আমি কিছুই হলাম না

আরজু মুক্তা ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ১১:৪১:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৭ মন্তব্য

মুর্ছা যাওয়া পৃথিবীর অবিন্যস্ত মহল্লায় মহল্লায় কচু পাতায় মোড়ানো বিকল শরীর নিয়ে বেঁচে আছি আমরা কোনরকম। গ্লিসারিন শূন্য ঠোঁট থেকে অক্ষর শুষে নিয়ে ফেরারী হয়ে গেছে বেওয়ারিশ সময়। হাসির বিরুদ্ধে জারী হয়েছে ১৪৪। অতীতে পাখা মেলা অভ্যস্ত চোখ, সাঁতার ভুলে হাওয়ায় ভেসে বেড়ায়। রিক্সার বা গাড়ির হর্ণ আর করুণ চিৎকার ছাড়া অন্যকিছু প্রবেশ করেনা।

অপ্রিয় শব্দ এখন জাতীয় দৈনিক গুলোতে। হেডলাইনে প্রতিদিন ভরে থাকে ভয়ের শীতলতা।  কখন কি জানি বয়ে আনে দরজায়!

আমি ঘুমাতে পারিনা। রঙিন নেশায় তিনটা প্যারাসিটামল, রং চা, আদাজল, কালোজিরা,  তিনবেলা খাওয়ার প্রেসক্রিপশন দিয়েছে পাড়ার পুরানো চিকিৎসক। একটুও গায়ে লাগে না।

এই শহরের কাকটাও ভালো থাকে ; সিটি কর্পোরেশনের কিছু ময়লা  কমিয়ে।

অথচ, এই প্রিয় দেশে অনেকেই ভালো নেই। আর এই প্রিয় শহরে আমি কিছুই হলাম না।

১২১৬জন ৭৯৮জন
0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