
শূন্যতা অভিমুখী হয়ে ভাবতে বসি
উন্মুখ মৃত্যু-দূত গোটা যাত্রাপথ আগলে
দাঁড়িয়ে আছে; অনন্ত মৃত্যু-ক্ষুধা নিয়ে
বিষ্যুদ-শুক্র-শনি বা দিন-রাত্রি কিছুই
জানতে চাইছে না;
লাশ চাই লাশ চাই, অগুনতি, আরও লাশ চাই,
পাৎলুনহীন করোনা ছায়া-শরীরে ঘুরে বেড়ায়
ছুঁড়ে দেয় মৃত্যু-ল্যাসো অলক্ষ্যে;
ক্রমশ মনে থাকা ক্রুদ্ধতা লুকিয়ে, কেঁদেকেটে
দিয়ে দেই সান্ধ্য-বক্তৃতা;
মূক আমি, দশা-বিচারে, নিবিড়ের হতভম্বতায়
দয়ালু প্রস্তাব-বিবরণী আউরে যাই সিধা-সিধি,
রহমানুর দরবারে।
৩০টি মন্তব্য
ফয়জুল মহী
অনন্যসাধারণ লেখা। মরণের স্বাধীনতা চাই।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
লাশ খেকো করোনা কবে যে থামবে তা জানা নেই কারো।
প্রতি মুহুর্তে আতংকে কাটাই, আর আল্লাহকে ডাকি।
ছাইরাছ হেলাল
অনিশ্চয়তা-ই আমাদের একমাত্র সাথী।
আল্লাহ আমাদের সহায়।
সুপায়ন বড়ুয়া
নিত্য লাশের মহড়া আজ তাড়িয়ে বেড়ায়
করোনা আতঙ্কে আজ বিশ্ব হারায় পথ।
করোনালাপ ও সাথে এগিয়ে যায় বন্ধুর রথ।
ভালো লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
করোনালাপে-ই বাঁচি
করোনালাপেই হাসি,
করোনালাপেই আতঙ্কিত হতে হতে
ঈশ্বর জপি।
ভাল থাকবেন, ভাই।
সুরাইয়া পারভীন
কবে যে এই মরণ খেলা শেষ হবে
কবে যে করোনা হাঁফিয়ে উঠবে
মহান রাব্বুল আলামীন আমাদের মুক্তি দিন
ছাইরাছ হেলাল
করোনা হাঁফালেই আমরা বাঁচবো
করোনা হাঁফালেই আমরা হাসবো।
নিরাপদে থাকুন।
কামাল উদ্দিন
কবিতার সব কথাই বুঝতে নেই, তবে করোনার ভয়াবহতার কথাটা বুঝা গেছে বেশ, জানিনা কবে কতোটা লাশের বিনিময়ে ওর ক্ষুধা মিটবে।
ছাইরাছ হেলাল
এই তো জায়গামত এসেছেন! সব কিছু বুঝতে নেই।
কতটা লাশ পেলে এই মহা ঘাতকের প্রাণ জুড়োবে তা কেউ জানি না।
ভাল থাকবেন অবশ্যই।
কামাল উদ্দিন
ভালো থাকার চেষ্টা করছি, মনে হচ্ছে পেরে উঠছি না 🙁
ছাইরাছ হেলাল
পারতেই হবে, যে কোন উপায়ে।
রেহানা বীথি
আর কত লাশ চাই তার?
আল্লাহ্ সহায় হোন, করোনার লোভ প্রশমিত করুন পরম করুণাময়।
ছাইরাছ হেলাল
বিধাতার কাছে আমরা শুধুই প্রার্থনা করতে পারি, করিও।
ধন্যবাদ। সবাইকে নিয়ে ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
শেষ নেই এ চাওয়ার । করোনা যে অনেক অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে কতকাল সে রক্তের স্বাদ পায়নি। ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো
ছাইরাছ হেলাল
অনিঃশেষ চাওয়া নিয়ে আমাদের সাথে আছে এ ঘাতক।
নিরাপদে থাকুন।
এস.জেড বাবু
মরণ খেলা বন্ধ করে দাও বিধাতা-
কোনও এক উছিলায় / মাধ্যমে / ইশারায়।
////দয়ালু প্রস্তাব-বিবরণী আউরে যাই সিধা-সিধি,
কবুল হউক –
আমিন
ছাইরাছ হেলাল
বিধাতার কাছে নিবেদটুকুই শুধু আমরা করতে পারি,
বাকী তাঁর ইচ্ছে।
ভাল থাকবেন আপনি।
এস.জেড বাবু
সবই বিধাতার ইচ্ছে-
আর আমরা বিধাতার পজিটিভ ইচ্ছাটার প্রত্যাশা রাখি।
ধন্যবাদ ভাই
ছাইরাছ হেলাল
তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী।
ভাল থাকুন।
তৌহিদ
আল্লাহ সহায়। মৃত্যুর মিছিল দেখতে চাইনা।
ছাইরাছ হেলাল
অবশ্যই তিনি-ই আমাদের একমাত্র সহায়।
ধন্যবাদ।
তৌহিদ
ভালো থাকবেন ভাই।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
হালিম নজরুল
আপনি লিখেন অনুভূতি,
আমি পড়ি কবিতা।
ছাইরাছ হেলাল
এ নেহায়েৎ পাঠক-কবির একান্ত বদান্যতা।
ভাল থাকুন।
হালিম নজরুল
ভাই,
আপনার চমৎকার লেখা পাঠককে প্রসংশা করবার জন্য প্ররোচিত করে।
হা হা হা
ছাইরাছ হেলাল
এখন প্ররোচনার দায়-ও নিতেও বলছেন!
কলি কাল বলে কথা।
সাবিনা ইয়াসমিন
এখন রহমানুর রাহিমই একমাত্র ভরসা ( তিনি আমাদের সর্বক্ষণের সাথী) । যিনি করোনাকে উদরপূর্তি করার সুযোগ দিয়েছেন, ইনশাআল্লাহ তিনিই তাকে নিয়ন্ত্রণে নিবেন। আমরা আনুগত্য প্রকাশ করবো দিনের শুরু থেকে দিন-অস্ত যাওয়ার পরেও। মহারাজ, আমরা কেউ-ই জ্ঞানী নই। সকাল-সন্ধ্যা বক্তৃতা দেয়া মূকদেরই মানায়, তাই না?
ছাইরাছ হেলাল
মূক হয়ে মূকের মতই নতজানু হয়ে তাঁর কাছে প্রার্থনা জানাই,
এর বেশি আর কিছু করার নেই।