এক নজরে সৈয়দ শামসুল হক

রুম্পা রুমানা ৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার, ০৫:৪৫:১০অপরাহ্ন সাহিত্য ১৪ মন্তব্য

সৃষ্টিশীল সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫-২৭ সেপ্টেম্বর ২০১৬) জন্মগ্রহণ করেন উত্তরবঙ্গের কুড়িগ্রামে ।মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলা সাহিত্যকে সৃজনশীল কর্মের দ্বারা সমৃদ্ধ করে গেছেন ।গত এপ্রিলে মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসার জন্য গিয়েছিলেন লণ্ডন। কিন্তু চিকিৎসকেরা সময় বেঁধে দেন ছয় মাস।এমাসের শুরুর দিকে দেশে ফিরে আসেন তিনি। গতকাল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হক । তিনি এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ সাহিত্যিক যিনি মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার অর্জন করেন।
জীবনের শেষ সময়ে এসেও সৃষ্টিশীল কর্মে নিজেকে যুক্ত রেখেছেন।তারই ধারাবাহিকতায় নিজ হাতে তিনি আরও দুটি কাব্যগ্রন্থের নাম লিখে গেছেন ।
গ্রন্থ দুটি হলো ‘উৎকট তন্দ্রার নিচে’ যা প্রকাশ করবে অন্যপ্রকাশ , অন্যটি পাঞ্জেরী প্রকাশনী থেকে ‘কর্কট বৃক্ষে সবুজ শাখায়’।
এক নজরে সৈয়দ শামসুল হক-এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ , উপন্যাস,কাব্যনাট্য, ,ছোটগল্প,অনুবাদগ্রন্থ ও গানসমূহঃ
কাব্যগ্রন্থঃ-
*বৈশাখে রচিত পংক্তিমালা
* পরানের গহীন ভিতর
*অগ্নি ও জলের কবিতা
*আমি জন্মগ্রহণ করিনি
*রাজনৈতিক কবিতা
*ধ্বংসস্তুপে কবি ও নগর
*একদা এক রাজ্যে
*বিরতিহীন উৎসব
উপন্যাসঃ-
*আয়না বিবির পালা
*নিষিদ্ধ লোবান
*খেলা রাম খেলে যা
*মহাশূণ্যে পরান মাষ্টার
*বৃষ্টি ও বিদ্রোহীগণ
*মেঘ ও মেশিন
*কালঘর্ম
*দূরত্ব
*আলোর জন্য
*এক মুঠো জন্মভূমি
*বালিকার চন্দ্রযান
*নীল দংশন
*এক যুবকের ছায়াপথ
কাব্য নাট্যঃ-
*নুরুলদীনের সারা জীবন
*পায়ের আওয়াজ পাওয়া যায়
*বাংলার মাটি বাংলার জল
*গণনায়ক
*ঈর্ষা
*নারীগণ
ছোটগল্পঃ-
*রক্তগোলাপ
*আনন্দের মৃত্যু
*তাস
*জলেশ্বরীর গল্পগুলো
*শীত বিকেল
অনুবাদঃ-
*টেম্পেস্ট
*ম্যাকবেথ
চলচ্চিত্রঃ-
‘নিষিদ্ধ লোবান’ অবলম্বনে নির্মিত হয় সিনেমা গেরিলা।
গানসমূহঃ-
*অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়
*হায়রে মানুষ রঙিন ফানুস
*তুমি আসবে বলে কাছে ডাকবে বলে
*যার ছায়া পড়েছে মনের আয়নাতে
*চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা
*জানি না সে হৃদয়ে কখন এসেছে
*তোরা দেখ দেখ দেখরে চাহিয়া
*এমন মজা হয় না, গায়ে সোনার গয়না।
সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণামুখর সৈয়দ শামসুল হকের প্রতি বিনম্র শ্রদ্ধা ।

৬৪১জন ৬৪০জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