নয়- অহমের প্রতি
এই বুঝি চিনলি আমাকে ? তুই কি করিস , কেমন থাকিস সেসব যদি তোকে বলেই দিতে হয় , তাহলে তো আমি তোর তিরি-ই না । আর তোর মিথ্যের দৌঁড় আমার খুব জানা আছে । বুঝলি ? তাই মিথ্যের উপরে আবার আরেক স্তর মিথ্যের প্রলেপ দিলে তোর মাথার একটা চুলও রাখবো না ।
আজ একটা কান্ডই হলো । অফিসে যাবার জন্যে তৈরী হচ্ছি , তোর দেয়া সেই শাড়ীটা চোখের সামনে ঝুলছিলো । মনে আছে তোর প্রথম বেতন পেয়ে মিষ্টিমনি , উপমা আর আমার জন্যে শাড়ী কিনেছিলি ? তাও আমাকেই পছন্দ করে দিতে হলো । মিষ্টিমনির সেই হাসিটা এখনও যেনো আমার চোখের সামনেই । তোর বাড়ীতে আমি গেলেই মিষ্টিমনি বলতো , “আচ্ছা রে তিরি এই ছেলেটা কি বিয়ে করবে না ? চাকরী তো পেলো । তোর কথা ফেলে না , একটু বল না রে ।” তুই ফাজিল এমন , খুব কঢ়া চোখে চেয়ে দেখতি আমাকে । যেনো আমি-ই দোষী । যাক , সেই শাড়ী পেয়ে মিষ্টিমনি যারপরনাই আনন্দিত । সন্তানের প্রথম আয়ের টাকায় কিছু পাবার আশা করেনা মায়েরা , কিন্তু মায়ের আনন্দ সেখানেই , যখন দেখে সন্তান তার মাকে অনুভবে রাখে । এতো কিছু বলে ফেললাম , আসল কথা বলাই হলো না । এখন সময় শেষ , পরে বলবো । গেলাম রে । তোকে একটা ধাঁধা দেই , বলতো দেখি – আজ কি কান্ড হলো ? পারলে একটা চমক পেয়ে যাবি ।
তোর তিরি
দশ- তিরির প্রতি
নাহ তোকে নিয়ে আর পারা যায়না । এই তুই তো এমন ট্র্যাজিক মার্কা চরিত্র ছিলিনা ! বয়স যে বাড়ছে সেটা বুঝে গেছি । এরপর যদি আর কোনো স্মৃতি রোমন্থন করে তোর গাল ভিঁজে , চড়িয়ে লাল করে দেবো । তোর বর জানতে চাইবে গাল লাল কেন ? তখন আমি বলবো আমার চড় খেয়ে ।
এখন বল প্রথম দিনের অফিস লাগলো কেমন ? খুব সেজেগুজে গিয়েছিলি তো ? তুই তো একটা চরম ঢিলা টাইপের মেয়ে । না পারে সাজতে , না পারে নিজে থেকে এগিয়ে গিয়ে কথা বলতে । আজকের কান্ডটা কি বোঝাতে পারলাম ? নাকি বিশ্লেষণ করতে হবে ? নীল শাড়ী পড়লে তোকে কেমন লাগে রে ? ছবি পাঠাস । মজার কান্ড আর কি ঘটবে ? একটা লোক তোকে আড়াল থেকে বারবার দেখে যাচ্ছিলো , আর তুই খুব অস্বস্তি বোধ করছিলি । তবে চিন্তা করিস না , তোর দিকে চাইবে না অমন করে । পাগলী তুই পারবি , কখনো মাথা নীচু করে রাখিস না । তাহলে সবাই মাথায় উঠে যাবে ।
তোর অহম
এগারো- অহমের প্রতি
এইইইইইইইইই । তুই কি করে জানিস !!! উফ ! কি রে তুই ? আসলেই লোকটা না এখন আমার দিকে আর সেভাবে তাকিয়ে থাকে না । এটুকু জানি , তুই হুমকি বা ঝাড়ি দিয়ে কারো চরিত্র বদল করার চেষ্টা করিস না । জানতে ইচ্ছে করছে ঘটনাটা কি ? আর তুই আমাকে চড় মারবি , আমি কি চেয়ে চেয়ে দেখবো ? তোর একটা চড় , আমার কয়েক ঘন্টা মুখ ভার । পারবি তো আমার মন খারাপ করা মুখ দেখতে ?
