
একটু একটু করে মরে যাচ্ছি কাজল
আমার জন্য কী কাঁদবেনা তুমি
ফেলবে না একফোঁটাও জল
নিদারুণ এই মৃত্যু দিনে কে আর কষ্ট পায়
বেদনার পাথর মাথায় নিয়ে কে
অতিক্রম করে অশ্রু-সিন্ধু
মনে রাখে অতীত-বর্তমানের ছল
গাইয়ার নিঃশ্বাসে দৃশ্যমান দু’টি সাদা ইঁদুর
হস্তিনী নারীর মতো আগুন বাতাসে করে কলকল
মরে যাচ্ছি! আমি মরে যাচ্ছি!
একটু একটু করে মরে যাচ্ছি কাজল।
অইযে দেখো আকাশে দেখো
পৃথিবীর চেয়ে প্রেমময়ী মেয়ে
মিশরীয় মমি নিয়ে সিতানে কাঁদে
আজকে সবার বাঁধন খোলা
কে আবার কারে মায়ায় বাঁধে!
সাপের খোলস ভেঙে বেড়িয়ে আসছে
আমাদের প্রেম ভালোবাসা মনোবল
মরে যাচ্ছি আমি মরে যাচ্ছি
একটু একটু করে মরে যাচ্ছি কাজল
আমার জন্য কী কাঁদবেনা তুমি?
ফেলবে না একফোঁটাও জল!
দালান জাহান
০৬.০৬.২০
২২টি মন্তব্য
সুরাইয়া নার্গিস
চমৎকার কবিতা।
ছবিটা মনে হয় হাতে আঁকা খুব সুন্দর হয়েছে, ছবিটাতে কবিতার প্রতিটা চরণ ফোঁটে ওঠেছে।
সব মিলিয়ে ভালো লাগছে ভাইয়া, শুভ কামনা রইল।
দালান জাহান
ছবিটি এঁকেছেন আমার ছোট ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
আমরা এখন কান্না ভুলে গেছি,
কান্নারা ফিরে আসুক এই কবিতার ছবির মত, সে অপেক্ষায়।
দালান জাহান
ধন্যবাদ ভাই ভালো থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
যে দূরে গিয়ে ভুলে যায় সেকি কাঁদবে কারো কান্নার সাথী হয়ে! কাজল ফিরে আসুক তার তরে লেখা কবিতায়।
ফিরে এসেছেন সোনেলার উঠোনে,
ফিরে ফিরে আসুন এটাই চাই।
নিয়মিত লিখুন,
শুভ কামনা রইলো দালান ভাই 🌹🌹
শুভ কামনা।
* গাইয়ার নিঃশ্বাস * শব্দটার মানে বুঝিনি দালান ভাই।
দালান জাহান
ধন্যবাদ আপু দয়া করে সুপর্ণা দিদির মন্তব্যটা পড়ুন।
সুপর্ণা ফাল্গুনী
গাইয়া হলো পৃথিবীদেবী গ্রীক পুরাণের বর্ণনা অনুযায়ী। চারপাশের অবস্থায় এখন সবাই কান্না ভুলে গেছে, কে কার জন্য কাঁদবে, কখন কাঁদবে? হায়রে জীবন ভালো লাগলো
দালান জাহান
অনেক অনেক কৃতজ্ঞতা দিদি
ফয়জুল মহী
সুন্দর, চমৎকার লেখনী
দালান জাহান
ধন্যবাদ ভাই ভালো থাকুন সবসময়
হালিম নজরুল
শুভকামনা কবি
দালান জাহান
ভালো থাকুন ভাই। নিরাপদেে থাকুন অনেক অনেক শুভকামনা
বন্যা লিপি
পৃথিবী সুস্থ্য হোক মহান স্রষ্টার অবিরাম রহমতের করুনায়। শুভ কামনা।
দালান জাহান
অনেক অনেক ধন্যবাদ আপু
পার্থ সারথি পোদ্দার
ভালো লাগলো কবিতাটি।ভালো থাকবেন।
দালান জাহান
আপনিও ভালো থাকুন ভাই
শান্ত চৌধুরী
আমাদের প্রেম ভালোবাসা মনোবল
মরে যাচ্ছি আমি মরে যাচ্ছি
একটু একটু করে মরে যাচ্ছি কাজল
আমার জন্য কী কাঁদবেনা তুমি?
ফেলবে না একফোঁটাও জল!
নান্দনিক ভাবনা
দালান জাহান
কৃতজ্ঞতা ভাই ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
আমরা পাষাণ হয়েছি। বৃষ্টির মতো হুলুস্থুল কান্না দরকার। মনটা শীতল হতো
দালান জাহান
ধন্যবাদ ভালো থাকুন সবসময়
সঞ্জয় মালাকার
পৃথিবী ভালো থাকুক স্রষ্টার অশেষ কৃপায়।
আমার জন্য কী কাঁদবেনা তুমি?
ফেলবে না একফোঁটাও জল!
চমৎকার উপস্থাপন দাদা মন মুগ্ধ কর লেখা।
ভালো থাকবেনা সবসময় শুভ কামনা।
দালান জাহান
কৃতজ্ঞতা দাদা ভালো থাকুন সবসময়