একটা গান নিয়ে আজ বেরিয়ে পড়ছি কাজে। সকাল থেকেই গানটা গেয়ে যাচ্ছি গুনগুনিয়ে, মাঝে মাঝে সরবে গেয়ে উঠছি… এসো আজ বৃষ্টিতে ভিজি, জীবনের অন্য মানে খুঁজি। মনে হয় গানটা রেখে রেখে খাওয়া যাবে অনেক দিন। আসিফ ইকবালের লিখা, নকীব খাঁনের সুর করা আর রাশেদের গাওয়া গানটির টাইটেল “অচেনা আকাশ…”। আজ আমার যে অনুভূতি, অনুভব তাতে আমি টাইটেলটা নিতে চাই গানটির তৃতীয় লাইনটি – “এসো আজ বৃষ্টিতে ভিজি”।
কে কে আছে বৃষ্টিতে ভিজতে চায় আজ, খুঁজতে চায় জীবনের অন্য মানে?
শুভেচ্ছা আমার সোনেলা বন্ধুদের।
______________________________________
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ
ও রংধনু তুমি এসো না
আমাদের মুগ্ধ করো না
সময় আজ হারিয়ে যাবার
দু’জনার শুদ্ধ হবার।
ও রংধনু তুমি এসো না
আমাদের মুগ্ধ করো না
সময় আজ হারিয়ে যাবার
দু’জনার শুদ্ধ হবার
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ
ও দিগন্ত যেন দূরান্তে
চাইছে কাছে শুধু টানতে
এসো আজ স্বপ্ন আঁকি
উচ্ছ্বাস হৃদয়ে মাখি।
ও দিগন্ত যেন দূরান্তে
চাইছে কাছে শুধু টানতে
এসো আজ স্বপ্ন আঁকি
উচ্ছ্বাস হৃদয়ে মাখি।
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি
ও…
অচেনা আকাশ
______________________________________
২১টি মন্তব্য
মরুভূমির জলদস্যু
পুর গান কখনো মাথায় আসেনা তবে অনেক সময় কয়েকটা লাইন সরাদিন মাথার মাঝে ঘুরতে থাকে।
অরণ্য
আসলে ভাইয়া আমিও আজ সারাদিন প্রথম চারলাইনেই ছিলাম ঘুরে ঘুরে… মজার ব্যাপার আজ রিক্সা আমার মোটেও বোরিং লাগেনি।
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ
ছাইরাছ হেলাল
শুনলাম, ভালই লাগল।
অরণ্য
ছাইরাছ ভাই, শোনার চেয়েও গানটার আসল মজা গেয়ে উঠে। আজ গাইলাম বেশ প্রথম চার লাইন… বুড়ো লোকরা রিক্সায় উঁচু গলায় গান গাইলে লোকজন দেখি ভালই চেয়ে থাকে – অবাক অবাক ভাব। এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই… লা লা লা লা লা
লীলাবতী
শীতের সময়ে বৃষ্টিতে ভেজার আহ্বান? আমি নাই 😀 গানটি সুন্দর।
অরণ্য
লীলাবতী, তুমি আছ শীত নিয়ে। আরে পাগল, আমিতো আজ বসন্তে… মনে যে বসন্ত আজ! জিজ্ঞেস করে বসবেন নাকি বসন্তে আবার বৃষ্টি আসে কি করে? আসে… আসে…
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি। 😀
মামুন
ভালো লাগল।
জীবনের অন্য মানে খুঁজতে চাই, তবে এই শীতে বৃষ্টিতে ভিজতে চাই না।
শুভেচ্ছা রইলো… -{@
অরণ্য
মামুন ভাই, ইচ্ছেটাই বড়। আজ বৃষ্টি না হলেও আমি ঠিক ভিজে যাচ্ছি – আমি দেখতে পাচ্ছি আমি ভিজছি, আমার শুদ্ধিস্নান। কল্পনাকে এই গানের মত (https://www.youtube.com/watch?v=qNDifMyQuv8) নিলে যে কেউ যে কোন সময়ে ভিজে যেতে পারে। এটিও আমার খুব পছন্দের গান।
মোকসেদুল ইসলাম
শীতের দিনে বৃষ্টির গান। ভাল লাগল
অরণ্য
খুব ভালো লাগলো। বুঝলাম একটু বাহানা পেলে আপনিও ভিজতে যাবেন।
স্বপ্ন নীলা
শীত !! আর এখন বৃষ্টিতে পারবো না, তবে বৃষ্টির গান শুনতে ভাল লাগে
অরণ্য
শীতকে মানুষের এত ভয়! বাহ!
