বাংলা গানে বৃষ্টি বর্ষা বাদল একটি বিশেষ স্থান দখল করে আছে।
বাদল দিনের প্রথম কদম ফুল
আমার সারাটা দিন মেঘলা আকাশ……বৃষ্টি তোমাকে দিলাম ……এমনি কত শত গান আমাদের প্রানকে স্পর্শ করে যায়।
আসুন আজ আমরা বৃষ্টির গানের কথা বলি মন্তব্যে। দেখি কে কতটা গানের কথা/ লিংক দিতে পারেন মন্তব্যে
খেয়ালী মেয়ে আপুর বৃষ্টির গানঃ
যদি মন কাঁদে তুমি চলে এসো…চলে এসো এক বরষায়
বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে ..ফিরে যাব না আজকে ঘরে
বৃষ্টি পরে অঝোর ধারায়…বৃষ্টি পরে লজ্জা হারায়
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকে…আমি রোদে পুড়ে,ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
এই চলোনা বৃষ্টিতে ভিজি ………
ব্লগার সজীবের বৃষ্টির গানঃ
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেংগে
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথা ভাবছি
শুন্য শুন্যালয় আপুর বৃষ্টির গানঃ
একদিন বৃষ্টিতে বিকেলে থাকবেনা সাথে কোন ছাতা
কাঁদছে আকাশ কাঁদছে মন..বৃষ্টির রিনিঝিনি বিরহী রোদন
আজ এই আকাশ কালো হয়ে, বৃষ্টি ঝড়ে তোকে ধরে
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
কমলো মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে…রূপম ইসলাম
যখন মেঘের চাদরে ঢেকে আবছা জোছনায় টিপ টিপ বৃষ্টি…ওয়ারফেজ
রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে…রবী চৌধুরী
বৃষ্টি মানে কথা, বৃষ্টি কোন ব্যথা,আমি বৃষ্টি চাই…শুভমিতা
রিমঝিম রিমঝিম বৃষ্টি, হাতে নিয়ে গিটার…মাইলস
অরণ্য ভাইয়ার বৃষ্টির গানঃ
দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে…বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
অচেনা আকাশ…মেঘে ঢাকা পৃথিবী…এখনই নামবে বৃষ্টি…শুদ্ধ হবে সবই
ছেলেবেলার বৃষ্টি মানে বিশ্ব জোড়া… ছেলেবেলার মানেই অবাক বিশ্ব ভরা
বৃষ্টি পড়ে রে…বৃষ্টি পড়ে রে…
বৃষ্টি ভেজা রাত সোডিয়াম আলো…
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না…
আজি ঝর ঝর মুখর বাদর দিনে…
বৃষ্টি বিদায় বৃষ্টি বিদায়… ভিজে আমার মত কি আসে যায়
সঞ্জয় কুমার ভাইয়ার বৃষ্টির গানঃ
বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর
আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম
জিসান শা ইকরাম ভাইয়ার বৃষ্টির গানঃ
রিমঝিম বৃষ্টি অঝড় ধারায় ঝরে বৃষ্টি
বৃষ্টি ঝরে যায় দুচোখে গোপনে সখী গো
কৃন্তনিকা আপুর বৃষ্টির গানঃ
এখানে অনেক আলো যদিও ……সে আলোতে তোমায় দেখিনা
নুসরাত মৌরিন আপুর বৃষ্টির গানঃ
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি,করেছি কতই আর্তনাদ…
সপ্ন ভাইয়ার বর্ষার গানঃ
বর্ষা আমার চোখের প্রিয় ঋতু_
বাদলা দিনে মনে পরে ছেলেবেলার গান_
একটু দাঁড়াবে কি এখনই নামবে বৃষ্টি_
তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে…তুমি হাসলে যেন রৌদ্র হাসে_
নীলাঞ্জনা নীলা আপুর বৃষ্টির গানঃ
যাও বলো তারে মেঘের ওপারে………যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে
বৃষ্টি পরছে স্বপ্ন জমছে আমার চোখের কোনে…
অনিকেত নন্দিনী আপুর বৃষ্টির গানঃ
বাদলা দিনে ………যদি ডেকে বলি এসো হাত ধরো, চল ভিজি আজ বৃষ্টিতে
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে হাটছি আমি মেঠো পথে
সোনিয়া হক আপুর বৃষ্টির গানঃ
শ্রাবন ঐ সন্ধ্যায় মন যে……
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ধুয়োও না …
১১১টি মন্তব্য
খেয়ালী মেয়ে
আমি লিংক দিবো না, লাইন লিখবো 🙂
যদি মন কাঁদে তুমি চলে এসো,চলে এসো এক বরষায় (3
লীলাবতী
আচ্ছা তাতেও হবে।দারুন সুন্দর একটি গান।এই গানগুলো কি পোষ্টে দিয়ে দেবো আপু?
