“ যে – লেখা গুলো পড়লে মন নেচে ওঠে ; গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে মুখে রং – বেরঙের স্বপ্ন এসে জমা হয়; তা – ই কবিতা। যা পড়লে, দুই তিনবার পড়লে আর ভোলা যায়না, মনের ভেতর যা নাচতে থাকে, তাই কবিতা।”- কবিতা নিয়ে কথাগুলো বলেছেন হুমায়ুন আজাদ।
কবিতা লিখতে হলে, প্রথমে থাকতে হবে স্বপ্ন । নানা রকমের স্বপ্ন। তারপর সেই স্বপ্নকে সাজাতে হবে নানা রংবেরঙের শব্দ দিয়ে। শব্দের পিঠে শব্দ বসিয়ে খেলতে হবে শব্দের খেলা। থাকতে হবে শব্দের প্রতি ভালবাসা। ভালবেসে শব্দকে আদর করতে হবে, বুঝতে হবে শব্দের রং। তবেই লিখতে পারবে কবিতা, হতে পারবে কবি।
দেখো আমার অনেক স্বপ্ন আছে, নানা রকমের স্বপ্ন। সেই স্বপ্ন গুলোকে সাজানোর জন্য আমি দিনরাত চেষ্টা করি। কিন্তু প্রতিবারই আমি ব্যর্থ। কারণ স্বপ্ন সাজানোর জন্য যে রংবেরঙের শব্দের প্রয়োজন, আমার কাছে তা পর্যাপ্ত পরিমাণে নেই।
তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে?
কবিতা লিখতে হলে স্বপ্নের পাশাপাশি জানা থাকতে হবে রংবেরঙেরের শব্দ। আর তাই প্রথমে পড়তে হবে কবিতা, বুঝতে হবে কবিতা, মনে ধারণ করতে হবে কবিতা, ধারণ করতে হবে শব্দ, নানা রঙয়ের শব্দ।
তোমরাতো আজকাল কবিতা পড়ার আগেই কবিতা লেখা শুরু করো। তাইতো কবি হওয়ার আগেই হয়ে ওঠো ব্যর্থ কবি; ঠিক আমার মতো।
এই দেখো, তুমি যদি লেখো—
দু’পাশে বাতাসে দুলছে ধানের শীষ, মাঝে ভাসমান শাপলা
পিছনে পাটগাছে নাচছে কয়েকটি পাতা
পাতার ফাঁকে চোখে পড়ে দুই জোড়া কাকতাড়ুয়া
দূর থেকে যেগুলো’কে মনেহয় একেকটা তারকা।
উপরের লাইন গুলো পড়ার সময় অনেকেই শুরুতে বলে উঠবে, আরে! এটাতো আমাদের জাতীয় প্রতীক। কিন্তু আমি বলবো এটা তোমার মনের কল্পনা, তোমার স্বপ্ন। যা তুমি সাজিয়েছ নিজের মতো করে।
যদি লাইন গুলো আরেকটু রঙিন রঙিন শব্দ দিয়ে সাজাও, তখন এটা হবে কবিতা।
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
তিনি ঠিকই বলেছেন স্বপ্নের সাথে রংবেরংের শব্দের মেলা মনে থাকতে হবে তারচেয়েও থাকতে হবে শব্দ সাজানো কৈশল। তবেই হবে কবিতা।
আমি পাঠক পড়ে মন ভরে।
আকবর হোসেন রবিন
ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর মন্তব্য করার জন্য।
জিসান শা ইকরাম
শব্দ শূন্যতায় ভুগছি আমি,
তাই স্বপ্ন থাকলেও কবিতা লেখা হবেনা আমার।
শুভ কামনা।
আকবর হোসেন রবিন
আপনার জন্যও শুভকামনা।
সুরাইয়া পারভিন
আমি শুনেছিলাম একটা লাইন লিখতে হল দশটা লাইন পড়তে হয়,,, আসলে পাঠক যদি বুঝতে পারে , ঢুকতে পারে কবিতার , কবিতার প্রতিটি লাইনে ঢুকে নিজেকে আবিষ্কার করতে পারে তবে সে পাঠক ভালো মানের লেখকও হতে পারে
যথার্থ উপস্থাপন
আকবর হোসেন রবিন
অনেক সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপু।
ইঞ্জা
সুন্দর অনুভবের কথা, রঙবেরঙের শব্দতেই কবিতা হয়, দারুণ লিখলেন ভাই।
আকবর হোসেন রবিন
এই জন্য হুমায়ুন আজাদ এর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি।
ধন্যবাদ ভাই।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
বন্যা লিপি
খুব সুন্দর করে বোঝালেন কবিতা কি এবং কেমন? সত্যি যে কবিতা মনে না থাকে, তা কবিতা হয় কি করে?। ভালো লাগলো লেখা।
আকবর হোসেন রবিন
এই জন্য হুমায়ুন আজাদ এর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি।
ধন্যবাদ আপু।
চাটিগাঁ থেকে বাহার
আমার ভান্ডারে শব্দ স্বল্পতা বিরাজ করে বলে কবিতা লিখতে পারি না।
এই শব্দ স্বল্পতা দূর করার কোন টেকনিক থাকলে জানাবেন প্লিজ…..
