
@_১:
* কেমন আছো? কি অবস্থা এখন?
** আলহামদুলিল্লাহ, ভালো আছি। সব অবস্থাতেই ভালো আছি। কই ছিলে এতোদিন?
* কলকাতা গিয়েছিলাম। সিক্রেট ;
** আবার!
* না গিয়ে থাকতে পারিনা। ভালো লাগেনা। ওরা খুব অপমান করে। এখন অভ্যাস হয়ে গেছে।
** তাহলে যাও কেন? না গেলেই পারো।
* কি করবো বল? মেয়েটার জন্যে যাই। ওর জন্যেইতো সব করি। খোঁজ না নিলে যদি ওরা আমার মেয়েকে আর ফিরে আসতে না দেয়।
** কেন দিবেনা? এত ভেবোনা। সব ঠিক হয়ে যাবে। মেয়েকে আর একটু বড় হতে দাও। নিজেই চলে আসবে। তবুও তুমি আর যেওনা। পরে ঝামেলা হবে তোমার।
* ঠিক বলেছিস। দেখি তোর দুলাভাই কি বলে। ভালো থাকিস। সময় পেলে কল দিস। লাভ ইউ।
** আচ্ছা। তুমিও ভালো থেকো।
@_২:
* আপনি প্রেমের কবিতা এত লেখেন কেন?
** প্রেম ছাড়া কবিতা আসে না তাই। যত কবিতা, গান সবটাতেই প্রেম বিদ্যমান। প্রেম না থাকলে সৃষ্টি হতো না কোনো কিছুরই।
* আমার সাথে প্রেম করবেন? আমি আপনার প্রেমে পড়েছি। আপনার লেখার, আপনার ভাবনার, আপনার ছবি-কথার।
** না।
* কেন? আমি কি দেখতে খারাপ ? আমাকে আপনার যোগ্য মনে হয়না?
** প্রেমে পরা যায়না। বাহ্যিক সৌন্দর্য দেখে প্রেম হয়না, যোগ্যতা দিয়ে মনের আদান-প্রদান করা যায়না। প্রেম হয়ে যায়। প্রথম দেখায়। বিনা আলাপে, বিনা নির্নয়ে, কখনো বিনা দর্শনেও।
* সর্যি, আপনার সময় নষ্ট করার জন্যে দুঃখিত। বন্ধুত্বটা কি থাকবে? প্লিজ..
** বন্ধু! এখনো ফ্রেন্ডলিস্টে যেহেতু আছেন, লাইক কমেন্ট পাবেন। এটাকে বন্ধুত্ব ভাবলেও ভাবতে পারেন।
@_৩:
* কয়দিন পরপর কোথায় হারিয়ে যাও? কোনো খোঁজ খবর পাইনা। মাঝে মধ্যে একটু হাই/হ্যালো দেয়ার সময়ও কি পাও না?
** হাহাহা, রিপ্লাই তোমার প্রশ্নেই রাখা। মাঝে মধ্যে হাই/হ্যালো, রিপ্লাই দিতেইতো আসি। অনলাইনের এক্টিভিটি যেনো লাইফলাইন নিয়ন্ত্রিত না করে ফেলে, এটা শুধু খেয়াল রাখি।
* ভালো থাকিস, তোর প্রাণচাঞ্চল্যটা ধরে রাখিস। মিস ইউ ডার্লিং…লাভ ইউ।
** তুমিও ভালো থেকো। ভাইয়া আর আন্টিকে সালাম দিও। কাকলীর জন্যে দোয়া রইলো। লাভ ইউ টু ডিয়ার।
@_৪:
* কেমন আছো বোন? শরীর ভালো? বাড়ির সবাই ভালো?
** আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইজান। বাড়ির সবাই ভালো। আপনি কেমন আছেন? ভাবি, ভাতিজা ভালো আছে?
* ওরাও ভালো আছে। তোমার ভাতিজার পরীক্ষা শুরু হয়েছে, ওর জন্যে দোয়া করো। সামনের মাসে ঢাকায় আসবো। এবার কিন্তু ভাইয়ের বাড়িতে তোমাকে আসতেই হবে। সবাই মিলে ঘুরতে যাবো। অনেক আনন্দ করবো। আসবে বোন?