খেয়ালী মেয়ে
তোমার ইচ্ছে 🙂
তোমার পোস্ট দেখে একটা বাংলা সিনেমার গানের কথা মনে পড়লো, যা মনে পড়ার কথা ছিলো না :p
বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে ফিরে যাব না আজকে ঘরে 🙂
লীলাবতী
গানের লিংক তাহলে দিয়ে দেই পোষ্টের মাঝে।
বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে ফিরে যাব না আজকে ঘরে 🙂 এই গানতো আমি শুনিই নি আপু।
লীলাবতী
পেয়েছি পেয়েছি,শাবনুর 🙂
খেয়ালী মেয়ে
কি বলো এটা সালমান শার একটা মুভির গান ছিলো…আমি চ্যানেল আই এ দুপুরবেলা সিনেমার গান এর একটা পোগ্রামে দেখেছি…এরপর ভুলে গেছি, তোমার পোস্ট দেখে এখন আবার মনে আসলো বৃষ্টির গান মনে করতে গিয়ে 🙂
খেয়ালী মেয়ে
হুমমম ঠিক ধরতে পেরেছো :c
লীলাবতী
দেখলাম ইউটিউবে 🙂 লিংক দিয়ে দিয়েছি পোষ্টে।
খেয়ালী মেয়ে
জোসনা রাতে নীল আকাশে,
ছন্দে তালে অঝোর ধারায়, বৃষ্টি পরে..
বৃষ্টি পরে অঝোর ধারায়
বৃষ্টি পরে লজ্জা হারায়
বৃষ্টি পরে জলে ভিজে—————–আমার অনেক পছন্দের একটা গান…
ইশশশশশশ কেউ যদি আমাকে স্মরণ করে এমন একটা গান গাইতো জীবন ধন্য হয়ে যেতো 🙁
খেয়ালী মেয়ে
হায়!!!হায়!!! তুমি ঐগানটার লিংক কেনো দিচ্ছো..ওটাতো আমি এমনিই দুষ্টামি করে বললামমমমমমমম…
লীলাবতী
জোসনা রাতে নীল আকাশে,
ছন্দে তালে অঝোর ধারায়, বৃষ্টি পরে.. এই গানটিও শুনি নি আমি।কথা গুলো অনেক সুন্দর।অপেক্ষা করো আপু,কেউ তো গাইতেও পারে 🙂
লিংক যখন দিয়েছি থাক 🙂
খেয়ালী মেয়ে
বাপ্পার গান….
ইউটিউবে বৃষ্টি পরে লিখে সার্চ দাও পেয়ে যাবা..
লীলাবতী
পেয়েছি ‘বৃষ্টি পড়ে
অঝোর ধারায়
বৃষ্টি পড়ে
লজ্জা হারায়।’ 🙂
খেয়ালী মেয়ে
হুমমম তোমাকে ধরা না দিয়ে যাবে কোথায় গানটা 🙂
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি
আমি রোদে পুড়ে,ঘুরে ঘুরে অনেক কেঁদেছি—এটাতো শুনেছো?..
