যখন তুমি বলো
ইচ্ছে করে তোমার পছন্দের খাবার রান্না করে যত্ন করে খাইয়ে দেই
কেঁপে উঠি আমি ।
যখন তুমি বলো
ইচ্ছে করে তোমার হাত ধরে বসে থাকি নদীর পাড়ে
কেঁপে উঠি আমি ।
যখন তুমি বলো
ইচ্ছে করে গহীন বনে দুজনে ঝরা পাতার কার্পেটের উপর দিয়ে খালি পায়ে হেটে বেড়াই
কেঁপে উঠি আমি ।
যখন তুমি বলো
ইচ্ছে করে তোমায় নিয়ে ভিজি বৃষ্টিতে , জ্যোৎস্নায়
কেঁপে উঠি আমি ।
২৩টি মন্তব্য
লীলাবতী
সহজ কথায় সুন্দর প্রকাশ । এটিতে মিথুন নেই কেন ? :p
শিশির কনা
লীলাবতী বলেছেনঃ সহজ কথায় সুন্দর প্রকাশ । এটিতে মিথুন নেই কেন ? লীলাবতী আপু এ কথার মানে কি ?
স্বপ্ন
লেখার মাঝেই লুকিয়ে আছে আমার মিথুন , আমিই শুধু দেখি আপু 🙂 আমার সমস্ত অস্তিত্ব জুড়েই তো সে আছে ।
মিথুন
যখন তোমাকে বলি…
সিয়াইডি হয়ে তোমার পেছন পেছন ঘুরি,
তুমি কেঁপে কেঁপে ওঠো…
যখন তোমাকে বলি..
আমার জন্য কি উপহার এনেছো,
তুমি কেঁপে কেঁপে ওঠো… :p
স্বপ্ন
:p :p (3
ছাইরাছ হেলাল
বাহ্ , বেশ কাঁপা-কাঁপি চলছে দেখছি ।
স্বপ্ন
জি 🙂
জিসান শা ইকরাম
লীলাবতী বলেছেনঃ এটিতে মিথুন নেই কেন ? :p
ঠিক ঠিক , মিথুন কেনো থাকবেনা ?
এই অন্যায় মানিনা মানবো না (y)
স্বপ্ন
আছে তো জিসান ভাই 🙂
নীহারিকা
কাঁপতে কাঁপতে শ্যাষ 😀
স্বপ্ন
কাঁপতে কাঁপতে শ্যাষ না , শ্যাষ হলে ভালো বাসবো কিভাবে ? আপু 🙂
শুন্য শুন্যালয়
অনুভূতির তীব্রতা আঁচ করতে পারছি… ভালো লেগেছে ভাইয়া… (y)
স্বপ্ন
ধন্যবাদ আপু -{@
শিশির কনা
এত কাঁপা কাঁপি কেন ? ঘটনা কি ? কিছুই তো বুঝতে পারছি না 🙁 লেখা ভালো লেগেছে ।
স্বপ্ন
শীত কাল এসেছে না ? ঠান্ডায় কাঁপাকাঁপি :p মিস করেছেন । তবে কিছু লেখা পড়লেই বুঝতে পারবেন 🙂
আমার স্বপ্ন ও মনের কথা
এ মা এতো কাপাকাপি কেন? ;?
স্বপ্ন
না হলে বুঝবো কিভাবে সে আমার কত আপনা ? -{@
খসড়া
প্রেম প্রেম প্রেম জগত প্রেমময়।
স্বপ্ন
জি জনাব , প্রেম প্রেম প্রেম জগত প্রেমময়। (3
আদিব আদ্নান
একটু আস্তে কাপুন , শীত সন্নিকটে ।
স্বপ্ন
:p :p না আরো বেশী ।
রাইসুল জজ্
শীত লাগে ?
স্বপ্ন
না , গরম -{@ (3