মাত্র তিনটি দিন। খুব বেশি দেরি কি? কি করি,আমার সবকিছুতে যে খুব দেরি হয়ে যায়।তিন দিনে রাজমহল তৈরি হয়,ভেঙ্গেও যায় কারো কারো,সময় লাট বাহাদুরের অবশ্য তাতে কিছুই যায় আসেনা। বছরের প্রথম দিন সোনেলার ই-বুক আনন্দে ভাসিয়েছে,আনন্দ দিয়েছে চির ভেজাল এড়িয়ে অকৃত্রিম শুভেচ্ছা। তবে কাউকে কিছু দিতে পারিনি।কিংবা দিয়েছি হয়তো কষ্ট,পুরনো কস্টে নতুন মোড়ক। ইচ্ছে আমার কথা শুনেও শোনেনা। ২০১৪ আমার জন্য অন্যকিছু ছিলো,জীবনমাত্রা ঘুরিয়ে দেবার মতোই অন্যরকম।অতিথি এলে বরণ তো করতেই হবে।সোনেলার হাত,মুখ,মন আছে কিনা জানিনা,তবু সোনেলা তোমার জন্য নতুন বছরে এই উপহার।সমস্ত ব্লগার,শুভাকাঙ্ক্ষীদের নতুন বছর ২০১৫র একরাশ সাজানো আলোর শুভেচ্ছা।
ছবিঃ—শুন্য শুন্যালয়, ৩১শে ডিসেম্বর,২০১৪ :p
৭১টি মন্তব্য
সঞ্জয় কুমার
ছবিতে কবিতা । অনন্য সাধারণ উপস্থাপন ।
শুন্য শুন্যালয়
একটু পরিশ্রম স্বার্থক হয়েছে তবে। অনেক ধন্যবাদ সঞ্জয় ভাই।
মরুভূমির জলদস্যু
সুন্দর হইছে।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ জানবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আলোর বৃষ্টিতে অন্ধকার নামা -{@
শুন্য শুন্যালয়
শব্দটা আসলে হবে অন্ধকারনামা। এলোমেলো করে দেয়াতে অবশ্য বোঝা যাচ্ছেনা। ধন্যবাদ মনির ভাই।
অরণ্য
আপনার লেখা নিয়ে কিছু বলতে চাই না। কেবল দুটি ইমো -{@ (y) ।
আপনার লেখাটির শিরোনাম, ‘আলোকবর্ষ’ দেখার সাথে সাথেই একটা গান মনে পড়ে গিয়েছিল। শেয়ার করছি মহীনের ঘোড়াগুলি থেকে নেয়া “পৃথিবীটা নাকি ছোট হতে হতে… ”
https://www.youtube.com/watch?v=xAkzopTMXHc
শুন্য শুন্যালয়
খুব পছন্দের গান। আপনাকে দেখলেও আমার একটা গান মনে পরে, “ও গানওয়ালা আরেকটা গান গা” :)।
অরণ্য
গানওয়ালাকে তুমি বলতে হয়। বলতে হয় “গাও”। অবশ্য “গা” তে মনে করার মত তেমন কিছু নেই। 🙂 একটু মজা করলাম আপনার সাথে। ইউ আর সো ইম্যাজিনেটিভ। এরা কষ্ট পায়। আবার কষ্টকে এরাই উড়ায় নানা রঙের আতশবাজি করে।
শুন্য শুন্যালয়
টাইপিং মিস্টেক ‘ও” বাদ গিয়েছে। 🙂 এতোকিছু চোখে ধরতে নেই। ঠিকই বলেছেন, কস্ট আমার ধারেকাছে আসতে পারেনা। আই হ্যাভ এ সিক্রেট রাইম টু ফ্ল্যাশ মাই লাইফ। ভালো থাকবেন।
হৃদয়ের স্পন্দন
অভিনন্দন, নতুন বছরের শুভেচ্ছা জানবেন, ভালো থাকুন, আর হ্যা আমি কিন্তু 14 সালের শেষ অথিতি সম্ভবত
শুন্য শুন্যালয়
14 সালের শেষ অতিথি কে 15 সালেও আমন্ত্রণ। সারা বছর কাটুক হাসি আনন্দে। ভালো থাকুন।
হৃদয়ের স্পন্দন