লীলাবতী
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি = এটি শুনেছি কিনা মনে নেই।সার্চ দিয়ে দেখি 🙂
লীলাবতী
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি-লিংক দিয়ে দিলাম আপু।
খেয়ালী মেয়ে
সোনেলা তো একেবারে বৃষ্টিতে ভিজে গেলো 🙂
লীলাবতী
চলো ভিজি 🙂
লীলাবতী
বৃষ্টিতে ভিজে যাক আমাদের সোনেলা 🙂
খেয়ালী মেয়ে
হুমমমমমমমম……….
চলো আজ সব ভুলে বৃষ্টিতে ভিজি–
নতুন কোন ছন্দসুর বৃষ্টির ফোঁটায় খুঁজি–
লীলাবতী
চলো আজ সব ভুলে বৃষ্টিতে ভিজি–
নতুন কোন ছন্দসুর বৃষ্টির ফোঁটায় খুঁজি– এই গানটির লিংক পেলামনা আপু।অন্য একটি দিয়ে দিয়েছি 🙂
খেয়ালী মেয়ে
লীলাবতী আপু লাইন দুটো কোন গানের লাইন ছিলো না…
এটা খেয়ালী মনের এলোমেলো ভাবনা ছিলো 🙂
ব্লগার সজীব
আজ একটি পোষ্ট দেবো ভেবেছিলাম,কিন্তু এসে দেখি হেভি ওয়েট ব্লগারদের পোষ্ট প্রথম পাতায়।কবে যে হেভি ওয়েট হবো? 🙁
লীলাবতী
আগে বড় হও সজীব ভায়া,এরপরে হেভি ওয়েট 🙂
ব্লগার সজীব
বড় হয়েছি তো আপু 🙁
লীলাবতী
কি বড়ো যে হয়েছেন তা বুঝাই যাচ্ছে।বড় হয়েছি,বড় হয়েছি বলে দৌড় ঝাঁপ করাই এর প্রমাণ 🙂
ব্লগার সজীব
🙁
খেয়ালী মেয়ে
অ্যাই লাভ হেভি ওয়েট ব্লগার 🙂
ব্লগার সজীব
আপনার আর লীলাবতী আপুর কাছে আমি কোনদিন বড় হতে পারবো না 🙁 আর কতদিন লাইট ওয়েট ব্লগার থাকবো আপু? 🙁
খেয়ালী মেয়ে
যতদিন না আমরা আইডিয়া পাচ্ছি ততদিন 🙂
লীলাবতী আপুকে বৃষ্টির গান স্মরণ করিয়ে দেন দেখি কয়েকটা…
লীলাবতী
ছোট থাকাই ভালো ভাইয়া।এভাবেই থেকো আমাদের সাথে।গান দাও এখন কয়েকটা।দেখি তোমার পছন্দ কেমন।
ব্লগার সজীব
কিছু প্রিয় গান দিচ্ছি বৃষ্টি নিয়ে
বৃষ্টি নেমেছে আজ https://www.youtube.com/watch?v=rexUI1qpm5o
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে https://www.youtube.com/watch?v=VR3hBCyPSRU
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথা ভাবছি https://www.youtube.com/watch?v=j_jurdAWeLk
আরো দিচ্ছি 🙂
লীলাবতী
সজীব ভাইয়ার পছন্দ তো বেশ সুন্দর 🙂
শুন্য শুন্যালয়
বাহ্ সোনেলা দেখি আজ গানময় হয়ে গেছে!! বৃষ্টির গানের লিঙ্ক মন্তব্যে কিভাবে দেব, এতো আরেকটা পোস্ট হয়ে যাবে। আপাতত দুটো।
একদিন বৃষ্টিতে বিকেলে থাকবেনা সাথে কোন ছাতা
তবু দেখা হয়ে যাবে মাঝরাস্তায় ভিজে যাবে চটি জামা মাথা…….অঞ্জন দত্ত।
কাঁদছে আকাশ কাঁদছে মন
বৃষ্টির রিনিঝিনি বিরহী রোদন ……..বাপ্পা মজুমদার।
আজ এই আকাশ কালো হয়ে, বৃষ্টি ঝড়ে তোকে ধরে…..