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
বেশি মজা করছি। আগেই ভেবে নিয়েছি আজ যেই এই লেখায় মন্তব্য করবে তার সাথেই মজা করব। যে কারণে আগেই সবাইকে বন্ধু সম্বোধন করে নিয়েছি যেন সামনাসামনি কেউ গালি না দিয়ে বসে।
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ
খেয়ালী মেয়ে
গানটা শুনলাম (y)
বৃষ্টিকে খুব মিস করি 🙂
অরণ্য
হেই, চন্দ্রপ্রেমী খেয়ালীমেয়ে, দেখুন তো গান টা শুনেছেন কি না?
https://www.youtube.com/watch?v=ttxzuGrJA7U
আজ সুধু গান গাব, গান শোনাব – এই ভেবেছি। জোর করে মানুষকে গান শোনাচ্ছি, ভারি মজা তো!
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
গানটি আমারো প্রিয়।
অরণ্য
মেঘাচ্ছন্ন মেঘকুমারীর এমন গান, বৃষ্টিতে ভেজার আহ্ববান ভালো লাগবে এটাই স্বাভাবিক।
শুন্য শুন্যালয়
গানটি প্রথম শুনলাম, ভালো লেগেছে। আপনি বেশ একটু পাগলাটে টাইপের মনে হচ্ছে। 🙂
আমিও সকালে হাটি আর সরবে গান গাই, শোনবার মতো কেউ থাকেনা বলেই। পথ পুরোটাই ফাঁকা থাকে। আশেপাশে শুধু কিছু পাখিদের ছুটে পালাতে দেখি। 🙂
অরণ্য
ধন্যবাদ আপনাকে। যেদিন গানটা শেয়ার করেছিলাম সেদিন আমাকে আটকানোর কেউ ছিল না। সেদিন আমার সোনেলা বন্ধুদের সাথে মন্তব্য লিখে মজা করতেও আমি ছাড়িনি। আমার এও মনে হয়েছে বন্ধুদের একটু খটকা লাগলেও অরণ্যকে তারা ক্ষমা করে দেবে। আজ সেই মুড যদিও নেই তবুও আপনাকে একটা গান শেয়ার করছি। গানটা লা লা লা লা লা লা লা লা… কিংবা টু রু টু রু রু রু রু রু… করে হাঁটতে কিংবা রিক্সায় চেপে গুনগুনাতে আমার জব্বর সঙ্গী বলতে পারেন।https://www.youtube.com/watch?v=GHzT6T16L68 । ভালো থাকবেন।
অরণ্য
https://www.youtube.com/watch?v=GHzT6T16L68
শিশির কনা
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি— তা ভাইয়া অন্য মানে খুঁজে পেলেনতো?নাকি ভিজে আবার সর্দি জ্বর হয়েছে? 😛
প্রিয় গানটি শেয়ারের জন্য ধন্যবাদ।
অরণ্য
না শিশির কনা, বৃষ্টিতে ভিজে আমার সর্দি জ্বর হয়নি। আমার কখনও মনে পড়ে না বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়েছে। বৃষ্টিকে উপভোগ করে ভিজলে জ্বরও নাচে বটে কিন্তু কাছে আসে না। তবে বৃষ্টি আমাকে শুদ্ধি দেয়, অনেকবারই পেয়েছি আমি তা।
সত্যি সত্যি বৃষ্টিতে ভিজতে পারলে খুব ভাল হতো।