** ভাতিজার জন্যে দোয়া রইলো। ইনশাআল্লাহ রেজাল্ট ভালো করবে। ঢাকা এলে ভাবিকে নিয়ে আমার বাসায় বেড়াতে আসবেন। খুব খুশি হবো ভাইজান।
* আসবো। তোমার ভাবি তোমাকে দেখতে চায়। ও তোমার সাথে কথা বলার পর থেকেই খালি তোমার কথা বলে। যাদু করেছো নাকি? একটু পরপরই দেখি তোমাকে মেসেজ দেয়। তোমাকে অনলাইনে না পেলেই একশোবার প্রশ্ন করে।
** হাহাহা, সে আপনার নামে বিচার দেয়। এবারও পঁচা মাছ কিনে এনেছেন বললো। আপনি মাছ কেনার ঝামেলাটা ভাবিকে দিয়ে দিলেইতো পারেন।
* এই কথা? দাড়াও, এবার ছুটিতে বাড়ি আসার সময় একটা মাছও আনবো না।
** আচ্ছা, আমি এই মেসেজটাই কপি করে ভাবিকে দিচ্ছি।
* নারে বোন, এমন করিস না। ও একটা মিলিটারি। পরে আমার চাকরীই খেয়ে দিবে।
** রাখছি ভাইজান। অনেক কাজ জমেছে, কাজ করবো।
** লক্ষী বোন ভালো থেকো। শরীরের যত্ন নিও। যখন যা লাগবে বলবে। ভাইয়ের কাছে কিছু চাইতে সংকোচ করবে না।
@_৫:
* আছেন?
** হু
* জরুরি কথা ছিলো
**?
* ব্লগের ব্যাপারটি একটু বুঝিয়ে দিবেন?
** যেমন?
* মানে কি লিখবো, কিভাবে লিখবো, লিখে আমার লাভ কি? ব্লগের লাভ কি?
** ব্লগে প্রবেশ করুন। প্রকাশিত লেখা গুলো পড়ুন। কি লিখবেন নিজেই ঠিক করতে পারবেন। লিখতে চাইলে আইডি করে নিন। নীতিমালা পড়ুন। ব্লগে লেখার নিয়ম শিখিয়ে দিবো। গ্রুপে জয়েন করে পোস্ট দিয়ে জানতে চাইলে, অনেকেই শিখিয়ে দিবে। লাভ-লসের কিছু নেই। নিজের আনন্দে লিখবেন, ব্লগ আপনার লেখাটি পাঠকের কাছে পৌছে দিবে।
* আমি কি মাঝে মাঝে আপনাকে বিরক্ত করতে পারি?
** অকারনে মেসেজ করবেন না, তাহলেই হবে। খুব দরকার না হলে নক করা থেকে বিরত থাকবেন। আর কিছু?
* অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি আপনার সাথে থাকতে চাই। আপনার ব্লগে। আশা করি অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন।
** থাকবো ইনশাআল্লাহ। সোনেলা ব্লগে প্রচুর ভালো মানের লেখক এবং আন্তরিক মনোভাব সম্পন্ন ব্লগার আছেন। তারা আপনাকে উৎসাহ অনুপ্রেরণা দেয়ার কমতি রাখবে না।
* আবারো ধন্যবাদ ম্যাডাম। ভালোবাসা অহর্নিশ।
** ভালো থাকুন, শুভ কামনা।
@_৬:
* আপনার জন্যে একটা সুখবর আছে।
** তাই নাকি? কি?
* সহকারী অদ্যক্ষ্যের চাকরীটা পেয়েছি। মিষ্টি কবে খাওয়াচ্ছেন?
** আলহামদুলিল্লাহ, অনেক খুশির খবর দিলেন! মিষ্টি কবে খেতে চান বলুন? এক্ষুনি দিবো।
* দোয়া করবেন আমার জন্যে। আপনার হাতের মিষ্টি পাওনা থাকলো। একদিন চেয়ে খাবো। আশায় রইলাম।
** ইনশাআল্লাহ। ভালো থাকুন। দোয়া ও শুভ কামনা।
@_ ৭:
* এই, তুমি আমার মেসেজ সীন করে রিপ্লাই দাওনা ক্যান?
