
একটা মৃত্যু আমায় স্তব্ধ করায়, তার চেয়েও বেশী এটা শেখায় হাতের মুঠো থেকে সময় ফুরিয়ে আসছে।
কিছু মানুষের মৃত্যু যদি মিথ্যে হতো তবে ভাল হইতো। আমি বরাবর অনুভব করেছি, মানুষের যাওয়া আসা কত সহজ, যেন এই আছে! এই নেই! অথচ মানুষটা থাকাকালীন যা দিয়ে গেল, যা রেখে গেল, যা ফেলে গেল, তা ভুলতে পারাটা অনেক কঠিন!….
কিছু মানুষের কাছে নত হয়ে শিখে যেতে হয়! কিছু মানুষ চলে গ্যালে মনে হয়, এই সম্পর্কের জায়গাটা আর কোনদিন পূরণ হবে না, ফাঁকা হয়ে গ্যালো আজীবনের মতো।
আরজু মুক্তা এমন একজন মানুষ ছিলেন উনার নাম মুখে আনতেই তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা আপনা থেকেই চলে আসে।
আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন, আপনাকে ভুলবো না, কখনো না। আমার সব খারাপ পরিস্থিতিতে আপন বোনের মতো সাপোর্ট, পরামর্শ পেয়েছি। আপনি বড্ড অসময়ে চলে গ্যালেন। 😭
১০টি মন্তব্য
বন্যা লিপি
মন্তব্যের ভাষা নেই….. ফুম্মা আল্লাহ্ তোমাকে খুব ভালে রাখুন…. আমিন।
মনির হোসেন মমি
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।আমীন।
সুপর্ণা ফাল্গুনী
কিছু কিছু মৃত্যু স্তব্ধ করে দেয়, স্তম্ভিত করে দেয়। ওপারে ভালো থাকুন আপু।
অপু রায়হান
আমার সাথে এতো এতো কথা হইছে যা আমার প্রেমিকার সাথেও হতো না। আমার সব কিছুতে উনি সাপোর্ট দিতেন, পরামর্শ দিতেন।
একেবারে বড়ো বোনের মতো ছিলেন 😭
ছাইরাছ হেলাল
তিনি ভাল থাকবেন এই কামনাটুকু করা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না।
আল্লাহ আমাদের সহায়।
সৌবর্ণ বাঁধন
পৃথিবীতে সবচেয়ে কষ্টের অপ্রত্যাশিত মৃত্যু। তীব্র কষ্টের। সৃষ্টিকর্তা তাকে শান্তিতে রাখুক সবসময়।
হালিমা আক্তার
ওপার ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দিক আমিন।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই ও দোয়া করি জান্নাত বাসি হোন
জিসান শা ইকরাম
আরজু মুক্তার শূন্যতা কখনোই পূরণ হবার নয়।