=====================
এতোদিন পর ভাবের উদয় হলো!
এই রঙ্গমঞ্চ কবিতাকে মুক্তি দিবো
কি লাভ কিছুই খুঁজে পেলাম না;
যেটা বুঝেছি, যতটা তেল ভাজলেই
কবিতার গা আরও সুগন্ধী হয়ে প্রসার ঘটাই;
আমি ত তেলে ভাজতে পারছি না
সত্যই কবিতা তুমি মুক্ত হও-
এ ভুমি থেকে অথবা সুগন্ধ হাওয়া থেকে;
তোমার গায়ে শুধু হিংসা, বিদ্বেষ
শুধু ঘোরপাক খায়।
তোমার সৌন্দর্য ললাটে লুটে পড়ে
আমি পারছি না কেন, কবিতা মুক্ত হও-
তোমার এরকম রূপ লাবণ্য চাই না
যেখানে প্রতিবাদী হবে, বিবেক বোধ জাগ্রত থাকবে
অতঃপর সত্যই যদি এরকম না হতে পারো
তবে কবিতা তুমি মুক্ত হও।
২৫ ফাল্গুণ ১৪২৬, ০৯ মার্চ ২০
————————————
২৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কবিতা আর কবিতার মুক্ত সহজ কন বিষয় নয়।
কবিতা লেখা তো নয়-ই।
আলমগীর সরকার লিটন
জ্বি হেলাল দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————-
সুপর্ণা ফাল্গুনী
আমি ত তেলে ভাজতে পারছি না
সত্যই কবিতা তুমি মুক্ত হও-
এ ভুমি থেকে অথবা সুগন্ধ হাওয়া থেকে;
তোমার গায়ে শুধু হিংসা, বিদ্বেষ
শুধু ঘোরপাক খায়। চমৎকার লিখেছেন। কিন্তু এত সহজে মুক্তি নিলে কবিতা ও কবি দুজনকেই হারিয়ে ফেলবো , সেটা আমরা কেউই চাইনা । শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
হু সুপর্ণা দিদি আপনাকেউ অনেক শুভ কামনা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————-
বন্যা লিপি
কবিতা তেলে বা জলে, ভাজা বা ডোবানো কোনোটাই যায় না। কবিতা মুক্তও হয়না বা সহজ নয় লেখা। অনুভূতির কষ্টিপাথর নেই কোনো, থাকলে ভালো হতো।
মুক্ত হোক শব্দের বাঁধন।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
হু লিপি আপু আপনাকেউ অনেক শুভ কামনা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————-
সুপায়ন বড়ুয়া
“যেখানে প্রতিবাদী হবে, বিবেক বোধ জাগ্রত থাকবে
অতঃপর সত্যই যদি এরকম না হতে পারো
তবে কবিতা তুমি মুক্ত হও।”
কবিতায় হোক প্রতিবাদ।
কবিতা মুক্ত নয়।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
হু প্রিয় সুপায়ন দা কবিতা ত তাই হওয়া উচিত তা আর হয়ে উড়ছে না
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————-
ফয়জুল মহী
চমৎকার লেখা। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
হু প্রিয় মহী দা আপনাকেউ শুভ কামনা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————-
সাবিনা ইয়াসমিন
কোন কোন ক্ষেত্রে কবিতা বড় স্বেচ্ছাচারী রুপ নেয়। যাকে একবার ধরে তাকে সহজে ছেড়ে যেতে চায় না। মুক্তি চাইলেও মুক্ত হয় না।
ভালো লাগলো এমন কবিতা।
আরও লিখুন,
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জ্বি সাবিনা আপু কবিতা রূপ বুঝা মুসকিল
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————-
মনির হোসেন মমি
মুক্তি নয় কবিতায় জ্বলে উঠুক মুক্তিকামী মানুষের ভালবাসার গান। চমৎকার।
আলমগীর সরকার লিটন
হু প্রিয় মমি দা কবিতা ত তাই হওয়া উচিত
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————-
নিতাই বাবু
কবিদের কবিতার লাইনের মতো সুন্দর সহজ সরল হোক প্রতিটি মানুষের হৃদয়!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।
আলমগীর সরকার লিটন
হু প্রিয় নিতাই দা আপনাকেউ শুভ কামনা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————-
এস.জেড বাবু
কবিতা তুমি মুক্ত হও
আমরাও যোগ দিবো কবিতা মুক্তির আনন্দ মিছিলে।
দারুন লিখেছেন ভাই
আলমগীর সরকার লিটন
হু প্রিয় জেড বাবু দা কবিতা ত তাই হওয়া উচিত
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————-
সুরাইয়া পারভীন
কবিতার মায়াজাল থেকে মুক্তি অসম্ভব।
তবুও কবির তালে তাল মিলিয়ে কবিতা মুক্তির মিছিলে যোগদান করতেই পারি। কবিতায় হোক প্রতিবাদ, কবিতায় হোক বিবেকের জাগরণ।
আলমগীর সরকার লিটন
জ্বি সুরাইয়া আপু কবিতা ত তাই হওয়া উচিত
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————-
হালিম নজরুল
সত্যই কবিতা তুমি মুক্ত হও-
এ ভুমি থেকে অথবা সুগন্ধ হাওয়া থেকে
আলমগীর সরকার লিটন
জ্বি কবি নজরুল দা কবিতা ত তাই হওয়া উচিত
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————-
ইঞ্জা
অনিন্দ্য অসাধারণ লিখলেন ভাই।
একটা কথা বলি, ব্লগার হিসাবে ব্লগে যত বেশি বড় দেবেন ততই ব্লগের সৌন্দর্য্য, ছোট লেখা আপনাকে মানায় না ভাই, আপনি গুণী মানুষ, আরও বড় লেখা দিতে নিশ্চয় সমস্যা হবেনা, ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ইঞ্জা দা
আসলে আমি ছোট লেখে অভাস্ত
বড় লেখতে গেলে এলোমেলো হয়
তবুও চেষ্টা করব দাদা
ভাল ও সুস্থ থাকবেন————
ইঞ্জা
আমারও হতো ভাই, কিন্তু ব্লগকে ভালোবেসে আমি আমার লেখাকে বদলেছি, আশা করি আপনিও পারবেন।