আপনার পোস্ট দেখে এখানে বৃষ্টির তোড়জোড় শুরু হয়ে গেছে।
লীলাবতী
সোনেলায় গান আর গান,সোনেলায় বৃষ্টি হচ্ছে তো আপু 🙂 গান দুটো খুবই সুন্দর।দিয়ে দিলাম।আরো গান চাই।
শুন্য শুন্যালয়
আজ এই বৃষ্টির কান্না দেখে কিভাবে মিস হয়ে গেলো? এটা ছাড়া বৃষ্টি তো ভাবাই যায়না…
https://www.youtube.com/watch?v=02nz2hWh82E
লীলাবতী
দিয়ে দিচ্ছি পোষ্টে আপু।
অরণ্য
পোস্টটাতে বেশ মজা পেলাম। আমার যদিরা লিখতে শুরুর সময় এমন ভাবনাও এসেছিল একবার।
আপাতত বৃষ্টি নিয়ে যা মনে পড়ছে এক দুই লাইন করে লিখে যাই।
দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে।
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম…
https://www.youtube.com/watch?v=59BiekKRigQ&spfreload=10
বৃষ্টির দিন এলে কবিতার খাতা মেলে
ভাবতে বসি নতুন কবিতা কিছু লিখব বলে
তখনই তোমার কথা মনে পড়ে যায়
কবিতারা পড়ে থাকে শুন্য পাতায়…
(লিংক খুজে পেলাম না)
অরণ্য
অচেনা আকাশ মিস করা জাবেনা।
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি…
https://www.youtube.com/watch?v=4ewo8O8EnG0
লীলাবতী
আসলে বলতে কি পোষ্টটি দেয়ার সময় সবার প্রথমে আপনার কথা মনে হয়েছে।আপনি সবচেয়ে বেশী গান দিবেন এটি ভেবেছি 🙂
২য় গানের লিংক খুঁজে পাইনা 🙁
অরণ্য
আপাতত আরেকটি যোগ করতে পারেন।
আমার খুব পছন্দের… লোপার…
ছেলেবেলার বৃষ্টি
ছেলেবেলার বৃষ্টি মানে বিশ্ব জোড়া
ছেলেবেলার মানেই অবাক বিশ্ব ভরা
আয় বৃষ্টি চলে সেই কিশোরের কোলে
গেরোস্থালি ফেলে কিচ্ছুটি না বলে
ছেলেবেলার বৃষ্টি…
https://www.youtube.com/watch?v=o4nuVLkIfUA
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া,গানটি চমৎকার 🙂
অরণ্য
মৌসুমী ভৌমিকের
বৃষ্টি পড়ে রে…
https://www.youtube.com/watch?v=8e1oaUHgrMU
অরণ্য
বৃষ্টিতো আমাকে খাবে কয়েকদিন মনে হচ্ছে। গুন গুন আসছে অনেক কিন্তু লিংক খুজে তবে লিখব। আপনি কিছু লিংক খুজে নিতে পারেন।
বৃষ্টি ভেজা রাত সোডিয়াম আলো… আগুনের গাওয়া