আপনিও ভালো থাকুন, সাথে এমন লেখা উপহার দিন যা মন্ত্রমুগ্ধের ন্যায় পড়বো যা বরাবর করি
শুন্য শুন্যালয়
আপনাদের মন্তব্যই আমার অনুপ্রেরনা, পারি কিংবা না পারি, চেস্টা করে যেতে ইচ্ছে করে। আপনিও আরো বেশি বেশি লিখুন।
নুসরাত মৌরিন
নতুন বছর ঠিক এমনি করেই আলোর বন্যায় ভাসাক সবার জীবন।
সোনেলার সবাইকে নতুন বছরে শুভকামনা…।
শুভকামনা আপনাকেও…। 🙂
শুন্য শুন্যালয়
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আপু। লিখছেন না অনেক দিন। মিস করি আপনার আকাশ।
নুসরাত মৌরিন
লিখতে চাইছি আপু।কিন্তু সময় নিয়ে বড্ড টানাটানিতে আছি… 🙁
শুন্য শুন্যালয়
সময় কখনো সময় মতো আসেনা 🙂
নুসরাত মৌরিন
হুম সময়ের তাই মাঝে মাঝে কান টেনে ধরি!! :p
শুন্য শুন্যালয়
😀
মিথুন
ছবি আর ছবির লেখা তাকিয়ে তাকিয়ে দেখছি আপু————–
শুব নববর্ষ -{@
শুন্য শুন্যালয়
শুভ নববর্ষ মিথুন। ভালো লাগলেই আমি খুশি। ধন্যবাদ আপনাকে।
খেয়ালী মেয়ে
দারুন (y)
আপনার যা পড়ি তাই ভালো লাগে, কারণটা কী? 🙂 …..
নতুন বছরের শুভেচ্ছা রইলো আপনার জন্যও -{@
শুন্য শুন্যালয়
কারনটা ভালবাসা। কথায় আছে প্রেমের পেত্নীও সুন্দর। ভালোবাসার মানুষের সব সুন্দর, যেমনি খেয়ালী মেয়ের খেয়ালীপনা। এত্তো সুন্দর মন্তব্য পেলে লোভী হয়ে যাব। ভালো থাকবেন সারাটি বছর। শুভ নববর্ষ -{@
নীলাঞ্জনা নীলা
অদ্ভুত সুন্দর উপস্থাপনা।ছবি গুলোর মাঝে ছোট ছোট কাব্য ছবি এবং কাব্যকে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে।আমি কেন ছবি সাজাতে পারিনা? 🙁 ২০১৫ এর শুভেচ্ছা আপনাকে।
শুন্য শুন্যালয়
আপনার মন্তব্য আমার জন্য অনেক কিছু।
কিভাবে লিখতে হবে বলে দিচ্ছি, দেখবেন কতো সহজ। ছবিতে রাইট ক্লিক –open with — paint এবার টেক্সট /A করুন যা ইচ্ছা। খুব সহজ না?
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আপু
ব্লগার সজীব
আপনার গুন এখনো অপ্রকাশিত আছে কতটা আপু? ছবি তুলে তার মাঝে কত সুন্দর বাক্য জুরে দিলেন! অবাক অবাক টাস্কি খেলাম 😀 আপনি তো চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন আপু। দোয়া করবেন আমার জন্য ২০১৫ সনটা যেনো ভালো যায়। শুভ নববর্ষ -{@
শুন্য শুন্যালয়
জ্বি জ্বি, শুধু আপনি একাই প্রতিভাবান হলে চলবে কেনো? গুন দেখার এখনো ম্যালা বাকি :p। দোয়া অবশ্যই করবো, কোন খাশ দোওয়া চাইলে তাও করবো। ভালো থাকুন সারাবছর। বছর যেন দোকা দোকা কাটে। শুভ নববর্ষ।
নীলাঞ্জনা নীলা
আপনি ছবি গুলো এমন এক সাইজে আনেন কিভাবে শুন্য শুন্যালয়?আমার ছবি গুলো ছোট কিন্তু বড় দেখায়।কিভাবে কি করবো একটু জানাবেন প্লিজ?
