
সময়-স্রোতে জ্বলে ওঠা করোনা-চোখ
সোমত্ত প্রেতের মত চালাচ্ছে সন্ত্রাস;
বিরহী-পৃথিবী সকল জ্ঞান-গম্মি জড়ো করে
লড়ে যাচ্ছে প্রাণপণে, একটুখানি বাঁচবে বলে
ছলকে ওঠা বুকের রক্ত ঢেলে;
নিয়ত নূতনের সাজে করোনা শান দিচ্ছে,
নবতম মারণাস্ত্র, খুলছে একের পর এক ফ্রন্ট;
অকস্মাৎ এক ‘কোবি’ এক হাতে নিভু নিভু প্রদীপ
অন্য হাতে কুমারী ফুল নিয়ে সামনে এসে দাঁড়ায়;
রুখে সে দেবেই এই অশুভ করোনাকালের সন্ত্রস্ত সন্ত্রাস।
মৃত্যু মিছিলে একটি লাশ সগর্বে এগিয়ে যায়
একেবারে সামনে, এ যুদ্ধ জন্ম-জন্মান্তরের।
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
করোনা শান দিচ্ছে নতুন নতুন রূপে, তথ্যে। এ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি মেলা ভার। আশায় আছি ‘কোবি’ তার হাতের কুমারী ফুল দিয়ে রুখে দিবেই এ সন্ত্রাস। ভালোবাসার জয় হোক
ছাইরাছ হেলাল
আপনাদের দুয়ায় অবশ্যই ‘কোবির’ স্বপ্ন পূরণ হবে।
প্রথম ধন্যবাদটি আপনাকেই।
কামাল উদ্দিন
এ যুদ্ধে আমাদের জেতা উচিৎ, কিন্তু করোনা ক্রমান্বয়ে আমাদের আরো বেশী করে গ্রাস করে ফেলছে।
ছাইরাছ হেলাল
অপ্রতিরোধ্য ভাবে সে সামনে এগুচ্ছে সব জ্ঞান-বিজ্ঞানকে কাঁচকলা দেখিয়ে।
ভাল থাকুন।
কামাল উদ্দিন
ঠিক বলেছেন ভাই, আজ আমরা সভ্যতার দাবিদাররা কোন াবেই ওকে আটকাতে পারছিনা। শত বছর আগে যদি আসতে তাহলে কি হতো কে জানে??
ছাইরাছ হেলাল
শত বছর আগে বা এখন কোনই পার্থক্য নেই, বিজ্ঞানকে তো নস্যি বরাবর ও কেয়ার করেনা সে।
তৌহিদ
করোনা যতই দাবড়িয়ে বেরোক আমরা করোনাকে জয় করবোই ইনশাআল্লাহ। আশার প্রদীপ নিয়ে কেউতো আসবেই আসবে।
ভালো থাকবেন ভাই।
ছাইরাছ হেলাল
আমাদের তো জয় করার কিছু নেই,
দয়া করে কোরোনা আমাদের ছেড়ে দিলেই আমাদের জয় হয়েছে ভেবে নেব।
ভাল থাকবেন।
তৌহিদ
এটাও ঠিক ভাই। ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
হুম এমনটাই হবে।
ধন্যবাদ।
ফয়জুল মহী
একরাশ মুগ্ধতা । একরাশ ভালো লাগার ভালোবাসা ।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
রেহানা বীথি
করোনাকে নিয়ে আর পারা যায় না। কত বউ নাপিতের কাজ করছ, কত বর করছে ঘরকন্না। সবাইকে একঘাটে জল খাইয়ে ছাড়ছে।
কথাগুলো মজা করে বললাম বটে, তবে ভয় ক্রমশঃ হানা দিচ্ছে।
ছাইরাছ হেলাল
আসলে মজা করেন আর যা-ই করেন বাস্তবতা কে তো অস্বীকার করতে পারি না।
এই সুযোগে সবার সব কিছু ট্রেনিং হয়ে গেল, অলরাউণ্ড নৈপুন্যে!
নিরাপদে থাকবেন।
হালিম নজরুল
অকস্মাৎ এক ‘কোবি’ এক হাতে নিভু নিভু প্রদীপ
অন্য হাতে কুমারী ফুল নিয়ে সামনে এসে দাঁড়ায়;
রুখে সে দেবেই এই অশুভ করোনাকালের সন্ত্রস্ত সন্ত্রাস।
—————- সফল হোক কবির প্রত্যাশা
ছাইরাছ হেলাল
প্রত্যাশা পুরণ হবে তখন ই যখন লাশের মিছিলে প্রথম হতে পারবে,
অনেক অনেক বার।
ভাল থেকে নিরাপদ বোধ করুন।
আরজু মুক্তা
আপাতত লাশের মিছিল কম। এটা শুকরিয়া। প্রকৃতি একটু রেস্ট করুক। অনেক ক্লান্ত সে!
আর আমরা বরাবরি অসহায় আল্লাহর কাছে।
ছাইরাছ হেলাল
আমরা তাঁর ই সাহায্য চাই। নিদান কালে।
নিরাপদে থাকবেন,
সঞ্জয় মালাকার
অকস্মাৎ এক ‘কোবি’ এক হাতে নিভু নিভু প্রদীপ
অন্য হাতে কুমারী ফুল নিয়ে সামনে এসে দাঁড়ায়;
রুখে সে দেবেই এই অশুভ করোনাকালের সন্ত্রস্ত সন্ত্রাস।
ভালো থাকবেন নিরাপদ থাকবেন শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনি ও ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
যেভাবেই হোক, বন্ধ হোক এই করোনা সন্ত্রাস,
ছাইরাছ হেলাল
আমরাও তা চাই,
কিন্তু করোনা তা চাইহে বলে তো মনে হচ্ছে না।