
মুর্ছা যাওয়া পৃথিবীর অবিন্যস্ত মহল্লায় মহল্লায় কচু পাতায় মোড়ানো বিকল শরীর নিয়ে বেঁচে আছি আমরা কোনরকম। গ্লিসারিন শূন্য ঠোঁট থেকে অক্ষর শুষে নিয়ে ফেরারী হয়ে গেছে বেওয়ারিশ সময়। হাসির বিরুদ্ধে জারী হয়েছে ১৪৪। অতীতে পাখা মেলা অভ্যস্ত চোখ, সাঁতার ভুলে হাওয়ায় ভেসে বেড়ায়। রিক্সার বা গাড়ির হর্ণ আর করুণ চিৎকার ছাড়া অন্যকিছু প্রবেশ করেনা।
অপ্রিয় শব্দ এখন জাতীয় দৈনিক গুলোতে। হেডলাইনে প্রতিদিন ভরে থাকে ভয়ের শীতলতা। কখন কি জানি বয়ে আনে দরজায়!
আমি ঘুমাতে পারিনা। রঙিন নেশায় তিনটা প্যারাসিটামল, রং চা, আদাজল, কালোজিরা, তিনবেলা খাওয়ার প্রেসক্রিপশন দিয়েছে পাড়ার পুরানো চিকিৎসক। একটুও গায়ে লাগে না।
এই শহরের কাকটাও ভালো থাকে ; সিটি কর্পোরেশনের কিছু ময়লা কমিয়ে।
অথচ, এই প্রিয় দেশে অনেকেই ভালো নেই। আর এই প্রিয় শহরে আমি কিছুই হলাম না।
৩৭টি মন্তব্য
রেজওয়ানা কবির
শুভকামনা রইলো।
আরজু মুক্তা
জি, আপনিও ভালো থাকবেন
সাবিনা ইয়াসমিন
প্রিয় শহর জেগে উঠুক দুর্যোগ-জ্বরা থেকে, তবেই ভালো থাকবো আমরা। নিজেকে ভালো রাখতে হলে সবাইকেই যে ভালো থাকতে হবে!
একান্ত অনুভূতি বেশ ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
জি, আপু। নিজেই আগে সুস্থ থাকতে হয়।
শুভকামনা
তৌহিদ
এ এক অসহনীয় দুঃসময় অতিক্রান্ত হচ্ছে। ইচ্ছে থাকলেও হাসতে পারছিনা। ঠিকই বলেছেন যেন ১৪৪ ধারা জারি করেছে করোনা, বন্যা, চাকরি সবকিছুই।
ভালো থাকুন আপু।
আরজু মুক্তা
এর মাঝেও যে আমরা হাসি। এটাই বড়
ফয়জুল মহী
আমরা প্রকৃতির অনেক ক্ষতি করেছি । কখনো যত্ন নেওয়ার চিন্তা করিনি । আসুন এই বর্ষায় একটা গাছ লাগাই।
আরজু মুক্তা
আপনার সপুদেশ ভালো লাগলো।
একটা হলেও গাছ লাগাই
বন্যা লিপি
ভালো নেই কিছুই, ভালো নেই আমরা কেউ…. তবুও চোখ রাখি দিনের প্রত্যেকটি প্রহরে ; হয়তো আসতেও পারে কোনো সুসংবাদ।
আরজু মুক্তা
এভাবে আশা নিয়েই তো বেঁচে থাকা।
ভালো থাকবেন
শিরিন হক
আমরা ভালোনেই। ভালো নেই শহর গ্রাম
আমারা ভালো নেই
ভালোনেই আমাদের স্বপ্ন।
আরজু মুক্তা
একদম। কেউ ভালো নেই
মোঃ মজিবর রহমান
হেডলাইনে প্রতিদিন ভরে থাকে ভয়ের শীতলতা। কখন কি জানি বয়ে আনে দরজায়।
সুন্দর বলেছেন।
অল সাইট ফ্রেশ আর হতে পারবনারে বোন।
নিজের বিষ নিজেই হজমি করি।
কেউ কথা রাখনি, সরকারও কথা রাখেনি।
আরজু মুক্তা
জি, ভাই। কেউ কথা রাখেনি।
সব সাইড আসলেই ভালো হয়না
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ
নিতাই বাবু
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন দিদি। আমরা বর্তমানে কিছুতেই ভালো নেই! আমার মনে হয় এ অবস্থা থকে ১৪৪ ধারা অনেক ভালো।
শুভকামনা থাকলো।
আরজু মুক্তা
জি দাদা। প্রথম থেকে ১৪৪ দিলে ভালো হতো।
নিতাই বাবু
তাহলে আক্রান্তের সংখ্যাও কম হতো বলে মনে করি।
ছাইরাছ হেলাল
করোনা কালে বা করোনা হলে কত কিছুই না মনে হয়!!