শুন্য শুন্যালয়
আমার বেলাতেও মাঝে মাঝে এমন হয়ে যায় আপু। vso resizer use করি। ছবি সবকয়টা একবারে সিলেক্ট করে রাইট ক্লিক করে vso resizer open করুন। এরপর 600/400 ইমেজ রেজুলেশন দিন। শেষ।
এই ছবিগুলো যদিও আমাকে ফেসবুক আপলোড করে দিতে হয়েছে। সাইজ করাটা আমার কাছেও কঠিন লাগে। দেখুন এভাবে হয় কিনা। ভালো থাকুন আপু।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে।পেরেছি।vso টা অবশ্য একজনে দিয়েছে আমাকে।নাম বলা যাবেনা 🙂
শুন্য শুন্যালয়
আমাকেও একজন দিয়েছিল, নাম বলা যাবে 🙂 জিসান ভাইয়া।
vso দিয়ে সাইজ অনেক সময় ৭০ এর একটু উপরে চলে যেতে পারে, সেক্ষেত্রে ফেসবুকে আপলোড করে তারপর ডাউনলোড করতে হবে। সবকিছু সাইজ করতেই ম্যালা কস্ট :p
নীলাঞ্জনা নীলা
একই লোক দুই পরিচয়,আপনার ভাইয়া আর আমার নানা 🙂 ৭০ কেবির লিমিটের অবসান চাই :p
শুন্য শুন্যালয়
আপু, ছবিগুলো সব ৬০০/৪০০ রাখার চেস্টা করবেন, দেখতে ভালো লাগবে, আর ৭০ কেবির নীচেই থাকবে।
আর চলুন আমরা আন্দোলনে নামি, ২০১৫ সালে ৭০ মানিনা, মানিনা। 🙂
প্রহেলিকা
বাহ!!! বাহ!!! নূতন করে আপনাকে আবার চিনতে হচ্ছে লেখার মাঝে। আপনি প্রমান করলেন আপনার দক্ষতা আর ভাবনার গভীরতা কতটুকু। আগেও আপনার কিছু লেখায় মন্তব্য করেছিলাম তবে আপনার প্রশংসা করা হয়নি তবে আজ প্রশংসা করতে কৃপণতা দেখাবো না, আপনি সত্যি একজন মেধা এবং মননসম্পন্ন গুনী মানুষ। আপনার লেখা অনুযায়ী তার যথাযথ সম্মান হয়তো দিতে পারবো না তারপরও বলছি চমৎকার বলে গেছেন, কয়েকটি চরণে ছবিগুলো জাজ্বল্য-মান।
সবগুলো ছবির সাথে জুড়ে দেয়া চরণগুলো সত্যি অসাধারণ তবে একটির কথা আলাদা করে বলতেই হয়।
যদি সেই সে জাহাজডুবি সূর্য
গেঁথে দেই অন্ধকারে
তুমুল প্রতিযোগিতার করতালি শেষে
জিতবে শুধুই দেখে যাওয়া চোখ****
দারুন ভাবনার প্রকাশ দেখিয়েছেন আপনি, না এই সেই ভাবনা না, সত্যি বলছি এমন গভীর চরণ ভাবা আমাদের মত সাধারনদের ক্ষমতা নেই।