শোন সেদিন আরেকটি ঘটনাও ঘটেছিলো , তোর দেয়া নীল শাড়ীটা পড়ে অফিস তো গেলাম ঠিকই । ফেরার পথে দেখা উচ্ছ্বাসের সাথে । কতো বছর পর ! অহম রে উচ্ছ্বাসের চোখে আমি আফসোস দেখলাম । যা কখনো চাইনি ।
তোর তিরি
বারো- তিরির প্রতি
এই মেয়ে , কি ভাবিস আমাকে ? প্লেনে উঠলে পর , যেতে যদিও দু’দিন লাগবে । তাতে কি ! তোর অলিখিত , অবৈতনিক দেহরক্ষী এই আমি এখনও । যদিও নিজেকেই রক্ষা করতে পারিনা তোর মতো রাক্ষুসীর থেকে । বোকা শোন ওই যে লোকটা প্রাঞ্জল চৌধুরী সে রিনীর বর । মনে আছে তো রিনীকে ? ও তোর গল্প এতো বেশী করে , তাছাড়া তোর ছবিও দেখিয়েছে । রিনী আমাকে ফোন করেছিলো , বললো তোর কথা । প্রাঞ্জলের সাথেও কথা হলো । তুই জানিস না এরপর যে কতো মজা হলো তোকে নিয়ে । খুব রাগ হচ্ছে , তাই না ? একটু রাগ কর । তোর রাগ এটাই দেখা হলোনা ।
আচ্ছা তিরি , এখনও এতো ভালোবাসিস ? ওই গাধাটা বুঝলো না তখন , আফসোস করবে না তো কি ? করতে বাধ্য । যদিও ছেলেরা বড়ো স্বার্থপর , বৌকে পেলে কাছে আর প্রেমিকা , তাও আবার প্রাক্তন মনেও করেনা । আমি ছেলে হয়ে এ কথা বলছি । তবে সব ছেলে না , এই যে আমি ; দেখ এজন্য বিয়েই করছিনা । তোর জন্য আর যে কতো ত্যাগ করতে হবে ।
অনেক হলো । এবার বলছি শোন , হুমকি দিবি না মুখ ভার করার । কখনো না । কোনোদিন না ।
তোর অহম
হ্যামিল্টন , কানাডা
৯ আগষ্ট , ২০১৩ ইং ।
ক্রমশ প্রকাশ্য
১৭টি মন্তব্য
লীলাবতী
এত ভালো সম্পর্ককে কিভাবে লেখায় আনেন নীলাদি? -{@
নীলাঞ্জনা নীলা
তাই বুঝি ? লেখা বলেই আসে…বাস্তবে কি এমন আছে ? আছে হয়তো , কিন্তু আমি দেখিনি… -{@
ছাইরাছ হেলাল
আমাদের কতটা না বঞ্চিত করেছেন ।
এ দায় আপনাকেই নিতে হবে ।
আমি এখন চিঠি রাজ্যে বিচরণ করছি ,এই সময় আপনার লেখা ।
আমি পড়তে চাই ।
নীলাঞ্জনা নীলা
চিঠি আমার খুব প্রিয় , সে দিতে কিংবা পেতে…স্যরি স্যরি স্যরি…আর এমন হবেনা…তিরি আর অহমের জীবন-ধারার গল্প যতোদিন চলবে…ঠিক আছে ? খুশী ? 😀
মা মাটি দেশ
(y) -{@ খুব গভীর…………….
নীলাঞ্জনা নীলা
বন্ধুতা যে , তাই তো এতো গভীরতা…ধন্যবাদ 🙂
হিপনোটক্সিক ইরেকটাস
ছোট ছোট বাক্যগুলোতে কেমন জানি নেশা ধরে গেছে । ঘোরের মাঝে আছি মনে হচ্ছে । নিজেকে আমার চিরন্তন খুজে ফেরাটা বাড়িয়ে দেয়ার দায়ভার নিতে আপনি বাধ্য ।
নীলাঞ্জনা নীলা
দায়ভার নিয়ে নিলাম…তবে নিজেকে খুঁজে পাবেন একটা কাজ করুন…এখুনি একটা চিঠি লিখে ফেলুন , তারপর দেখুন কেমন যাদু… :v
আদিব আদ্নান
আরও আরও পড়তে চাই ।
নীলাঞ্জনা নীলা
অহম নাকি তিরি , কাকে বেশী ভালোবাসেন ? ঠিক আছে আরোও পড়বেন , সেই ব্যবস্থা করছি… 🙂
নীলাঞ্জনা নীলা
আরে কষ্ট কেন ! তাহলে তো হলোনা 🙁 …
তিরি হতে বুঝি ইচ্ছে করে ?
আমি এই নীলা হয়েই থাকতে চাই… 😀
শুন্য শুন্যালয়
আপনার এই লেখাগুলো পড়লে আমি কস্ট পাই, কেনো পাই তা জানিনা…
আপনার তিরি হতে ইচ্ছে করেনা? আমার করে 🙁
নীলাঞ্জনা নীলা
আরে কষ্ট কেন ! তাহলে তো হলোনা 🙁 …
তিরি হতে বুঝি ইচ্ছে করে ?
আমি এই নীলা হয়েই থাকতে চাই… 😀
শুন্য শুন্যালয়
আপনি এই নীলা হয়েই থাকুন, নইলে তিরি কে কোথায় পাবো?
হ্যাঁ ইচ্ছে করে, কাওকে চিঠি লিখতে তিরির মতো করেই…
ভালো থাকুন নীলাদি…
নীলাঞ্জনা নীলা
খুব মজা পেলাম…ঠিক আছে এই নীলা হয়েই থাকবো…তিরির মতো চিঠি লিখতে ইচ্ছে করে ? আমারও পেতে ইচ্ছে করে…কিন্তু কেউ লেখেনা ;(
জিসান শা ইকরাম
এমন লেখা ভালো না লেগে পারেনা।
অনেক দিন পরে সেই নীলাঞ্জনাকে দেখলাম, লেখায় – মন্তব্যে।
ভালো লাগছে সবকিছু। এমন লেখায় তৃষনা মেটে।
নীলাঞ্জনা নীলা
নানা তুমি এমন বললা ? মজা পাইলাম গো । আর নীলাঞ্জনারে চিনিনা…তবে তোমার নাত্নী সেই আগের মতোই আছে… \|/