়রে করোনা! বসন্তের ঝাঁপানোকে ও আটকে দিতে চায়! ভেবেছিলাম এবার মুক্তি মিলবে তা আর হলোনা। জিপসি মনটা চাইলেও এদিক-ওদিক হতে পারছে না। ঈশ্বর আর কবে মুখ তুলে চাইবে? এতো এতো প্রার্থনা, আর্তনাদ তার দরবারে কি পৌঁছায় না? তার দিল কি একটু নরম হয় না? ঈশ্বর সহায় হোন। শুভ রাত্রি
ছাইরাছ হেলাল
ঈশ্বরের সাহায্য আমরা ক্রমাগত চাচ্ছি, আবার লকডাউনে ও।
বিধির রঙ্গ আমরা কেউ বুঝছি না।
নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
বসন্ত কঁচু খাবে কি, সে নিজেই এবার মস্ত এক কাঁচকলা দিয়ে গেছে। আর-বার বসন্তেরা এসেছিলো আঁচলে বৈশাখী ঝড় নিয়ে, সাথে টালমাটাল শিলাবৃষ্টি। এবারের চৈত্র দহনে সে নিজেই চৌচির। আচ্ছা, বসন্ত কি করোনার ভ্যাক্সিন নিয়েছিলো মহারাজ?
ছাইরাছ হেলাল
অপয়া বসন্তকে ভ্যাক্সিন দিয়েও সোজা করা যাচ্ছে না।
সুবিধে করতে না পেরে তড়পাচ্ছে শিওর।
শান দিতে থাকুক আগামীর জন্য, এই ফাঁকে আমরা একটু খোলামকুচির উৎসব সেরে ফেলি।
কিন্তু সেখানে ও তো করোনা -ভয়।
ধন্যবাদ, ভাল থাকুন এই লকডাউনে।
বোরহানুল ইসলাম লিটন
স্বপ্ন দেখতে দেখতেই চলে গেলো যেন দীর্ঘ সময়ে
বিপদ বেড়েই চলেছে, কমছে না।
বিবর্ণ চলনের পথ বড়ই অচেনা।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের সহায় না হলে কোথায় গিয়ে কো উজানে দাঁড়াবো কে জানে।
ভাল থাকুন।
হালিমা আক্তার
বসন্তের বাতাসে আজ আর হৃদয়ে শিহরণ জাগেনা | প্রিয়জনের মঙ্গল কামনায় অস্থির চিত্ত | বসন্ত নিয়ে ভাবনার সময় কোথায় | জানিনা আর কত পূর্ণিমা কেটে যাবে বিরহ বাতাসে |
ছাইরাছ হেলাল
বসন্ত একদিন আসবেই স্বমহিমায়,
পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন এ সময়ে।
তৌহিদ
করোনা চলে যাক, বসন্তবাতাসে হিল্লোলিত হোক পৃথিবী।
কেমন আছেন ভাই?
ছাইরাছ হেলাল
এ দুঃসময় কেটে যাক এ প্রার্থনা রাখি বিধাতার কাছে।
আল্লাহ ভাল রেখেছে এ সময়ে ও।
আপনিও ভাল থাকবেন।
আরজু মুক্তা
বসন্তের বাতাস কবে যে আসে আল্লাহ ভালো বলতে পারবেন।
আল্লাহ মাফ করুন আমাদের
ছাইরাছ হেলাল
মাফ তো চাই ই, পাব/পাচ্ছি তা তো দেখতে পাচ্ছি না!!
দুয়া দিয়েন।
ধন্যবাদ।