কবিতা মুক্ত হও

আলমগীর সরকার লিটন ৯ মার্চ ২০২০, সোমবার, ০৪:৫১:১৫অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

=====================
এতোদিন পর ভাবের উদয় হলো!
এই রঙ্গমঞ্চ কবিতাকে মুক্তি দিবো
কি লাভ কিছুই খুঁজে পেলাম না;
যেটা বুঝেছি, যতটা তেল ভাজলেই
কবিতার গা আরও সুগন্ধী হয়ে প্রসার ঘটাই;

আমি ত তেলে ভাজতে পারছি না
সত্যই কবিতা তুমি মুক্ত হও-
এ ভুমি থেকে অথবা সুগন্ধ হাওয়া থেকে;
তোমার গায়ে শুধু হিংসা, বিদ্বেষ
শুধু ঘোরপাক খায়।

তোমার সৌন্দর্য ললাটে লুটে পড়ে
আমি পারছি না কেন, কবিতা মুক্ত হও-
তোমার এরকম রূপ লাবণ্য চাই না
যেখানে প্রতিবাদী হবে, বিবেক বোধ জাগ্রত থাকবে
অতঃপর সত্যই যদি এরকম না হতে পারো
তবে কবিতা তুমি মুক্ত হও।

২৫ ফাল্গুণ ১৪২৬, ০৯ মার্চ ২০
————————————

৭৬৩জন ৬৫৩জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