** শুভ সকাল, বিকেল, রাত, মন খারাপ, পেট খারাপ, মাথা খারাপ করা মেসেজের কি রিপ্লাই দিবো?
* বুঝিতো, তুমি মনে করো আমি ছেলে। তাই এমন করো। আপুউউউ, আমি কিন্তু মেয়ে, হুমম..
** তুমি মেয়ে তাতো আমি জানি!
* হুম্মম, আমি মেয়ে। স্বভাবটা একটু চাড়া টাইপের। তাই অনেকে পোলা ভাবে।
** ওওওও, আচ্ছা।
* এখন থেকে আমার মেসেজ দেখলেই রিপ্লাই দিবা। নইলে তোমাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিমু। মনে থাকবে?
** আচ্ছা। আর কিছু?
* না। শোনো তোমাকে আমি ভালোবাসি। এটা মনে রাখবা। অনেক বেশি ভালোবাসি, তুমি রিপ্লাই না দিলে আমি মনে কষ্ট পাই। রিপ্লাই না দিলে আমি তোমাকে ব্লক মারবো। মনে থাকবে?
** আচ্ছা। আর কিছু বলবে?
* না, আই লাভ ইউ, আই লাভ ইউ।
@_৮:
* আপু, একটা লেখা পাঠালাম,লেখাটা দেখে দাও। আজ রাতে গ্রুপে পোস্ট দিবো। আর সবার আগে তুমি কমেন্ট দিবে। শুধু রিয়েক্ট না কিন্তু। বড় করে কমেন্ট দিবে।
** আচ্ছা। ঠিক করে দিচ্ছি।
@_৯:
* ঘুমিয়েছিস ?
** নাহ, কেন?
* একটা কবিতা লিখে দে।
** আরে! একটু আগেই না একটা দিলাম! এত কবিতা কই পাবো?
* কবিতা না পারলে লেখক হলি কেমনে? তুই কি আসলেই কিছু লেখতে পারিস?
** আমি কবিতা লিখতে পারিনা। যা লিখি ঐগুলো অ-কবিতা। তাও তুমি চাইলেই দেই।
* মানে! তুই কবি না?
** না।
* তুই তাহলে প্রতিবন্ধি। তাড়াতাড়ি ঘুমানোর আগে কবিতা লিখে দিবি। তোকে লেখক বানালো কে? কাল তোর জন্যে পোলাউ রান্না করবো। খেয়ে যাস।
** আচ্ছা। দিচ্ছি, ভালো না হলে বকা দিওনা আবার।
@_১০ :
* কই তুমি?
** এইতো!!
★ সারাদিনে পাওয়া আর রিপ্লাই দেয়া শত মেসেজের ভিড় থেকে নেয়া কিছু মেসেজ এর অংশ। আমি কৃতজ্ঞ এদের প্রতি। যারা আমার কাছে না এসেও এমন ভাবে সব সময় মনে করিয়ে দেয়, আমি তাদের কত আপন। দুরত্ব, চেনা, অচেনার গন্ডি অতিক্রম করেও অনেকেই পরিচিত হয়ে যায়, জীবনের অংশ হয়ে পরে। সম্মান, ভালোবাসা, বন্ধুত্ব, শত্রুতা কোনো কিছুই জোর করে আদায় করা যায়না। যার যার ভাগ্যরেখায় আঁকা থাকে তারতার কর্মফল।
বেঁচে থাকার প্রতিমুহূর্ত আমরা যেন বাঁচার মতো করে বাঁচতে পারি। আমাদের বেঁচে থাকার মুলে সৃষ্টিকর্তার অবদান ভুলে না যাই।
৪৪টি মন্তব্য
মনির হোসেন মমি
হা হা হা যেন মেসেজের আখড়া। তবে মন্দ নয় ওরাতো আপণ ভেবেই এমন খোজঁ খবর লয় আপনার মত ভাগ্যবতী আর কয়টা আছে!