আপনার লেখা ভালো হয়েছে।
আকবর হোসেন রবিন
আমার ভান্ডারেও শব্দ স্বল্পতা রয়েছে। তবে আমার মনেহয় বিভিন্ন লেখকের বই পড়লে শব্দ স্বল্পতা দূর হতে পারে। আবার ইংরেজি ডিকশনারির মতো বাংলা ডিকশনারিও রয়েছে। ওটা পড়লেও অনেক শব্দ আবিষ্কার করা যেতে পার বলে আমার মনেহয়।
ছাইরাছ হেলাল
পড়ার বিকল্প কখন ও ছিল না, এখন ও নেই।
লিখতে হলে অনেক অনেক পড়তে হবে।
আকবর হোসেন রবিন
হ্যাঁ। অনেকে গল্প লিখে, কবিতা লিখে; এই যে লেখার চেষ্টা করে এটা ভালো দিক। কিন্তু না পড়ে লিখলে লেখা গুলো পড়ে অন্যরা আরাম পাবেনা।
কয়দিন পড়তে না পারলে আমি তৃষার্ত কাকের মত ছটফট করি। তবে আমার পড়ার নেশাটা লেখালেখির জন্য না। নিজের মনের মনের ক্ষুধার জন্য।
আরজু মুক্তা
কবিতা স্বতঃস্ফুর্তভাবে আসে। সাথে থাকে আবেগ, কাল্পনিকতা। সবকিছুর সমন্বয়ে কবিতা শান্ত মস্তিষ্ক থেকে খাতায় নেমে আসে। হুমায়ুন আজাদের “কতো নদী সরোবর “পড়লে ভালো জানা যায় কবিতা সম্পর্কে!
আকবর হোসেন রবিন
শব্দ, কবিতা, ভাষা নিয়ে হুমায়ুন আজাদের প্রবন্ধ গুলো পড়ে যতটুকু আরাম পাওয়া যায়, তা এখন পর্যন্ত অন্য কোন লেখকের লেখায় পাইনি।
রেহানা বীথি
একটা ভালো লেখা দাঁড় করাতে গেলে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে। হোক সে কবিতা, গল্প বা অন্যকিছু।
ভালো লাগলো আপনার লেখা।
আকবর হোসেন রবিন
‘একটা ভালো লেখা দাঁড় করাতে গেলে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে।’খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ আপু।
মনির হোসেন মমি
আসলেই তাই ভাইয়া। স্বপ্ন ও শব্দের দখল দুটোই একটি স্বার্থক কবিতার জন্য খুব বেশী প্রয়োজন। দারুণ।
আকবর হোসেন রবিন
শুধু কবিতার জন্য না। যারা লেখালেখি করে তাদের মধ্যে শব্দ জ্ঞান থাকা দরকার।
ধন্যবাদ ভাইয়া।
মনির হোসেন মমি
হুম অবশ্যই।
তৌহিদ
নিজের শব্দ স্বল্পতার কারনেই আজও কবিতার ক’ ও লেখা হলোনা। অথচ চারিদিকে কবি।
ভালো লিছেছেন।
আকবর হোসেন রবিন
ধন্যবাদ ভাই।
সাখিয়ারা আক্তার তন্নী
ভাইয়া,ভালো লাগলো
আকবর হোসেন রবিন
আচ্ছা।