
একটা সিরিজ নিয়ে আসছি কাল থেকে। প্রতি ২/১ দিন পর পর একটা করে বাণী আসবে। জানি না আপনাদের কেমন লাগবে। মূলত কয়েক বাক্যে প্রচলিত কিছু ব্যপার, যা আমরা বলি না বা চুপ থাকি বা মনে লালন করি সেসব নিয়ে কিছু দুষ্টু বাক্য দিয়ে স্যাটায়ার। যার বাইরের রূপ (লেখা) আর ভেতরের রূপ নিয়ে সাইকোলজিক্যাল গেইম। যদিও অনেক দুষ্টু শব্দ সেখানে থাকবে।
আর শিরোনামটা দিয়ে আমাকেই বোঝানো। মানে আমি তো চশমা পরি এবং যে বাণীগুলো দিচ্ছি তা কেউ প্রকাশ্যে বলে না তাই তারা সুধীসমাজ। কাজেই যেহেতু আমি বলছি বা কেউ বলছে, সে হচ্ছে শয়তান। তাই সবটা মিলিয়েই ক্যাপশন হচ্ছে: “চশমাওলা শয়তানের মহান বাণী”।
সবাই ভাল থাকবেন। দোয়া করবেন।
বি.দ্র.: বছর কয়েক আগে বাণীগুলো নিয়ে একই বই বের হবার কথা ছিল। এটা তারই প্রচ্ছদ।
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
শিরোনামটা ভালই লাগল রুবেল ভাই।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ ভাই। নিজেকে নিয়ে শয়তানী করার মজাই আলাদা। তখন অন্য কেউ আর শয়তানী করতে পারে না। দোয়া রাখবেন।
মোঃ মজিবর রহমান
পরের পর্ব পেয়েছি পড়ব্বক্ষন
মনির হোসেন মমি
আচ্ছা দেখা যাক।শুভ কামনা।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ ভাই
বন্যা লিপি
আপনার শিরোনামটাই আকর্ষক। এবং আপনার এই লেখা শুরুর আগের ঘোষনাটিও অভিনব। আগ্রহ জন্মাতে পেরেছেন আপনার লেখা পড়ার। অপেক্ষায় রইলাম।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ আপনাকে। তবে হঠাৎ একটা কবিতা সামনে চলে আসায়, আজ কবিতাটা শেয়ার করবো। আগামী ২/১ দিন পর থেকে সিরিজটা সামনে আসবো।
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল রুবেল দা অপেক্ষায় থাকলাম
তির্থক আহসান রুবেল
ভাইয়া, গত ২৫ তারিখ ১ম বাণীটা পাবলিশ করেছি
কামাল উদ্দিন
আজকেই কিন্তু একটা বাণী দিয়ে শুভ উদ্বোধন করতে পারতেন 🙂
তির্থক আহসান রুবেল
ভাইয়া, গত ২৫ তারিখ ১ম বাণীটা পাবলিশ করেছি