আরজু নামের নক্ষত্রের পতন

অপু রায়হান ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ০৮:৪৩:৫৯অপরাহ্ন শোক বার্তা ১০ মন্তব্য

একটা মৃত‍্যু আমায় স্তব্ধ করায়, তার চেয়েও বেশী এটা শেখায় হাতের মুঠো থেকে সময় ফুরিয়ে আসছে।

 

কিছু মানুষের মৃত্যু যদি মিথ্যে হতো তবে ভাল হইতো। আমি বরাবর অনুভব করেছি, মানুষের যাওয়া আসা কত সহজ, যেন এই আছে! এই নেই! অথচ মানুষটা থাকাকালীন যা দিয়ে গেল, যা রেখে গেল, যা ফেলে গেল, তা ভুলতে পারাটা অনেক কঠিন!….

 

কিছু মানুষের কাছে নত হয়ে শিখে যেতে হয়! কিছু মানুষ চলে গ্যালে মনে হয়, এই সম্পর্কের জায়গাটা আর কোনদিন পূরণ হবে না, ফাঁকা হয়ে গ্যালো আজীবনের মতো।

 

আরজু মুক্তা এমন একজন মানুষ ছিলেন উনার নাম মুখে আনতেই তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা আপনা থেকেই চলে আসে।

 

আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন, আপনাকে ভুলবো না, কখনো না। আমার সব খারাপ পরিস্থিতিতে আপন বোনের মতো সাপোর্ট, পরামর্শ পেয়েছি। আপনি বড্ড অসময়ে চলে গ্যালেন। 😭

৫৩৩জন ৪৪৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