আলোর মিছিল

হালিম নজরুল ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ০৮:০৭:৫২অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

মেঘ দেখলে ভয় করে না আর,
দেখি রাত্রি সরে যাচ্ছে দূরে কোথাও।

দেখি একটি সকাল হেঁটে আসছে আমার দিকে।

শেষবার বৃষ্টি থামলে সূর্য নেমেছিল দু’চোখে।
ঠিক যেমন প্রিয়ার চোখে চোখ পড়লেই—–
আমি সানাইচোখে ঘুমুতে যেতাম।

  • একটি যৌবন হেঁটে আসছে আমার দিকে।
    ————————–0 0—————–
৬১২জন ৪৭০জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