কোন সুন্দর দেখে করতালিতে ব্যস্ত হওয়া আমাদের সহজাত নিয়ম, উচ্ছাসে উচ্ছাসে আনন্দময় মুহুর্তগুলো কেঁটে যায় তবে ধরে রাখা যায় না। ধরে রাখতে শুধু তারাই পারে যারা ক্ষণিকের আনন্দ ভুলে, আনন্দকে গেথে নিতে পারে কক্ষের কোটরে। দেখে যাওয়া চোখগুলোই অনেক কাল ধরে রাখতে পারে এমনকি স্পর্শও করতে পারে।
কবিতা আর লিখতে ইচ্ছে করে না অনেকেই বলে বুঝি না বুঝি না, আপনার উপরের বাক্যগুলোতে তার সমাধানও পাওয়া গেছে। কবিতা না বুঝলে বোঝার চেষ্টা আর বুঝলে করতালি কোনটির আর প্রয়োজন নেই, শুধু দেখে যাওয়াই ভালো গেথে যাবে সম্পূর্ণ বুঝুক আর না বুঝুক স্পর্শ পাওয়া যাবে কবিতার।
এতো এতো গভীর ভাবনার ছড়িয়ে দিলো যে চরণ তার স্রষ্টার প্রতি রইলো অগাধ সম্মান। ভালো থাকুন অনেক অনেক।
শুন্য শুন্যালয়
আপনি সেদিন বলছিলেন আমি উতসাহ দিতে পারি, তবে সত্যি বলতে আপনার মতো করে পারিনা। সেদিন ফায়ারওয়ার্কস দেখতে গিয়ে পুরো সময়টা আমার চোখ ছিলো ক্যামেরায় ছবি তোলায় ব্যস্ত। এক আধবার যখন ক্যামেরা থেকে চোখ সরিয়েছি আকাশে আতশবাজি দেখে আমার অন্য এক অনুভূতি হয়েছে। অপূর্ব। ছবি তুলতে গিয়ে আমি এর আসল সৌন্দর্য টাই মিস করছি। লেখা টা লিখতে গিয়ে সেই কথাটাই মনে পরেছিল। লেখকের প্রতিটি চরনই তার কাছে প্রিয়। কেউ সেটা মন দিয়ে পড়ছে এটা দেখলে ভালো লাগা দ্বিগুণ হয়। আমি আপনার সাথে একমত। আমি কিন্তু কবিতা কিংবা ছবি এগুলো কিছুই বুঝিনা। যা আমার পড়তে ভালো লাগে, যা দেখে আমার মনে হয়, বাহ সুন্দর, সেটাই আমার কাছে সুন্দর।
আপনার অসামান্য মন্তব্য অনুপ্রেরণা দিলো অনেক। ভালো থাকবেন।
প্রহেলিকা
শিখছি আপনাদের থেকে দেখে দেখে কিভাবে উত্সাহ দিতে হয়। আপনাদের এই ছবি তোলা আমার কাছে এক ধাঁধা, কিভাবে উঠে তাই ভেবে পাই না। আপনিতো লেখেন ভালো সাথে ছবিও তুলেন অনেক সুন্দর!
