আলো- কালো
সীমা সারমিন
ভাসতে থাকে মনটা আমার
খোঁজে নতুন আলো।
খুঁজতে গিয়ে ভয় যে দেখায়
রাতের আঁধার কালো,
বলে আমায় মটকাবো ঘাড়
যদি খোঁজ আলো।
আলো বলে ভয় পেওনা
আমি তোমার আলো,
কাটিয়ে দেব তোমার মনের
সব ভয় গুলো।
কালো বলে কান দিয়ো না
যাই বলুক আলো,
আমার কাছে এলে তোমার
হবে অনেক ভালো।
আমি বলি রাগ করোনা
তুমি ও ভাই কালো,
আলো ছাড়া তোমায় আমি
কোথায় পাব বল?
আবার বলি আলো ও ভাই
তুমিই এবার বল,
কালো ছাড়া তুমি কি
থাকতে পারবে ভালো?
সব মিলিয়ে আলো কালো
দুজনেই তোমরা অনেক ভালো।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
ছন্দ মিলানো কবিতায় অনেক ভালো লাগা । -{@
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া 🙂
বনলতা সেন
সুন্দর হয়েছে ।
আলো ও কালো
জমজ ,তবে ভালো ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপু 😀
নীহারিকা
ভালো লেগেছে।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ 🙂
রকিব লিখন
আলো কালো গোগনে
অভিসারে হয় মিলনে
অনেক অনেক ভাল লাগল।। (y)
আমার স্বপ্ন ও মনের কথা
জি ভাইয়া …।।
ধন্যবাদ 🙂
মিথুন
ভালো লেগেছে আপু।।
আমার স্বপ্ন ও মনের কথা
ভালো লাগার জন্য ধন্যবাদ -{@
ছাইরাছ হেলাল
আলোর কাল বা কালোর আলো যে দেখতে পায় সে তো অসাধারণ উপলব্ধি ।
আমার স্বপ্ন ও মনের কথা
জি ভাইয়া
উপলব্ধি টা সত্যই সুন্দর (y)
শিশির কনা
খুব ভালো লাগলো আপু।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপু -{@
খসড়া
-{@ -{@ -{@
মা মাটি দেশ
ছন্দের তালে তালে আশা-নিরাশার দন্দ।ভাল লাগল।