একদিন কথা হবে খুচরো মন নিয়ে
কথা হবে ঘটে যাওয়া ঘটন-অঘটন নিয়ে
আজও টিকে থাকা অভুক্ত অনু-পরমানু
কেমন করে বরফি রোদে ডানা মেলে হয়েছে ফড়িং
সেসব কথা বলবো একদিন।
একদিন কথা হবে অ-সুখী যুদ্ধ নিয়ে
কথা হবে ছাতিম ফুলের কামুক পাপড়ি নিয়ে
কোনও দূর বিচ্ছেদী বাগান থেকে এসে
কেমন করে কুর্চি ফুলের উপোসী দেহে হয়েছিল ছায়া
সে-কথাও বলবো একদিন।
সব কথা বলা শেষ হলে
ভাঙা নদীর জলে হেঁটে যেতে যেতে
শুরু হবে একটি নতুন রূপকথা
নতুন রাজ্য, ঘটন-অঘটন, অ-সুখী যুদ্ধ…
কামুক পাপড়িতে ঝুলে থাকবে অভিমানী কুর্চি ফুল
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বিস্মৃতির আড়ালে থাকা কিছু স্মৃতির কথকথা
উঠে আসতে চায়/উঠে আসে অবলীলায়
কোন এক সোনালী রোদ্দুরের হাতছানিতে
পাঠ-আনন্দে আপ্লুত এমন বেনামি হাসিতে।
রেহানা বীথি
অনেক খুশি হলাম ভাইয়া।
ভালো থাকবেন সবসময়।
সাবিনা ইয়াসমিন
একদিন কথা হবে
হাতে হাত রেখে, তীর ভাঙা নদীর কোল ঘেঁষে যেতে,
যেকথা হয়নি বলা কোন কালে,
সেসব কথাও বলা হবে..
একদিন সময়ের অপচয় করা সময়ের হিসেব গুনে-গুনে
বেহিসেবী হবো,
হাতের আঙুলের আবছায়া রেখায় খুঁজে ফিরবো যোগ-বিয়োগের ভাঁজে লুকানো যত সঞ্চিত সমাধান।
একদিন আমরাও হারাবো পথের দিগন্ত সীমায়,
গোধূলির ধুলি উড়ানো হাওয়ায়।
পরন্ত বেলার বাঁকে দাঁঁড়িয়ে শুনে নিবো নবীণ পথিকের কণ্ঠে গাওয়া জীবনের জয়গান..।
আপনার কবিতায় একরাশ মুগ্ধতা বীথি আপু। ভীষণ ভালো লেগেছে। লেখাটি আমার প্রিয় তালিকায় যোগ করে নিলাম বারবার পড়ার জন্যে 😊
ভালো থাকুন, ভালোবাসা অবারিত ❤❤
রেহানা বীথি
অনেক ভালোবাসা আপু। ভালো থাকবেন সবসময়।
রেজওয়ানা কবির
একদিন কথা হবে, যে কথা তুমি অনেকদিন আমার কাছে শুনতে চেয়েছিলে,
কিন্তু নানা বাহানা করে সরে গিয়েছেলে,
একদিন সত্যি সেই কথা হবে, যে কথা আমি বলব,তুমিও মনোযোগ দিয়ে শুনবে
কিন্তু সময় তা আর আগের মত থাকবে না।
আপনার লেখা বরাবরই অসাধারণ আপি।ভালোবাসা❤❤❤
রেহানা বীথি
আপনাকেও ভালোবাসা আপু।
ভালো থাকবেন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
একদিন কথা হবে অ-সুখী যুদ্ধ নিয়ে
কথা হবে ছাতিম ফুলের কামুক পাপড়ি নিয়ে
কোনও দূর বিচ্ছেদী বাগান থেকে এসে
কেমন করে কুর্চি ফুলের উপোসী দেহে হয়েছিল ছায়া
সে-কথাও বলবো একদিন।
এই স্তবক বেশ বেশ ভালো লাগলো,দিদি।
একদিন বলা শেষ হবে বলে এতকিছুর আয়োজন।
রেহানা বীথি
ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
আরজু মুক্তা
এভাবেই নতুন কথায়, নতুন জীবন শুরু হোক।
রেহানা বীথি
ভালো থাকবেন আপু।
শুভকামনা সবসময়।
সুপায়ন বড়ুয়া
একদিন কথা হবে কাব্যিক উপত্যাকার সীমানা পেরিয়ে
