
দ্যুলোক ভূলোক ঘুরি জয়ের নেশায়,
(ভুয়া)লাইক কমেন্টে আনন্দ কুড়া,
জ্বালা জুড়াই হাহা দিয়ে, প্রতিনিয়ত, বীর-দর্পে;
ধরা কে সরা জ্ঞানে, বেশুমার মনের সুখে,
মৌসুমি সৌরভ বুকে/মুখে/চোখে মেখে;
কেউ জানুক বা না-জানুক
কেউ দেখুক বা না-দেখুক
আঁতকে উঠি নিজ প্রতিবিম্বে, এ আমি কোন আমি
মুখোশের অন্তরালে;
সুড়ুত করে মুখ লুকাই হুডিতে নিশ্চুপ আহ্লাদে,
প্রকাশ্যে ব্যস্ততা দু’চোখ ছোঁয়া পরশে, অশ্লীল দ্রষ্টব্যে;
বেশুমার/বিবিধ পাতানো খেলা খেলে
শেষ মেষ চিত্ত যখন বেচইন নিজেকে আবিষ্কার করি উদ্বৃত্তে,
গভীর সংবেদ-সংক্ষেপে সুবোধ বালক সেজে
চালাক চালাক কথা ছড়িয়ে বলি,
আমি এই যে এখানে যেমন ছিলাম
আছি তেমন-ই।
…..ধরো, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে,রিসোর্টে যেতে…..
ব্লগে আসো, (বাসায় আসো বলি নাই কিন্তু)……………
ছবি নেটের।
২০টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
ইসলামের অপব্যাখ্যাই এমন বিবর্জিত কাজের জন্ম দেয়। ইসলাম কিছু নিকৃষ্ট কাজকে হালাল করেছেন পরিস্থিতি সাপেক্ষে বিশেষ সম্মতিক্রমে। শঠতার আশ্রয়ে কারুর বাড়তি মনোরঞ্জনের জন্য নয়। আর যারা তাদের বাক্যে এবং কর্মে এক নয় তাদের ঈমান নিয়ে ও সন্দেহ আছে!
বর্তমান প্রেক্ষাপটের নজির অনুযায়ী চমৎকার কবিতা লিখেছেন।
ছাইরাছ হেলাল
যে যার নিজের সুবিধেটুকু নিতে ধর্মকে ব্যবহার করছে, করতেছে, এ অনেক পুরোন একটি ধারা।
আল্লাহ আমাদের সঠিক পথের সন্ধান দিবেন শুধু এ টুকুই চাই,
মাসনা-সুলাসা-রুবায়া না।
আপনি ভাল থাকবেন এই করোনা কালে।
বন্যা লিপি
ইহার চেয়ে বড় পেরেক আর হয়না। প্রতিটা শব্দবাক্যে সময়ের বিতর্কিত ফ্রেমে জোড়সে কষাঘাত। বলি, মুখোশে ভরে গেছে সকল মুখ, আসল খুঁজি কোনজনে?
ব্লগে কেউ আহেনা, আমিও আর আইতাম না,বিদায়……
ছাইরাছ হেলাল
সবাই যে যার অবস্থান থেকে ফয়দা নিতে চাচ্ছে। আমাদের অসহায়ত্বের সুযোগে।
আচ্ছা ভাল থাকুন বিদায়ে।
ধন্যবাদ।
বন্যা লিপি
কোম্মে বিদায়? মরিনাই এহনো…..এইটা আমার ঘর/উঠোন বাড়ি…..পারলে খ্যাদাইয়া দেহান তো!!!!
ছাইরাছ হেলাল
.এইটা আমার ঘর/উঠোন বাড়ি….