***যা আমার পড়তে ভালো লাগে, যা দেখে আমার মনে হয়, বাহ সুন্দর, সেটাই আমার কাছে সুন্দর।***
সহমত, ঠিক এমনি আসলে, কোন কিছু পড়তে পড়তে নিজের মনের অজান্তেই যদি বলে উঠে বাহ খুব সুন্দর তখনই সেটি মনে গেথে যায়, জোর করে কোন কিছুকে ভালো লাগানো যায় না।
শুভেচ্ছা সতত।
শুন্য শুন্যালয়
আপনাকেও শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ।
প্রহেলিকা
ভুলেই গিয়েছিলাম নূতন বছরের শুভেচ্ছা জানাতে। আপনাকেও নূতন বছরের একরাশ সাজানো আলোর শুভেচ্ছা, নিজের কোনো বাক্য নেই আপনার বাক্য দিয়েই আপনাকে শুভেচ্ছা জানালাম।
শুভকামনা।
শুন্য শুন্যালয়
আপনাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা, যে বাক্যই ব্যবহার করিনা কেনো, চাওয়া টাই আসল। শুভকামনা।
ছাইরাছ হেলাল
আপনার এ উপহার পেয়ে সোনেলার কেমন লাগল তা জানার অপেক্ষায় রইলাম।
এ বছর সবার জন্য এমন আলোকোজ্জ্বল আনন্দবন্যা বয়ে আনুক তাও চাই।
ক্যামেরায় চোখ রেখে ছবিদের দেখলে অন্য কিছু অবশ্যই মিস করতেই হবে। তবে ছবিদের সাথে কথা বলার
আনন্দ কিম নয় কোন ভাবেই।
এবারে আমরা একের মধ্যে চার পেলাম,এক লেখায় অনেক প্রাপ্তি। লেখা,কবিতা,ছবি ও টিউটরিয়াল(বেশ কাজের)।
শুন্য শুন্যালয়
সোনেলা আমার নির্বাক প্রিয় মানুষ, আমার উপহার তার নিশ্চয়ই পছন্দ হবে।
হ্যাঁ ছবিদের সাথে কথা বলার আনন্দ কম নয় মোটেই, কিছু ছবি বেশি আপন হয় আরো নানা কারনে। তবে আপনি একবার বলেছিলেন, চোখের চেয়ে বড় ক্যামেরা আর কে আছে? চোখ যা ধারন করতে পারবে, ক্যামেরার সাধ্য নেই তা ধরার। আপনার মুরুব্বির হাসি ধরবার মতো ক্যামেরাম্যান কজন হতে পারে বলুন?
লেখায় একটাই প্রাপ্তি, আনন্দ, আনন্দ। টিউটরিয়াল (বেশ কাজের), খোঁচা কিনা বোঝবার চেস্টা করছি। তবে মজাই পেয়েছি করতে।
আপনার রাত্রি কই গেলো? সেই যে গেলো, আর ফিরে এলোনা?
ছাইরাছ হেলাল
খোঁচা দেই না, দেই নি।
আপনি ও একদিন অনেক অনেক ভাল ছবি তুলতে পারবেন এ আশা করি।
তবে হ্যা , আমি যখন হাসির ছবি তোলার চেষ্টা করছি তখন সে বলেছিল অনেক অনেক দিন/বছর পর
সে আজ হাসতে পারছে। তাও জীবনে প্রথম দেখা(শেষবার দেখা হওয়াও হতে পারে) হওয়া কারো সামনে।
আছে আছে রাত , দিয়ে দেব কোন এক সময়।
শুন্য শুন্যালয়
হাসির রহস্য তো তবে এইখানে। প্রথম কিংবা শেষ দেখা। অনেক অনেক দিন/বছর পরে হাসতে পারা। বাক্সওয়ালার পরশেই এমন হাসি, এটুকুযে সেদিন বাদ পরে গিয়েছিল। সেই সে ছবি তো তবে যেনতেন ছবি নয়, গল্প বলবেই, বলাবেই।
আমি এমন করে কোনদিন পারবো না হয়তো, তবু প্রার্থনা যখন করছেন পারতেও পারি।
অপেক্ষা থাকবে রাত্রির।
মেহেরী তাজ
আপনার এই পোষ্টে আমি কি বলবো বুঝতে পারছিনা।এত সুন্দর সুন্দর!!ছবির সাথে দেয়া আপনার লেখাতে আপনাকেই দেখা যায় আলোর মাজে উজ্জ্বল হয়ে আছেন।নববর্ষের শুভেচ্ছা আপু।
শুন্য শুন্যালয়
তোমাকেও অনেক শুভেচ্ছা তাজ, আর সুন্দর একটা মন্তব্যের জন্য এত্তোগুলো ধন্যবাদ। -{@
বনলতা সেন
অন্ধকারে আলো ফেলে কী নিয়ে এলে!