গল্পের সবুজ কাননে।
নতুন পৃথিবীর স্বাদ আস্বাদনে।
ভাল থাকবেন। শুভ কামনা।
রেহানা বীথি
আপনিও ভালো থাকবেন দাদা।
শুভকামনা নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই মুগ্ধ আপনার প্রথম কবিতা পড়লাম বলে। অদ্ভুত সুন্দর হয়েছে। সব কথা, সব হিসেব নিকেশ চুকিয়ে দিয়ে নতুন করে সবকিছু শুরু হোক রুপকথার আদলে। শুভ কামনা অহর্নিশি। ভালো থাকুন সুস্থ থাকুন
রেহানা বীথি
অনেক ভালোবাসা আপু।
ভালো থাকুন সবসময়।
আলমগীর সরকার লিটন
নতুন রাজ্য, ঘটন-অঘটন, অ-সুখী যুদ্ধ…
কামুক পাপড়িতে ঝুলে থাকবে অভিমানী কুর্চি ফুল———-
চমৎকার এক অনুভুতির ছুঁয়া কবি আপু
রেহানা বীথি
ভালো থাকবেন ভাই।
শুভকামনা রইল।
মনির হোসেন মমি
সব কথা বলা শেষ হলে
ভাঙা নদীর জলে হেঁটে যেতে যেতে
শুরু হবে একটি নতুন রূপকথা
নতুন রাজ্য, ঘটন-অঘটন, অ-সুখী যুদ্ধ…
কামুক পাপড়িতে ঝুলে থাকবে অভিমানী কুর্চি ফুল
শুরু হউক না আবারো নতুন কথায় নতুন করে।চমৎকার লিখেছেন আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ মমি ভাই।
ভালো থাকুন সবসময়।
শামীম চৌধুরী
আপু জলদি বলুন। তর সইছে না। মনোমুগ্ধকর কবিতা।
রেহানা বীথি
হা হা… ঠিক আছে ভাইয়া ।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইল।
তৌহিদ
কথা বলতে বলতে তবুও শেষ হয়েও যেন হয়না। সব মান অভিমানের জবানবন্দি একদিন দিতেই হবে। হয়তো তারপরে শুরু হবে আরেক নতুন উপাখ্যান।
শুভকামনা সবসময় আপু।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাই সবসময়।
শুভকামনা নিরন্তর।
সুরাইয়া পারভীন
একদিন কথা হোক চোখে চোখ রেখে
কোনো এক পড়ন্ত বেলায় গোধূলি লগ্নে
একদিন কথা হোক কাঁধে মাথা রেখে
কোনো এক মায়াবী জ্যোৎস্না শোভিত রাতে
একদিন কথা হোক পায়ে পা মিলিয়ে হেঁটে হেঁটে
কোনো এক স্নিগ্ধ শিশিরসিক্ত ভোরে
না ফুরানো অনেক কথা হোক…
চমৎকার লিখেছেন আপু
রেহানা বীথি
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
খাদিজাতুল কুবরা
” আজও টিকে থাকা অভুক্ত অনু-পরমানু
কেমন করে বরফি রোদে ডানা মেলে হয়েছে ফড়িং
সেসব কথা বলবো একদিন।”
ভীষণ ভালো লাগলো আপু আপনার কবিতা। আপনি যেমন গল্প ভালো লিখেন তেমনি কবিতা ও।
হোক একদিন সব না বলা কথা,
মুক্ত হোক হৃদ অলিন্দের জমানো সব ব্যাথা।
রেহানা বীথি
অনেক ভালোবাসা।
ভালো থাকুন আপু সবসময়।
রোকসানা খন্দকার রুকু
সব কথা বলা শেষ হলে
ভাঙা নদীর জলে হেঁটে যেতে যেতে
শুরু হবে একটি নতুন রূপকথা
নতুন রাজ্য, ঘটন-অঘটন, অ-সুখী যুদ্ধ…
কামুক পাপড়িতে ঝুলে থাকবে অভিমানী কুর্চি ফুল***
ভীষন ভালো লাগলো। শুভ কামনা।
রেহানা বীথি
ভালোবাসা দিলাম। ভালো থাকবেন সবসময়।