আমার আমি

অরণ্য ১০ নভেম্বর ২০১৪, সোমবার, ০৯:৩৭:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ ৩৪ মন্তব্য

আমার প্রপিতামহ ছিলেন অসভ্যতমের একজন
পিতামহ ছিলেন অসভ্যতরের একজন
পিতা ছিলেন অসভ্য।

আর আমি?

সভ্যতার কাঠগড়ায় দাঁড়িয়ে
প্রাণপণে চেষ্টা করছি নিজেকে সভ্য প্রমাণ করতে।
পারিনি।

এখনও পারিনি।

 

৭৫২জন ৭৫২জন

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