আলোর বারান্দায় দাড়িয়ে চোখ ফেলি উধাও নষ্টনীড়ে
বুড়ি বাতিওয়ালার বেশে।
উড়ে যাওয়া নীল পাখিটা ফিরে এসেছে হাসি মুখে
সেই কখন।
কেতাদুরস্ত ছাঁটাচুলে আয়নায় বসি,ভাবি
এ কাকে দেখছি? একে দেখছি কি আগেও?
সেলুনোয়ালা হেসে বলে, এতো সেই আপনি আরো সুন্দর হয়ে।
আমার বিশ্বাস হয় না।
শুন্য শুন্যালয়
বেশ ভয়ে ভয়ে ছিলাম, চোর চোর বলে খপ করে এসে ধরে বসেন কিনা। লুকাতে পারিনি অবশ্য, তবে পাকা মালিক, সুন্দর করে মার্জনা করে দিলেন। মিস্টি সুরে প্রশ্রয়ও দিলেন। আয়নায় বসে কি পুরোটা দেখা যায়? নির্ভেজাল প্রিয়তার প্রকাশের জন্য অপেক্ষা থাকে, কিন্তু এতো দেরি করে কেনো? কোথায় কোথায় থাকেন? বুড়ি বাতিওয়ালার টিমটিমে আলো পথ দেখাক, দেখিয়ে যাক।
এতো সুইট মন্তব্যে উত্তর দিতে পারিনা। 🙂
বনলতা সেন
মন্তব্যের করলে উত্তর দিতে আটকে যাওয়া ঠিক না। অবশ্য কী উত্তর তা যে জেনে ফেলেছি!
আপনি আমার একটি পরীক্ষা নিয়ে ফেল্টুস করে দিন।
শুন্য শুন্যালয়
পরীক্ষা ছাড়াই ফেল্টুস করিয়ে দিচ্ছি। সত্যি সত্যি ভীষণ ভালো লাগার কাছে আমার কথা ফুরিয়ে যায়। তবে এক্সামিনার হতে মন্দ লাগবেনা।
শুন্য শুন্যালয়
আয়না হতে চাই।
বনলতা সেন
সে আপনি চাইলেই হতে পারেন ।তবে লোক মুখে শুনেছি এক চিমটি
জটিল কঠিন। ব্যাপার না কোন ।
বনলতা সেন
মন্তব্য করাও সমস্যা ,কী না কী দেখে ফেলে লিখে রাখি।
শুন্য শুন্যালয়
আমার তো আপনাকে ভয় হচ্ছে। আগেই বলেছিলাম এরপর আরো কি কি দেখে ফেলেন কে জানে? তবে সমস্যা কেনো মায়বতী? লিখতে হবেনা সবকিছু। লিখতে হয়ও না।
লীলাবতী
আপনি কত ভাবে যে আপনার গুন প্রকাশ করবেন ভাবছি। ২০১৫ তে প্রতিটি মুহুর্ত আপনি ভালো থাকুন আপু।
শুন্য শুন্যালয়
আমি একটা গুনের বাক্স পাইছি। 🙂
আপনিও অনেক ভালো থাকুন লীলাবতী দি। ধুমকেতু গ্রুপ বানালে কিন্তু চলবেনা। সন্ধ্যাতারা গ্রুপ বানান।
স্বপ্ন
আপনি কিছু দিতে পারেননি? সন্দেহ আছে এতে?আনন্দ দিয়েছেন আমাদের সবাইকে।প্রেরনা যুগিয়েছেন।এর চেয়ে বেশি আর কি দেয়া যায় এই ভারচুয়াল জীবনে।
নতুন বছরের শুভেচ্ছা নিন আপু।বছরের প্রতিটি দিন আপনার আনন্দে ভরপুর থাকুক।খুবই সুন্দর একটি পোষ্ট দিয়েছেন নতুন বছরে। এমন আলোয় আলোকিত রাখুন সোনেলাকে।
শুন্য শুন্যালয়
খুব সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ স্বপ্ন। এমনি করেই যেন সোনেলায় থাকতে পারি আপনাদের কাছাকাছি। ভালো থাকবেন পুরো বছর জুরে।
