rain [640x480]

বাংলা গানে বৃষ্টি বর্ষা বাদল একটি বিশেষ স্থান দখল করে আছে।
বাদল দিনের প্রথম কদম ফুল
আমার সারাটা দিন মেঘলা আকাশ……বৃষ্টি তোমাকে দিলাম ……এমনি কত শত গান আমাদের প্রানকে স্পর্শ করে যায়।
আসুন আজ আমরা বৃষ্টির গানের কথা বলি মন্তব্যে। দেখি কে কতটা গানের কথা/ লিংক দিতে পারেন মন্তব্যে

খেয়ালী মেয়ে আপুর বৃষ্টির গানঃ
যদি মন কাঁদে তুমি চলে এসো…চলে এসো এক বরষায়
বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে ..ফিরে যাব না আজকে ঘরে
বৃষ্টি পরে অঝোর ধারায়…বৃষ্টি পরে লজ্জা হারায়
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকে…আমি রোদে পুড়ে,ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
এই চলোনা বৃষ্টিতে ভিজি ………

ব্লগার সজীবের বৃষ্টির গানঃ
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেংগে
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথা ভাবছি 

শুন্য শুন্যালয় আপুর বৃষ্টির গানঃ
একদিন বৃষ্টিতে বিকেলে থাকবেনা সাথে কোন ছাতা
কাঁদছে আকাশ কাঁদছে মন..বৃষ্টির রিনিঝিনি বিরহী রোদন 
আজ এই আকাশ কালো হয়ে, বৃষ্টি ঝড়ে তোকে ধরে
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
কমলো মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে…রূপম ইসলাম
যখন মেঘের চাদরে ঢেকে আবছা জোছনায় টিপ টিপ বৃষ্টি…ওয়ারফেজ
রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে…রবী চৌধুরী
বৃষ্টি মানে কথা, বৃষ্টি কোন ব্যথা,আমি বৃষ্টি চাই…শুভমিতা
রিমঝিম রিমঝিম বৃষ্টি, হাতে নিয়ে গিটার…মাইলস

অরণ্য ভাইয়ার বৃষ্টির গানঃ
দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে…বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
অচেনা আকাশ…মেঘে ঢাকা পৃথিবী…এখনই নামবে বৃষ্টি…শুদ্ধ হবে সবই
ছেলেবেলার বৃষ্টি মানে বিশ্ব জোড়া… ছেলেবেলার মানেই অবাক বিশ্ব ভরা
বৃষ্টি পড়ে রে…বৃষ্টি পড়ে রে…
বৃষ্টি ভেজা রাত সোডিয়াম আলো…
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না…
আজি ঝর ঝর মুখর বাদর দিনে…
বৃষ্টি বিদায় বৃষ্টি বিদায়… ভিজে আমার মত কি আসে যায়

সঞ্জয় কুমার ভাইয়ার বৃষ্টির গানঃ
বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর
আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম

জিসান শা ইকরাম ভাইয়ার বৃষ্টির গানঃ
রিমঝিম বৃষ্টি অঝড় ধারায় ঝরে বৃষ্টি
বৃষ্টি ঝরে যায় দুচোখে গোপনে সখী গো 

কৃন্তনিকা আপুর বৃষ্টির গানঃ
এখানে অনেক আলো যদিও ……সে আলোতে তোমায় দেখিনা 

নুসরাত মৌরিন আপুর বৃষ্টির গানঃ
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি,করেছি কতই আর্তনাদ…

সপ্ন ভাইয়ার বর্ষার গানঃ
বর্ষা আমার চোখের প্রিয় ঋতু_
বাদলা দিনে মনে পরে ছেলেবেলার গান_
একটু দাঁড়াবে কি এখনই নামবে বৃষ্টি_
তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে…তুমি হাসলে যেন রৌদ্র হাসে_

নীলাঞ্জনা নীলা আপুর বৃষ্টির গানঃ
যাও বলো তারে মেঘের ওপারে………যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে
বৃষ্টি পরছে স্বপ্ন জমছে আমার চোখের কোনে…

অনিকেত নন্দিনী আপুর বৃষ্টির গানঃ
বাদলা দিনে ………যদি ডেকে বলি এসো হাত ধরো, চল ভিজি আজ বৃষ্টিতে
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে হাটছি আমি মেঠো পথে  

সোনিয়া হক আপুর বৃষ্টির গানঃ
শ্রাবন ঐ সন্ধ্যায় মন যে……
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ধুয়োও না …

৫১৪৬জন ৫০৯০জন
0 Shares

১১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