পোষ্টে বুঝতে পারলাম আমাগো সোনেলা ইয়াসমিন থুক্কু সাবিনা আফাকে যে যত খুশি মেসেজ খুশি করতে পারেন তিনি একটু মন খারাপ করবেন না। এমন ধৈর্য কয়জনের আছে।সবাই আমার এই আফাটার জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের সোনলায় আরো বেশী বেশী বাংলালিংক ধরে সেবা দিয়ে যেতে পারেন।
সাবিনা ইয়াসমিন
হু, আমার ধৈর্য মাশাল্লাহ সীমাহীন। আপন হয়ে যাওয়া মানুষদের জন্যে ধৈর্যের সীমা রাখিনা ছোট্ট ভাই। দোয়া করবেন আমার জন্যে 🙂
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
এত বড় বড় মেসেজ আমি জীবনেও লিখতে পারবোনা। অকারন মেসেজ আমার খুবই অপন্দের। তবে হ্যা অনেকেই মেসেজ দেন তারা আপনজন আমাদের।
মেসেজগুলি পড়ে ভালো লেগেছে আপু। ব্লগে অনেকদিন পরে এলেন।
সাবিনা ইয়াসমিন
যে যেমন করে, তার সাথেও তেমন করার চেষ্টা করি ভাই। দীর্ঘদিনের অনলাইন ভিত্তিক পরিচয়ের কারনে এরাও আমার আপনজন হয়ে গেছে। আমিও তাদের সুখ-দুঃখের অংশীদার হয়েছি।
এইকদিন উড়া-উড়ি, ঘুরা-ঘুরি করলাম। এখন থেকে নিয়মিত হবার আশা রাখি।
শুভ কামনা ও ধন্যবাদ তৌহিদ ভাই। 🌹🌹
তৌহিদ
এমনই হয় আসলে, অনলাইনে অনেককেই সামনাসামনি দেখিনি অথচ মনে হয় কত আপন।
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভিন
ও আল্লাহ এতো বড়ো বড়ো ম্যাসেজ।আপু কেমনে রিপ্লাই দেন?আমি না কারো ম্যাসেজ সিন পর্যন্ত করি না।
তবে শ্রদ্ধা ভালোবাসায় ভরা সব গুলো ম্যাসেজ
সাবিনা ইয়াসমিন
তোমার কমেন্টেই জবাব আছে 🙂
শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসায় পূর্ণ মেসেজগুলো অবজ্ঞা করতে সাহস পাইনা। সব সময়ে ইনবক্সে ঢুকা হয়না আমার। যখনই সময় পাই তাদেরকে সময় দেবার চেষ্টা করি।
শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
কত ভক্ত আপনার, রোজ শত শত ম্যাসেজ পান।
কবে যে আপনার মত সেলিব্রেটি হবো তাই ভাবছি 😀
মানুষ মানুষের জন্য।
মানুষ মিশে থাকে আমাদের মাঝে ভালোবাসায়, ঘৃনায়।
সাবিনা ইয়াসমিন
মানুষ মানুষের জন্যে,
মানুষে ঘেরা পৃথিবীতে থাকতে হলে, বাঁচতে হবে সবাইকে সাথে নিয়েই।
আপনি সেলিব্রিটি না!!?
জিসান শা ইকরাম
ক্যামনে সেলিব্রিটি হয়?
সাবিনা ইয়াসমিন
কোটি টাকার প্রশ্ন করলেন!
ফ্রিতে উত্তর ক্যামনে দেই?
নিতাই বাবু
আপনার পুরো পোস্টেই তো একটা ফেসবুক মেসেঞ্জার। আর সবমিলিয়ে বড় একটা ইনবক্স! তবে দিদি, আমি এখন ফেসবুকে নেই। ডি-অ্যাক্টিভ করে রেখেছি কিন্তু!