থার্ড পার্সন প্লুরাল
এত্ত এত্ত গুলা সুন্দর কমেন্টেসের মাঝে নিজেকে মেঘের আড়াল করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না ।আর সইছিলো না ।
চমৎকার সবগুলো ছবির
সাথে দেয়া চরণগুলো সত্যি অসাধারণ ।চমত্কার উপস্থাপনা ছবি গুলোর মাঝে ছোট ছোট কাব্য লেখা টা কে আরো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে ।
নূতন করে আপনার লেখার ভক্ত হয়ে গেলাম। আপনার
দক্ষতা আর ভাবনার
গভীরতা কতটুকু তা সত্যিই অজানা ।আপনার মেধা ও গুন গুলো আপনি লেখার মাধ্যমেই খুব ভালভাবে উপস্থাপন করতে পারেন ।
ভাল থাকবেন অনেক ।
শুন্য শুন্যালয়
একটা পোস্টের জন্য এমন মন্তব্যের বেশি কিছু চাওয়ার নেই। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন খুব। শুভেচ্ছা রইল।
ছারপোকা
আপনি ও ভাল থাকবেন অনেক ।
ফেবুতে একটা মেসেজ করেছিলাম চেক করলে খুশি হবো আপু ।
জিসান শা ইকরাম
লেট লতিফ মনে হচ্ছে আমি।
কবে পোষ্ট দিলেন,আজ মন্তব্য করতে পারলাম।
ছবিকে কিভাবে উপস্থাপন করতে হয় শিখলাম আপনার এই পোষ্টে
ছবিকে কিভাবে কথা বলাতে হয় তাও দেখলাম আপনার এই পোষ্টে
আনন্দকে এনে দিলেন আমাদের মাঝে।
২০১৫ আপনার জন্য সুখ আর আনন্দের বছর হোক।
শুন্য শুন্যালয়
লেট বলেই কি সব দেখে, বুঝে, শিখে তারপর এলেন? 🙂
এমন আনন্দের মাঝেই থাকতে চাই সবাইকে নিয়ে, সবার মাঝে।
আপনার জন্যেও সুখ বয়ে আনুক ২০১৫, শুভেচ্ছা অনেক।
বনলতা সেন
আপনার রূপবানটি কিন্তু বেশ,আপনার পছন্দ আছে বলতেই হচ্ছে।
শুন্য শুন্যালয়
কে এই রুপবান? ^:^ আমিতো বেনামী অন্ধকার হইতে কইলাম। আমার পছন্দ এতো দেরি করে বুঝলেন? প্রাচীন অন্ধকার ছেঁকে ভোর খুঁজে পেয়েছি। ভালো না হয়ে যায়!!
নওশিন মিশু
সবগুলো ছবি সত্যিই খুব চমৎকার আর সাথে দেয়া চরণগুলো এত্তোগুলো চমৎকার …. 🙂
শুন্য শুন্যালয়
আপনাকে এত্তোগুলো ধন্যবাদ মিশু। ভালো থাকবেন খুব।
সীমান্ত উন্মাদ
বন্ধু তোমারে বাঁশি শুভেচ্ছা।
শুন্য শুন্যালয়
কি শুভেচ্ছা দিলা, বাঁশি নাকি বাসি? দুইটাই নিলাম। তোমাকেও অনেক শুভেচ্ছা নতুন বছরের। ভালো থেকো সারাক্ষন।
প্রজন্ম ৭১
আপনার কত গুন যে অপ্রকাশিত অবস্থায় আছে,কে জানে? লাইক লাইক লাইক,সুপার লাইক -{@
শুন্য শুন্যালয়
আমার মধ্যে কোন গুন নেই, গুনের ভাব ধরা আছে। 🙂 অনেক অনেকিদন পর এলেন। অনেক ধন্যবাদ আপনাকে।