https://www.youtube.com/watch?v=-Ms3byweqes
লিংকের গানটা ভাল লাগছে না। এর চেয়ে আমার কার্জন হলের বারান্দায় আমরা আরো ভাল গাইতাম।
লীলাবতী
‘লিংকের গানটা ভাল লাগছে না। এর চেয়ে আমার কার্জন হলের বারান্দায় আমরা আরো ভাল গাইতাম।’ভাইয়া আপনি গান গাইতে জানেন মনে হচ্ছে 🙂 আপলোড করে দিন আপনার গান।শুনি আমরা সবাই 🙂
লীলাবতী
আইউব বাচ্চু আর আগুন এর গানটা দিয়েছি ভাইয়া।এটি খারাপ না 🙂
অরণ্য
থ্যাঙ্কস্। এটা ওটার চেয়ে ভাল। কিন্তু মজার ব্যাপার হলো এই গানটা সম্ভবত আগুনের চুরি করে গাওয়া এবং এ গানটা গাওয়ার পরে আগুনের ভার্সিটি প্রোগ্রাম করা অলিখিতভাবে নিষিদ্ধ ছিল। আগুন এখন ঢাকা ভার্সিটি প্রোগ্রাম করে কিনা জানিনা।
সঞ্জয় কুমার
বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর । অসাধারণ গানটি শুনতে https://www.youtube.com/watch?v=ae-6npDSybQ লিংকে খোঁচা মারুন । ।
লীলাবতী
গানটি খুব সুন্দর সঞ্জয় ভাইয়া।
রিমি রুম্মান
আমার এখানে আজ ঝকঝকে আকাশ। তবুও গানগুলো শুনে শুনে বৃষ্টি বৃষ্টি আমেজে আছি … 🙂
লীলাবতী
কয়েকটি গানের লিংক দিলে পারতেন আপু।
জিসান শা ইকরাম
যাক বৃষ্টির গানের একটি বিশাল এলবাম পাবো মনে হচ্ছে।
দিলাম আপাতত দুটো-
রিমঝিম বৃষ্টি – আশার কণ্ঠে – https://www.youtube.com/watch?v=Hg67vCGKvFg
বৃষ্টি ঝরে যায়- তওসিফ – https://www.youtube.com/watch?v=Tbkho7jffZ8
অরণ্য
রিমঝিম বৃষ্টি শুনছি বহুদিন পরে। আমার খুব ভাল লাগা গানগুলোর একটি এ গান।
শুন্য শুন্যালয়
রিমঝিম শুনে কনফিউজড হলাম, এটা কি হিন্দী গানের নকল নাকি বাংলা থেকে হিন্দী হয়েছে?
অরণ্য
দুটোই আমার কাছে অসাধারণ। এরকম অনেক গ্রেট পেয়ার আছে।
এক্ষেত্রে কোনটা আগে তা বলতে পারছি না।
লীলাবতী
দিয়ে দিয়েছি পোষ্টে ভাইয়া।
মারজানা ফেরদৌস রুবা
ভালো। সবাই লিংক দাও, আমি একটা একটা করে শুনে নেবো।
লীলাবতী
সবাই লিংক দিবে আর আপু আনন্দে সে সব গান শুনবেন।আপনার পছন্দের গানের লিংক কে দিবেন আপু?