[ছবি মুছে ফেলা হয়েছে]
সাবিনা ইয়াসমিন
এই জন্যেই আপনাকে ফেসবুকে খুঁজে পাচ্ছি না! খুব টেনশনে ছিলাম দাদা 🙁
নিতাই বাবু
ভালো লাগে না, দিদি! তাই ফেসবুক ছেড়ে দিয়েছি। আমাদের দেশে এই ফেসবুক মানে সংখ্যালঘু নিধন করার একটা হাতিয়ার। আর কিছু বললাম না, বুঝে নিবেন আশা করি।
রাফি আরাফাত
মেসেজগুলো পড়ে ভালো লাগলো। ভালো লাগলে বললে ভুল হবে,একটু বেশিই ভালো লাগলো। আমি নিজেও বড় বড় মেসেজ লিখি৷ হিহি৷
সব মিলে ভালো লাগলো।
ভালো থাকবেন
সাবিনা ইয়াসমিন
আপনজনদের জন্যে মেসেজের সাইজ আর নির্দিষ্ট রাখা যায়না। তাই এমন হয়।
তুমিও বড় মেসেজ লেখো! বুঝলাম, তুমি তোমার আপনদের বেশিই আপন করে নিতে জানো।
শুভ কামনা সব সময় 🌹🌹
সাখিয়ারা আক্তার তন্নী
ও মাগো কতো গুলি কথা!
আপু,আপনার ধৈর্য্য আছে বলতে হয়।
ভালোবাসা আপনার জন্য
সাবিনা ইয়াসমিন
হু, ধৈর্য কার কতখানি তাতো যারযার ইনবক্স ঘুরলেই দেখা যায়। পছন্দের মানুষদের সাথে লেখা-লেখি সবাই করেন, কেউ প্রকাশ করেন, কেউ করেন না।
ধন্যবাদ ও শুভ কামনা আপনাকে 🌹🌹
অনন্য অর্ণব
এত্তো প্রেম !!
সাবিনা ইয়াসমিন
হাহাহা, বেশি বেশি হয়ে গেছে তাইনা?
এস.জেড বাবু
সম্পর্কগুলি কতো সুন্দর হয়,
কি পড়লাম !
যেন সুবিশাল সাহিত্যের এক অংশ ।
বেঁচে থাকুন সহস্রকাল এমন বন্ধুত্বপূর্ণ আচরনে সবার প্রিয় হয়ে।
শুভকামনা
সাবিনা ইয়াসমিন
সুবিশাল সাহিত্য, সাথে টুকরো টুকরো মেসেজের মাঝে অনেক অনেক গল্প। আপনার উপলব্ধি ক্ষমতা অসাধারন। সম্পর্ক গুলো আসলেই সুন্দর, সুবিন্যস্ত।
অজস্র ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্যে 🌹🌹
এস.জেড বাবু
আপনাকেও অনেক শুভেচ্ছা।
ভালো লিখেন আপনি।
রেহানা বীথি
ইনবক্স ভরে থাক এমনই ভালোবাসা আর হৃদ্যতায়।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপু ❤❤
কামাল উদ্দিন
প্রেম ছাড়া কবিতা আসে না তাই। যত কবিতা, গান সবটাতেই প্রেম বিদ্যমান।
বুঝছি, শুরু করতে হবে 😉
ইন বক্সের প্রাইভেসি আর থাকলো কই আপু?
সাবিনা ইয়াসমিন
শুরু করে দিন। তবে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু 😀
আর প্রাইভেসি! আপনজনদের সাথে প্রাইভেসি রাখলে আপন-আপন ভাবটা আসবে নাতো 😉
কামাল উদ্দিন
[ছবি মুছে ফেলা হয়েছে]
কামাল উদ্দিন
এবার কি বলবেন আপু?
সাবিনা ইয়াসমিন
এক কাপ সাগর! ভাইরে, আমি চা বড়জোর এক বালতি খেতে পারবো, কিন্তু এককাপ সাগর খেতে হলে এম্বুলেন্স রেডি রাখতে হবে 🙇🙇
চাটিগাঁ থেকে বাহার
কাপ এটা শেষ করতে আলাদিনের দৈত্য লাগবে….!!
ছাইরাছ হেলাল
কথোপকথনের চলে বলা ছোট ছোট ক্লিপ/গল্প গুলো পড়তে ভালই লাগল।
কবি/লিখিয়ের ভাবনা স্রোত কত কি না ভাবে!
