এসো আজ বৃষ্টিতে ভিজি

অরণ্য ১ ডিসেম্বর ২০১৪, সোমবার, ০৯:১৯:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, সঙ্গীত ২১ মন্তব্য

একটা গান নিয়ে আজ বেরিয়ে পড়ছি কাজে। সকাল থেকেই গানটা গেয়ে যাচ্ছি গুনগুনিয়ে, মাঝে মাঝে সরবে গেয়ে উঠছি… এসো আজ বৃষ্টিতে ভিজি, জীবনের অন্য মানে খুঁজি। মনে হয় গানটা রেখে রেখে খাওয়া যাবে অনেক দিন। আসিফ ইকবালের লিখা, নকীব খাঁনের সুর করা আর রাশেদের গাওয়া গানটির টাইটেল “অচেনা আকাশ…”। আজ আমার যে অনুভূতি, অনুভব তাতে আমি টাইটেলটা নিতে চাই গানটির তৃতীয় লাইনটি – “এসো আজ বৃষ্টিতে ভিজি”।

কে কে আছে বৃষ্টিতে ভিজতে চায় আজ, খুঁজতে চায় জীবনের অন্য মানে?

শুভেচ্ছা আমার সোনেলা বন্ধুদের।
______________________________________

অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ

ও রংধনু তুমি এসো না
আমাদের মুগ্ধ করো না
সময় আজ হারিয়ে যাবার
দু’জনার শুদ্ধ হবার।
ও রংধনু তুমি এসো না
আমাদের মুগ্ধ করো না
সময় আজ হারিয়ে যাবার
দু’জনার শুদ্ধ হবার
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ

ও দিগন্ত যেন দূরান্তে
চাইছে কাছে শুধু টানতে
এসো আজ স্বপ্ন আঁকি
উচ্ছ্বাস হৃদয়ে মাখি।
ও দিগন্ত যেন দূরান্তে
চাইছে কাছে শুধু টানতে
এসো আজ স্বপ্ন আঁকি
উচ্ছ্বাস হৃদয়ে মাখি।
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি
ও…
অচেনা আকাশ

______________________________________

 

৯২২জন ৯২১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