অরণ্য
লীলাবতী, অনেক অভিবাদন আপনাকে। এ প্রয়াসকে সাধুবাদ।
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ অরণ্য ভাইয়া।আপনিও গানে গানে এই প্রচেষ্টাকে এগিয়ে নিচ্ছেন।
ব্লগার সজীব
গান সংগ্রহ চলছে 🙂
লীলাবতী
হুম 🙂 চলছে চলবে।
সঞ্জয় কুমার
শ্রীকান্তের । । আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি https://www.youtube.com/watch?v=S8IbbBUcejY
লীলাবতী
ধন্যবাদ সঞ্জয় ভাইয়া।
অরণ্য
আমার দেশের মানুষের নাড়ি কাঁপানো গান আছে বৃষ্টি নিয়ে…
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না… আদি ও অকৃত্রিম রুনা লায়লা
https://www.youtube.com/watch?v=VnvwrjKiHOA&spfreload=10
এ গানটি আপনার লিস্টে যায়গা পেলেও পেতে পারে – একটা শব্দ থাকা কি খুবই জরুরী? আমার মনে হয় না।
আজি ঝর ঝর মুখর বাদর দিনে…
https://www.youtube.com/watch?v=oCmdFo3felo&spfreload=10
চাইলে বৃষ্টি বিদায়…ও নিতে পারেন… শ্রেয়ার গাওয়া।
https://www.youtube.com/watch?v=wRaQkwy1s6Y&spfreload=10
অরণ্য
আমার দেশের মানুষের নাড়ি কাঁপানো গান আছে বৃষ্টি নিয়ে…
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না… আদি ও অকৃত্রিম রুনা লায়লা
https://www.youtube.com/watch?v=VnvwrjKiHOA&spfreload=10
এ গানটি আপনার লিস্টে যায়গা পেলেও পেতে পারে – একটা শব্দ থাকা কি খুবই জরুরী? আমার মনে হয় না।
আজি ঝর ঝর মুখর বাদর দিনে…
https://www.youtube.com/watch?v=oCmdFo3felo&spfreload=10
চাইলে বৃষ্টি বিদায়…ও নিতে পারেন… শ্রেয়ার গাওয়া।
https://www.youtube.com/watch?v=wRaQkwy1s6Y&spfreload=10
লীলাবতী
আমার প্রত্যাশা পুরন করছেন আপনি অরণ্য ভাইয়া। একশত গানের একটি পোষ্ট করতে চাই।আরো গান দিন ভাইয়া 🙂
অরণ্য
বৃষ্টির গন্ধভরা হেমন্তের একটা গান মনে পড়ল। এ লিস্টে চাইলে জায়গা দিলেও দিতে পারেন।
যখন জমেছে মেঘ আকাশে…
https://www.youtube.com/watch?v=MhTzIWjRO54
অরণ্য
সুমনের গলায়…
আজি বরিষণ মুখরিত…
https://www.youtube.com/watch?v=dGWe_9YeoRY
আমাকে পাগল করে মাঝে মাঝে।
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া।
মরুভূমির জলদস্যু
চমৎকার বৃষ্টি বন্দনা
লীলাবতী
ধন্যবাদ,গানের লিংক তো দিলেন না।
কৃন্তনিকা
আমার সব পছন্দের গান অন্যরা দিয়ে দিয়েছে :@
তাও আমার পছন্দের অসাধারণ কয়েকটি গান এখনো বাকি, যা শুনে সবাই মুগ্ধ হবে 🙂
গ্যারান্টি কৃন্তনিকার 😀
মিফতাহ জামানের “দ্বিতীয়া” https://www.youtube.com/watch?v=p-woKB97QNY (যদিও গানটা আসলে বৃষ্টির গান না, তবে বৃষ্টি সম্পর্কিত… :p )
অদিতের “আজ এই আকাশে” https://www.youtube.com/watch?v=UeMC1h-z1_g
আর মনে পড়লে হয়ত… ;?
লীলাবতী
ধন্যবাদ আপনাকে।আরো গান চাই।মোট ১০০ গানের পোষ্ট করতে চাই এটি 🙂
স্বপ্ন নীলা
আমি কোথায় ছিলাম, এযে বৃষ্টির গানে ছড়াছড়ি !!! অফিসের ফাঁকে একটু করে শুনে নিলাম — অসাধারণ — অসাধারণগো আপু
লীলাবতী
ধন্যবাদ,আপনার কাছে কিছু গান আশা করেছিলাম আপু।
নুসরাত মৌরিন
আহ্ এত এত বৃষ্টির গান একসাথে!! মনটাই ভিজে গেল আনন্দে।বৃষ্টি পড়লেই এখানে এসে একসাথে সব গান শুনে নেব।
একটা গানের লাইন,
“বৃষ্টি দেখে অনেক কেঁদেছি,করেছি কতই আর্তনাদ।
দু’চোখের জলে ভাসাব বলে তোমাকে আজ কাঁদাবো বলে…
………পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারাত।”
লীলাবতী
বৃষ্টি আসলেই আনন্দের বার্তা নিয়ে আসে আপু।ধন্যবাদ এত সুন্দর গান দেয়ার জন্য।
ইমন
🙂
লীলাবতী
?