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহারাজ।
ভাবনার স্রোত আসলেই বেশি। তাইতো এমন করে ভাসিয়ে দেই 🙂
শুভ কামনা 🌹🌹
চাটিগাঁ থেকে বাহার
এটাও একটা জগত। আমি মানবীয় জগতকে আগে চার ভাগে ভাগ করতাম।
প্রথম, মায়ের গর্ভ
দুই, জন্ম থেকে মৃত্যু
তিন, মৃত্যুর পর থেকে বিচার দিবস পর্যন্ত
চার, বিচারের পর অনন্তকাল
এখন আমার মনে হয় দুই নাম্বার জগতটি আবার সাইবার জগত নামে আরেকটি জগতের সাথে সম্পর্কিত। যেখানে ফেসবুক, ব্লগ, টুইটার, ভাইভার, ওয়াটসঅ্যাপ, ইত্যাদি….
আপনার এই লেখাটি পড়ে অন্যমনস্ক হয়ে গেলাম।
সাবিনা ইয়াসমিন
এটাও একটা জগৎ। এখানেও সম্পর্ক গড়ে-ভাঙে-মৃত হয়, পরিত্যাক্ত হয়।
ধন্যবাদ ও শুভ কামনা বাহার ভাইয়া 🌹🌹
জিসান শা ইকরাম
নতুন লেখা দেননা কেন?
নাকি ইনবক্সেই লেখেন আজকাল!
লেখা চাই, দিতে হবে,
সাবিনা ইয়াসমিন
ইনবক্স ছাড়া বায়ো জগৎ অচল,
কারোটা প্রকাশে আসে, কেউ অপ্রকাশে রাখে।
আমি প্রকাশের দলে।
যথা সম্ভব লেখা দিচ্ছি। এর বেশি পারিনা।
আসিফ ইকবাল
হাহা কতো কাহিনী! এরা হয়তো Message দিয়ে বিরক্ত করে ঠিক-ই, কেউ কেউ, কখনো, কখনো। তবু এইসব message-এর গুনেই এই সুন্দর লেখাটি লিখতে পারলে। জীবনে কিছুই ফেলনা নয়। আর তুমি আসলেই বড্ড খাম-খেয়ালী। সব অভিযোগ মিথ্যা নয়। দুই-চারদিন পর পর-ই কোথায় যে ডুব দাও! জাল ফেলে খুঁজতে হয়! এইবার একটা কারেন্ট জাল কিনবো ভাবছি 😀 তোমার “ইনবক্স কথন”-এর #৭ নাম্বারটা বেশী ভালো লেগেছে। কি রকম অধিকার-বোধ! Message-এর উত্তর না দিলে Block দেবো! আমি পোলা হয়েও এইভাবে বলতে পারি না! হাহাহা-
সাবিনা ইয়াসমিন
উহু আমাকে খাম-খেয়ালি বলাটা ঠিক হচ্ছেনা। খাম-খেয়ালে থাকলে এতগুলো মেসেজের রিপ্লাই দিতে পারতাম? ব্যাস্ততা আমাকে মাঝে মাঝে খুব বেশি গ্রাস করে ফেলে। নিঃশ্বাস নেবার কালেও সময় গুনে গুনে বের করতে হয়।
মেয়েটি আসলেই খুব ভালোবাসে। ও ব্লক করলেও আমার বেশি টেনশন হয়না। এতবার ব্লক আর এড করেছে যে, এখন না করলেই আমি টেনশনে থাকি। 🙂
শুভ কামনা 🌹🌹
আসিফ ইকবাল
ব্লকের মাহাত্ম্যটা আগে বুঝিনি। ইদানীং বুঝতে শুরু করেছি। আহা, ব্লক! :p
সিকদার সাদ রহমান
আমি আর ইনবক্সে মিস্টি মিস্টি কথা লেইখা ভাইরাল হমু না! সাবিনা আপা, নিশ্চিত থাকেন আপনে যে সুন্দর তা আর ইনবক্সে কমুনা
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, আচ্ছা বলতে হবে না। আপনি সেলিব্রিটি না হতে চাইলে আমি কি জোর করতে পারি? 😜
অনেকদিন পর আপনাকে এখানে দেখে খুশি হয়েছি সাদ। নিয়মিত লিখুন।
শুভ কামনা অবিরত 🌹🌹
আরজু মুক্তা
শুভ হোক মেসেজিং
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ,
শুভ কামনা 🌹🌹