কেঁপে উঠি তোমার কথায়

স্বপ্ন ১ নভেম্বর ২০১৩, শুক্রবার, ০১:১৯:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য


যখন তুমি বলো
ইচ্ছে করে  তোমার পছন্দের খাবার রান্না করে যত্ন করে খাইয়ে দেই
কেঁপে উঠি আমি ।

যখন তুমি বলো
ইচ্ছে করে তোমার হাত ধরে বসে থাকি নদীর পাড়ে 
কেঁপে উঠি আমি ।

যখন তুমি বলো
ইচ্ছে করে গহীন বনে দুজনে ঝরা পাতার  কার্পেটের উপর দিয়ে খালি পায়ে  হেটে বেড়াই
কেঁপে উঠি আমি ।

যখন তুমি বলো
ইচ্ছে করে তোমায় নিয়ে  ভিজি বৃষ্টিতে , জ্যোৎস্নায়
কেঁপে উঠি আমি ।

১জন ১জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