ইমন
😀
লীলাবতী
?? 😀
স্বপ্ন
বৃষ্টি নিয়ে এত গান এক পোষ্টে ! দারুন,পোষ্ট প্রিয়তে রাখার অপশন কত যে জরুরী তা এখন বুঝতে পারছি।
আমার পছন্দের গান-
বর্ষা আমার চোখের প্রিয় ঋতু_ জেমসের গান https://www.youtube.com/watch?v=pdaq9GjXe-A
বাদলা দিনে মনে পরে ছেলেবেলার গান_ হাবিব https://www.youtube.com/watch?v=5DVT60VTP7o
একটু দাঁড়াবে কি এখনই নামবে বৃষ্টি_ হাবিব https://www.youtube.com/watch?v=5DVT60VTP7o
তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে…তুমি হাসলে যেন রৌদ্র হাসে_ হাবিব https://www.youtube.com/watch?v=QbpMz0Y5TBY
লীলাবতী
এত্ত গুলো বৃষ্টির গান!ধন্যবাদ স্বপ্ন ভাইয়া।এতদিন কোথায় ছিলেন? 🙂
লীলাবতী
একটু দাঁড়াবে কি এখনই নামবে বৃষ্টি === এই গানটির লিংক ঠিক ছিলনা ভাইয়া।ঠিক করে নিয়েছি 🙂
স্বপ্ন
আপু আমার একটি মন্তব্য অনুমোদনের অপেক্ষায় গেল কেনো বুঝতে পারলাম না। কয়েকটি গানের লিংক ছিল ঐ মন্তব্যে।
লীলাবতী
ভাইয়া মন্তব্যে অনেক গুলো লিংক দিলে এমন হয়।সোনেলা অনুমোদন দিয়ে দিয়েছে 🙂
নীলাঞ্জনা নীলা
এ দেখি বিশাল আয়োজন 🙂 আমিও দেই কয়েকটি গান।
যাও বলো তারে মেঘের ওপারে যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে https://www.youtube.com/watch?v=3WDI3ZGDtes&list=RDsCYA5m4keDE&index=9
লীলাবতী
ধিন তানা 🙂 নীলাপু অন্নেক ভালো লেগেছে গানটি।
নীলাঞ্জনা নীলা
বৃষ্টি পরছে স্বপ্ন জমছে আমার চোখের কোনে… https://www.youtube.com/watch?v=sCYA5m4keDE
লীলাবতী
লিংক দিয়ে দিলাম পোষ্টে।গানদুটো খুব ভালো লেগেছে আপু।ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
এই গানটি মনে হয় দেননি কেউ 🙂
এক বরষার বৃষ্টিতে ভিজে https://www.youtube.com/watch?v=tZTETYHX3YY
লীলাবতী
না দিদি,কেউ দেননি 🙂
অনিকেত নন্দিনী
১। “যদি ডেকে বলি এসো হাত ধরো, চল ভিজি আজ বৃষ্টিতে” https://www.youtube.com/watch?v=F4TdTJ61CzA
২। “বৃষ্টি নেমেছে আজ” https://www.youtube.com/watch?v=rexUI1qpm5o
৩। “আজ এই আকাশ” https://www.youtube.com/watch?v=NuRVL7vLfao
লীলাবতী
সবার সহযোগিতায় বৃষ্টির গানের পোষ্ট পুর্নতা পাচ্ছে।ধন্যবাদ আপু।
শুন্য শুন্যালয়
এই যে লীলাবতী দি, হাতের কি অবস্থা? ব্যথা হয়েছে নাকি করে দেব?
