হাতছানি দেয় আস্ত চাঁদ
এখনও ,
হাতছানি দেয় স্বপ্ন সুন্দরী
সুগন্ধি রূপসী অস্পর্শী যৌবনা ।

অসংখ্য রাত খুঁজেছি তোমাকেই
অসংখ্য দিনেও ,
নির্বোধ রোদেলা দুপুর কিম্বা সোনালী সন্ধ্যায়
বা চাকভাঙা চাঁদনি বেলায় ।
নিঃশ্বাসে প্রশ্বাসে
তোমারই গন্ধ নিয়েছি এ বুক ভরে ।

তুমি নেই , নেই-ই
সমস্যা দেখছি না তো কোন…
কখনও আর দেখা নাই বা হলে ;
জিভ দিয়ে জিভ ছুঁয়ে
তোমারই গন্ধ নিয়েছি কত কাল,
বুকে আটকে রেখেছি
পৃথিবীর শেষ ও প্রথম সুগন্ধটি ।

হে গন্ধ সুন্দরী——
খুঁজেছি উৎস , প্রাণদায়ী মিষ্টি গন্ধটির
প্রতিটি পরতে পরতে অনাদিকাল ধরে ,
কাঁদা মাখা অরণ্য যুবতীর উষ্ণ শরীর ছুঁয়ে
ভিতরে আরো গভীরে নির্জন বনে
গভীর থেকে গভীরতম প্রদেশে ,
চোখে চোখ রেখে——
তির তিরে জলে নয়
আকণ্ঠ অবগাহন তোমারই লোনা জলে ।

তোমাকে ছাড়া ভাবনাহীন আমি ,
অনুমতি চাই ——
ইচ্ছের নির্লজ্জ সম্ভোগে হয়ে রক্তাক্ত
তোমাতেই সমূলে বিদ্ধ হতে হতে নিঃশেষ হওয়ার ;
হে সুন্দরী স্বাধীনতা ; হে আমার দেশ ।

 

গন্ধ প্রেমি সেজে গন্ধ মৃগের গ্যাঁড়াকলে পড়ার অনুভূতি প্রকাশের সবল সাবলীলতা কিন্তু অস্বীকার করতে পারছি না  । আহারে , বেশ একটি নিমজ্জিত নিমজ্জন , কষ্ট কষ্ট ভাব নিয়ে জীবন উৎসর্গ , ভালোবাসা নামি অলিক হরিণীর পদতলে , বেশ চরাও হওয়ার মত অবস্থা । যদিও কবিতা -ফবিতা হয়নি কিছুই , শুধুই ইলিমিলি । বলেছি তো আগেই -সহজ নয় কবিতা লেখা এতটা যতটা আপনি ভাবেন বলে মনে করি । আপনাদের এই অনন্য প্রেমানুভুতির অসামান্য অনুভবের কাছাকাছি পৌছানোর কোন সুযোগ আমরা পাইনি বা কেউ দানও করেননি অতএব মরুভূমির মরীচিকা । অজানাকে অজানাতেই রেখে দিচ্ছি আপনাদের এ জাতীয় প্রেম-ফ্রেম । তবে সময় বা জীবন কোন সস্তা জিনিস নয় যে কেঁদেকেটে নতজানু হয়ে যেতে হবে , হতে পারে এটি একটি অনভিজ্ঞ কথন ।এতক্ষণ যা কিছুই বলেছি তা আপনার লেখার শেষ দিকের শব্দ দু’টি বাদ দিয়ে এবং হালকা চালে । শুধু দু’টি মাত্র শব্দের (স্বাধীনতা ও দেশ ) ব্যবহার লেখাটিতে প্রাণছোঁয়া অন্য মাত্রা এনে দিয়েছে । আপানার প্রায় নিখুঁত নিটোল নিবিষ্ট নির্বিষ নিমগ্ন অনবচ্ছিন্ন দেশপ্রেমের আকুলতা প্রকাশের বুদ্ধিদীপ্ত প্রাণোচ্ছল চতুর চতুরতা আমাদের ভালই লাগে । আমাদের নিতবর! হতে ইচ্ছে করে । লেখালেখি করে অহেতুক সময় নষ্ট করার কোন মানে হয় ?

আপনি লোক সুবিধের নয় , আপনাকে নিতবর করে পাকা গুটি কাঁচা করে ফেলার ঝুঁকি নিচ্ছি না কোনভাবেই ।

১জন ১জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