তবুও ভাল থাকুক শহরবাসী।
আরজু মুক্তা
করোনা অনেক কিছু শিখাইলো।
আলমগীর সরকার লিটন
সুন্দর ভাবনা কবি আপু
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
দারুন লিখেছেন। মহামারীকে নিয়ে চমৎকার একটি লেখা। আমাদের সবকিছু এখন করোনায় বন্দী হয়ে গেছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আরজু মুক্তা
এখন সুস্থতাই বড়।
ভালো থাকবেন
ইঞ্জা
মুর্ছা যাওয়া পৃথিবীর অবিন্যস্ত মহল্লায় মহল্লায় কচু পাতায় মোড়ানো বিকল শরীর নিয়ে বেঁচে আছি আমরা কোনরকম। গ্লিসারিন শূন্য ঠোঁট থেকে অক্ষর শুষে নিয়ে ফেরারী হয়ে গেছে বেওয়ারিশ সময়।
অনবদ্য শব্দচয়ন, বিমোহিত হলাম আপু।
আরজু মুক্তা
ভাই, ধন্যবাদ
ইঞ্জা
শুভেচ্ছা আপু
সুপায়ন বড়ুয়া
মহামারীনিয়ে লেখা ভাল লাগলো
আমাদের সবকিছু এখন করোনায় আবদ্ধ।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আরজু মুক্তা
দাদা, আপনিও ভালো থাকবেন
খাদিজাতুল কুবরা
আমাদের জীবনটা সত্যি এখন কলাপাতায় মোড়ানো। প্রাচীন কালে মহামারী জ্বল বসন্তের রোগীকে কলাপাতায় মুড়িয়ে রাখা হতো ।
আপনার লেখনশৈলীতে আমি মুগ্ধ আপু।
অনেক শুভকামনা রইলো।
আরজু মুক্তা
জি, দোয়া করবেন।
আর ভালো থাকবেন সবসময়
সাদিয়া শারমীন
বা্হ আপু দারুণ লিখলেন।সত্য কথা । বর্তমান পরিস্থিতিতে আমরা যেন সত্যিই কচুপাতায় মোড়া বিকল শরীর নিয়ে কোনো রকম দিন যাপন করিছি।
আরজু মুক্তা
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন
সৌবর্ণ বাঁধন
এই শহরের কাকটাও ভালো থাকে ; – মানুষেরা ভালো নাই যেমন, তেমন কাকেরাও বিলুপ্ত প্রায়। এই সভ্যতা ক্ষমাহীন।
আরজু মুক্তা
আমরা নিজেরাই নিজের বড় ক্ষতি করে ফেলেছি।
ভালো থাকবেন
রোকসানা খন্দকার রুকু।
কিচ্ছু করার নেই।।।
মেনে নেয়া ছাড়া।।।
শুভ কামনা রইলো। দারুন লিখেছেন।।।
আরজু মুক্তা
তা তো ঠিক। মেনে নিয়েই চলতে হয়।
শুভকামনা