অনেক গুলো গান দিচ্ছি, শুনতে হবে কিন্তু।
**কমলো মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে…রূপম ইসলাম
https://www.youtube.com/watch?v=vJp3z9-Dyzc
**যখন মেঘের চাদরে ঢেকে আবছা জোছনায় টিপ টিপ বৃষ্টি…ওয়ারফেজ
https://www.youtube.com/watch?v=gCnxr92Xulo
*রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে…রবী চৌধুরী।( পোলাপানের মুখে মুখে ছিল এই গান একসময়)
https://www.youtube.com/watch?v=HhuRyZQ24SU
**বৃষ্টি মানে কথা, বৃষ্টি কোন ব্যথা,আমি বৃষ্টি চাই…শুভমিতা
https://www.youtube.com/watch?v=95uiKqK-L_s
**রিমঝিম রিমঝিম বৃষ্টি, হাতে নিয়ে গিটার…মাইলস
https://www.youtube.com/watch?v=cKmDrHWt8oc
লীলাবতী
ব্যথা হয়েছে আপু,কিন্তু আনন্দ পাচ্ছি সবার গান পেয়ে।শুনে বলবো কেমন লাগলো 🙂
মেহেরী তাজ
আরিব্বা……
এতো দেখি বৃষ্টি ময় আর গানময় পোষ্ট।
যাক অনেক না শোনা বৃষ্টির গানের লিংক পাওয়া গেলো।
লীলাবতী
তাজের পছন্দের গান এ পেলাম না 😛
সোনিয়া হক
বাহ!বিনা পরিশ্রমে এক পোষ্টে এত এত বৃষ্টির গান পেলাম 🙂 আমিও দিচ্ছি
শ্রাবন ঐ সন্ধ্যায় মন যে…….. https://www.youtube.com/watch?v=ut2l4bVz2O4
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ধুয়োও না …… https://www.youtube.com/watch?v=4msznN-Tqnc
লীলাবতী
আপনার গান দেয়া গান দুটো আমারো খুবই পছন্দের।
আশা জাগানিয়া
এ দেখি বৃষ্টির গানের মেগা কালেকশন। কিছু গান তো দিতেই হয় 🙂
দেখেছো কি তাকে ঐ নীল নদীর……… https://www.youtube.com/watch?v=fGvNINK5N88
বাদলা দিনে মনে পরে ছেলে বেলার গান…… https://www.youtube.com/watch?v=5DVT60VTP7o
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,বৃষ্টির নাম জল হয়ে যায়– https://www.youtube.com/watch?v=-EmYt_2sYgw
বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী নিঝুম রাতে http://doridro.net/download/Band/Band%20Albums/Warfaze/Warfaze%20-%20Joga%20khuchuri/Warfaze_Bristi_Nemeche.mp3.html
লীলাবতী
এত্ত গুলো গান? ধন্যবাদ আশা আপু 🙂
শিশির কনা
আমিই কিছু দিলাম না,আমার আগে সবাই দিয়ে ফেলেছে।আমিও দেবো হু ………
লীলাবতী
দিন দিন,আবার কবে আসবেন,বলে গেলে ভালো হতো 🙂
তানজির খান
ঝুম বৃষ্টিতে মাত্র ভিজে আসলাম। সব প্রিয় ব্লগারদের পছন্দের প্রিয় গানগুলি জানতে পেরে ভাল লাগলো। ভাবছি এখন এইগুলি শুনতে শুরু করি।
লীলাবতী
বৃষ্টির প্রিয় গান নেই আপনার কোনো? থাকলে লিংক দিন।
মৌনতা রিতু
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না,
সে যেন এসে দেখে,,,,,,,,,,,,,,,
এতো গান! দারুন।
লীলাবতী
ঠিক একবছর পূর্বের পোষ্ট। বৃষ্টির দিনে বৃষ্টির গানের পোষ্ট আপু -{@
ব্লগার সজীব
লীলাপুউউউউ, আজ আপনার পোস্টের গান শুনছি।
প্রিয়তে নিলাম 🙂
লীলাবতী
আচ্ছা শোনো গান, তা দেখা নাই কেন সজুর? 🙂