কথার প্রমাণ কাজ,
কথা সহজ, কাজ না;
সুপর্ণা ফাল্গুনী
ধর্মের অনেক ব্যখ্যাকে আমরা নিজেদের স্বার্থে , নিজেদের মনমতো সাজিয়ে পরিবেশন করি । নিজে অন্যায় করে আর সাধারণ মানুষ করলে তাকে বিভিন্ন অপবাদে জর্জরিত করে সমাজ, পরিবার ছাড়া করে তুলি। তখন সে হয়ে যায় সমাজের কীট। অথচ এরা ধর্মের লেবাস পড়ে অহরহ অন্যায় করে যাচ্ছে। সাধারণ মানুষ অবুঝের মতো চেয়ে চেয়ে দেখে কারণ তারা ধর্মভীরু। কলম এভাবেই চলুক চাবুকের আঘাতের মতো । অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ সন্ধ্যা
ছাইরাছ হেলাল
আমাদের সরলতার সুযোগ নিচ্ছে কপটেরা নানান অজুহাতে।
আল্লাহ আমাদের সহায় হবেন এ অপেক্ষাতেই থাকি।
সাবধানে থাকবেন করোনা কালে।
পপি তালুকদার
মুখোশধারী লোক গুলো খুব সাংঘাতিক হয়ে থাকে।যাদের কথা,চিন্তা, কাজের মাঝে নেই কোন মিল!
তারা তাদের কৃতকর্মের জন্য একটুও বিচলিত কিংবা লজ্জিত নয়।এরা সমাজের বিষধর সাপ! সর্বত্র ফেনা ছড়িয়ে ধ্বংস করছে সমাজের নৈতিকতা।
কলম চলতে থাক….
ছাইরাছ হেলাল
উচু গলাই ওদের পুঁজি, অহেতু চিল্লানোই যেন মূল কাজ।
আর এতেই আমরা বিভ্রান্ত সারাক্ষণ।
আপনি আপনারা পড়েন বলেই তো লিখতে পারছি এখানে।
খেড়ো খাতাই একমাত্র ভরসা।
নিরাপদে থাকুন, এ সময়ে।
হালিমা আক্তার
মুখোশের মাঝে মুখোশ লুকায় | মানুষ চেনা বড় দায় | কে আসল কে নকল চিনতে নাহি পারি হয় |
চমৎকার লিখেছেন , শুভ কামনা |
ছাইরাছ হেলাল
সুন্দর ছন্দে মন্তব্য করা জন্য ধন্যবাদ।
আমারা খুব ই অসহায় মুখোশের কারণে।
শুভেচ্ছা আপনাকে।
বোরহানুল ইসলাম লিটন
’মুখোশের আঁড়ালে আমি
কেউ জানুক বা নাই জানুক
জানে তা অন্তর্যামী’
সুন্দর অনুভূতিতে অনন্য নিবেদন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
তিনি ই আমাদের একমাত্র রক্ষাকারী, আমরা তাঁর ই সাহায্য চাই মনে প্রাণে।
ধন্যবাদ, ভাল থাকুন।
আরজু মুক্তা
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে….!
কি একটা অবস্থা চারদিকে! এই মোদি আসিয়াই গণ্ডগোল।
ছাইরাছ হেলাল
সব প্রতিকূলতা কেটে যাবে, মাসনা সুলাসার লাইনে না গেলেই!!!!!!!
ভাল থাকুন।
তৌহিদুল ইসলাম
ব্লগে মন্তব্য আসুক চাই না আসুক, লিখি নিজের মনের শান্তির জন্য। কিছু ব্লগার নিজেরা যেদিন লেখা দেন সেদিন ছাড়া আসেননা ব্লগে। এরকম ব্লগারদের জন্য করুণা হয়।
সবার বোধদয় হোক।
ছাইরাছ হেলাল
বোধ খুব কঠিন একটি অভ্যাস, এ সহজে গড়ে ওঠে না।
লেখক নিজ মনে লেখে, মন্তব্য কোন ব্যাপার না।
ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর। অনেক পড়ে পড়লাম।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ভাল থাকুন।
ধন্যবাদ।