আমি শিশির কনা ।
স্বচ্ছ
কোমল
মায়াময় ।
কেউ কি মিস করেছেন আমাকে ? জানি করেননি । করলে পোস্ট দেখতাম ‘ শিশির কনা তুমি কুতায় ? মিস ইউ ‘ ;(
পোস্ট নেই , শিশির কনাকে ভুলে যাওয়াও শেষ 🙁
কিন্তু আমি আমাকে ভুলতে দেবনা । জোড় করে মনে রাখাবোই রাখাবো । কারন আমি শিশির কনা। আমি যে থাকি শীতের প্রতিটি ভোরে প্রতিটি দূর্বা ঘাসে , পাতায় । মুক্তোর মত সবার প্রিয় হয়ে। আর আছি প্রিয় সোনেলায় 🙂
অনেক দিন পরে সোনেলায় এসে বুকটি ভরে উঠলো । কত ব্লগার , কত লেখা । খুব খুব খুব ভালো লাগছে । কি সোনেলা কি হয়েছে এখন । প্রথম দিকের জড়তা কাটিয়ে উঠেছে আমাদের প্রিয় সোনেলা , স্বপ্নের সোনেলা ।
আস্থা ছিল সোনেলার উপর , একদিন সোনালী রোদ হাসবেই ।
লাভ ইউ সোনেলা (3
সোনেলার অগ্রযাত্রার সৈনিক নতুন ব্লগারদের আন্তরিক শুভেচ্ছা -{@
পুয়ানো যারা আছেন সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা -{@
আর সোনেলার ব্লগ টীম কে অভিনন্দন -{@
১০ নম্বর মহা বিপদ সংকেত : আমাকে সবাই নাম ধরে ডাকবেন । শিশির কনা । নইলে কুরুক্ষেত্র বেঁধে যাবে (-3
ব্যস্ততার জন্য অনেক অনেক দিন সোনেলায় আসতে পারিনি ।
আবার এসেছি ফিরে
সবাই দাড়ান আমাকে ঘিরে :D)
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি সত্যি সত্যি শিশির কনা কীনা জানি না , কারন শিশির কনা আমাদের ফেলে যেতে পারে না ।
আর ফেলে গেলে আর ফিরে আসতে পারে না । আপনি শিশির কনার ভুত । ভুতদের ভ্য় পাই ।
কথা নেই ওর সাথে ।
শিশির কনা
ভুতেরা লিখতে পারেনা । আমি লিখতে পার সুতরাং আমি ভুত নই ।
চলে যাইনিতো। এই যে এলাম , থাকতে এসেছি
মানিক পাগলা
স্বচ্ছ কোমল মায়াময় শিশির কনা
নামের সাথে কাজের কোনো মিল নাই। আমাকে যে থ্রেট করেছেন ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দৌড়াইয়া আসলাম আপনার লেখা পরে মন্তব্য করার জন্য।
আমি সোনেলায় নতুন। তাই আগে আপনাকে চিনতাম না। কখনো মিস করতাম না। এখন চিনতে পারলাম। এখন থেকে মিস করবো। প্রতিটি মুহুর্তে।
শিশির কনা
ওটা থ্রেট নয় :p , আমি এমনি কথা বলি । এসেছেন খুশি হয়েছি। আপনার সব লেখা পড়বো । তবে শর্তের কথা ভুলবেন না যেন 🙂
মানিক পাগলা
ও তাই, আমি তো ভয় পাইছিলাম 😀
শুন্য শুন্যালয়
ভুলি নি তো শিশিরকনা… মনে আছে আপনাকে নিয়ে আমার ছবি আছে বলেছিলাম, দেবো… সবগুলো আপনার জন্যে…নিয়মিত আসুন খুব ভালো লাগবে শিশির কনা…
শিশির কনা
হুম , খুব মনে আছে 🙂 সব গুলো আমার জন্য ? দিন দিন শীঘ্র দিন । আসবো অবশ্যই ।
আদিব আদ্নান
যে আমাদের ফেলে ডুব দিয়েছে তার সাথে কথা নেই ।
শিশির কনা
ডুব দিয়ে মারা তো যাইনি আদনান ভাই । ভেসে উঠে আবার এখানেই তো ছুটে এসেছি । কথা আছে কথা আছে 🙂
নীহারিকা
শীত আসছে, এখন ভুলতে চাইলেও ভোলা যাবে না … প্রতিটি সকালে তোমাকে মনে পরতেই হবে 🙂
শিশির কনা
ঠিক ঠিক নীহারিকা আপু । আপনি খুব মিস্টি একটা আপু -{@
খসড়া
একে শিশির খুব ক্ষুদ্র বস্তু আর তার কনা খুবই ধারালো। ফিরে এসেছেন স্বাগতম।
শিশির কনা
ধন্যবাদ ভাইয়া ।
সীমান্ত উন্মাদ
শিশির বিন্দু থুক্কু কনা। ভালো আছেন আপনি? \|/ তয় একটা বেপার হইলো আপনারে নাম ধইরা কেমনে ডাকমু , ছুড বেলায় শিখাইছে গুরু জনরে সন্মান করতে, এই ছবক কেমতে ভুলমু কন। ;( শুভকামনা জানিবেন নিরন্তর। :D)
শিশির কনা
আপনি ভালো আছেন তো উম্মাদ ভাইয়া ?
মা মাটি দেশ
শিশির কনার উপর এত বিশ্লেষন হচ্ছে যে লোভ লাগছে।
“শিশিঁর কণায় আমায় রেখো”
যতনে,স্পর্শ করোনা
পড়ে যাবে মাটিতে
মিশে যাবে ধুলিকণার মাঝে।
শিশির কনা
“শিশিঁর কণায় আমায় রেখো”
যতনে,স্পর্শ করোনা
পড়ে যাবে মাটিতে
মিশে যাবে ধুলিকণার মাঝে। ………………… এটি আপনি লিখেছেন নাকি ভাইয়া ? (y)
জিসান শা ইকরাম
আমরা প্রায় ভুলতে বসেছিলাম যে শিশির কনা নামে একজন ব্লগার আছেন সোনেলায় ।
কিন্তু ভুলতে আর দিলেন না ।
আবার ডুব দেন কতদিনের জন্য আল্লাহ্ জানেন ।
শুভ প্রত্যাবর্তন -{@
শিশির কনা
ভাইয়া সময়ই পাইনা । এত পড়া আর পারিনা 🙁
স্বপ্ন
আচ্ছা , আপনাকে ঘিরে থাকা শুরু করলাম 🙂
নিশিথের নিশাচর
আপনাকে স্বাগতম…………
শিশির কনা………
শীতের ভোরে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটতে সত্যি খুব ভালো লাগে।
মানিক পাগলা
শিশির কনা ভুলিনি তোমায়
কিন্তু তোমার নতুন কোনো লেখা নাই
আবার ভুলে যাবার সময় হয়ে গেছে
মনে রাখতে আবার নতুন লেখা চাই
বোকা মানুষ
শিশির কনারা থাকে খুব কম সময়ের জন্য। কিন্তু যতটুকু সময় থাকে, তার মধ্যেই সে যে কোমলতা দিয়ে ছুঁয়ে যায় সবাইকে, তা লেগে থাকে মনে পরের বার আবার ফিরে আসার পর্যন্ত এবং তার পরেও :)। ভুলতে না দেয়াটা অধিকার। কোমল কন্ঠে অধিকারের তীব্র দাবী ভাল লাগলো। শুভ কামনা শিশির কনা -{@