৭১ এর ইতিহাস শিক্ষা (বঙ্গ বন্ধু শেখ মুজিব না মেজর জিয়া)
১।BNPI বলে স্বাধীনতার ঘোষক মেজর জিয়া।( ইসলাম ধর্ম মতে শহীদ এর সংজ্ঞা টা ভিন্ন, তাই জিয়াকে কখনো শহীদ বলা যায় না)
২।ALIG বলে স্বাধীনতার ঘোষক বঙ্গ বন্ধু শেখ মুজিব।
BNPI ক্ষমতায় থাকলে ১ নম্বর ইতিহাস ঠিক। ALIG ক্ষমতায় থাকলে ২ নম্বর ঠিক।
আসলে আসুন জানি ঠিক কোনটি। ৭১ এ জিয়া ছিল সেনাবাহিনীর একজন মেজর মাত্র। পরে যুদ্ধে ১১ নম্বর সেক্টর এর সেক্টর কমান্ড। তো একজন মেজর কি করে একটি দেশের স্বাধীনতার ঘোষণা দেন। আর তিনি তো কেবল রেডিওতে কাগজে লিখা একটি ঘোষণা পড়েছেন বই তো আর কিছু নয়।
আচ্ছা বিভিন্ন অনুষ্ঠানে ঘোষক বলেন…… এর পর এই, পরে সেই ……।। তো তিনি তো কাগজে লিখা কথা অনুষ্ঠানের কমিটির ঠিক করা বক্তব্য শৃঙ্খলার জন্য ঘোষণা পাঠ করেন। যেন একের পর এক অনুষ্ঠান শুরু হয়। কণ্ঠ ভাল ও ভরাট বলে যে কোন একজন কে বেঁচে নেওয়া হয়।
তাই নয় কি?
তেমনি ৭১ এ ২৭শে মার্চ ALIG এর নেতৃবৃন্দের ঠিক করা( বঙ্গ বন্ধু ২৫ শে মার্চ গ্রেফতার হবার আগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে সকলকে পাকিস্তানি হানাদারদের মোকাবিলা করার আহ্বান করেন।তারপর ওয়ারলেস যোগে আরও কি কি……….. সকলে জানেন….।। ) ঘোষণা পত্র পাঠ করেন মেজর জিয়া।
মন্তব্য: সুতরাং বলা যায় মেজর জিয়া স্বাধীনতার ঘোষক নয়। তাকে বলতে হবে স্বাধীনতার ঘোষণা পাঠ কারি। যদিও এই সত্যটা ALIG ও BNPI কেও স্বীকার করে না। তাহলে আমরা বলব মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা পাঠকারী। স্বাধীনতার ঘোষক নয়।
মেজর জিয়া সিলেক্ট করার কিছু কারণ হল
>> সেই গোলযোগ সময় আশে পাশে ALIG এর এমন কোন নেতা সেখানে ছিলনা যার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনে বাংলাদেশের লোকজন যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।
>> আর বিদ্রোহী সেনা অফিসার হিসেবে মেজর জিয়া কে কাছে পাওয়া।
>> আর স্বাধীনতার ঘোষণা একজন বিদ্রোহী সেনা অফিসার এর মুখে শুনলে মানুষজন একে ঠিক বিশ্বাস করবে।
ঘোষণা: সেই ইথারের কণ্ঠস্বর ভেসে আসল মেজর জিয়ার কণ্ঠে যা এখন পাবেন একটু খোঁজ করলে।
………। আমি মেজর জিয়া ……………।। বঙ্গ বন্ধু শেখ মুজিব এর পক্ষ হতে…………………………।। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি………।।
যদিও BNPI যখন এই ভাষণ বাজায় তখন
বঙ্গ বন্ধু শেখ মুজিব এর পক্ষ হতে…………………………।।
কথাটা বাদ দিয়ে বাজায়, একটু খেয়াল করে দেখবেন।
ALIG তো জীবনে এটি স্বীকার করে না যে >>মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা পাঠকারী। আর
এটি বাজানো তো দূরে থাক।
শিখলাম:ALIG যেমন >>মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা পাঠকারী হিসেবে স্বীকার করে না। তার প্রমাণ এখনকার ৩-১০ শ্রেণী পর্যন্ত সমাজ ও ইতিহাস বই গুলি।
BNPI তো পারলে বঙ্গ বন্ধু শেখ মুজিব এর নাম নিশানা মুছে ফেলতে চায় এবং তখন ৩-১০ শ্রেণী পর্যন্ত সমাজ ও ইতিহাস বই গুলির ইতিহাস নতুন করে লিখা হয়।
২.২৮PM ২৪-৭-১৩
https://www.facebook.com/golammaula.akas/posts/554195564648373
৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
আপনার লেখার এই লাইনের ” > সেই গোলযোগ সময় আশে পাশে ” — গোলযোগ শব্দটা আপত্তি জনক । মহান স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে গোলযোগ কোন ভাবেই বলতে পারেন না। ভুল করে এই শব্দ লিখে থাকলে তা সংশোধন করে দিন।
জিসান শা ইকরাম
মিঃ জি.মাওলা, আপনি কিন্তু শব্দটি পরিবর্তন করেননি। জবাব দেয়ারও ইচ্ছে নেই আপনার। আপনি সজ্ঞানেই শব্দটি ব্যবহার করেছেন বুঝা যাচ্ছে ।
খসড়া
শ্বাধীনতা ঘোষনাপাঠকারী অনেকজনই আছে। হয়ত জিয়া প্রথম পাঠকারী। সামরিক শাসনের মধ্যদিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় না এলে অসংখ্য মুক্তিযোদ্ধার মত সেও থাকতো লোকচক্ষুর আড়ালে।
তন্দ্রা
জি মওলা ভাই, মেজর জিয়া প্রথম পাঠকারী নয় তাঁর পূর্বে কমপক্ষে দুই অথবা তিন জন স্বাধীনতা ঘোষণা পত্র পাঠ করেছেন। জিয়া সাধারন একজন আর্মি অফিসার ছিলেন, কিন্তু সেই ১৯৪৭ থেকে ১৯৭০ পর্যন্ত যে সংগ্রামী ও ঘাটি দেশ প্রেমিক রাজনিতিবিদ্গন যে ত্যাগ, নির্যাতন ও জেল জুলুম স্বীকার করে জিবনের মিত্যু পর্যন্ত গেলেন আর একজন আর্মি অফিসার হঠাৎ ঘোষণা পত্র পাঠ করে হিরো কিভাবে হবেন?
মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন ২৬ শে মার্চ দিবাগত রাত অর ভোরে যা ২৭ শে মার্চ হয়।
মেজর জিয়া ১ম এপ্রিল-জুন ১ নাম্বার সেক্টরে এবং জুন – অক্টোবর ১১ নাম্বার এবং পরে জেড ফোরসের সেক্টর কমান্ডার নিযুক্ত হন।
আওয়ামিলেগের অন্য ভালো নেতাও ছিল ভাই কিন্তু সাধারন জনগনকে উজ্জিবিত করতে বেঁচে নেয়া হয় একজন আর্মি অফিসার আর সেক্ষেত্রে আর্মির মধ্যে বিদ্রোহী মেজর জিয়া একজন পরিচিত ছিল তাই তাঁকে দিয়েই করানো হয়েছিল।
রাইসুল জজ্
জেস ভাই, আমিও কথাটা ধরতে চেয়েছিলাম । আপনিই ধরেছেন বলে খুশি হলাম ।