আড্ডা চাই :D

খসড়া ২৪ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ০৫:৩১:১৪অপরাহ্ন বিবিধ ৪৪ মন্তব্য

আজ সোনেলার ২য় জন্মবার্ষিকী। এই দিনে সোনেলা জন্ম, অর্থাৎ আত্মপ্রকাশ করে। এটা অবশ্যই একটি কঠীন উদ্যোগ। সেই উদ্যোগ আজ সফলতার মুখ দেখছে।

অনেক চড়াই উৎরাই গিয়েছে। সর্বোপরি এখানে দলাদলির লক্ষন দেখা যায় নি। এটা অবশ্য অনেকেই বলে যে দলাদলি না থাকলে ব্লগ নাকি জমে না। যাদের জমে না তাদের না জমুক আমাদের জমলেই হলো। আমরা যারা দলাদলি করতে চাই, অন্য ব্লগে দলাদলি/গলাবাজি করে আসব। আমাদের এই ব্লগে নোংরামিও নেই। কেউ কিছু ভুলে বা মনের আনন্দে বলে ফেললে তাকে নরমে গরমে বুঝিয়ে দেয়া হয়, ঠিক যেন বাসার বাচ্চাটার ভুল তার বাবা/মা সুধরে দিচ্ছেন। অনেকে আছে রাগ করে আবার তার ভুল দূর হয় আমাদের প্রচ্ছয়েই।

সোনেলা একটি পরিপূর্ণ ব্লগ। এখানে অন্য অনেক প্রতিষ্ঠিত ব্লগের তুলনায় লেখা কম আসলেও এখানে যারা লেখেন তারা দক্ষ লেখিয়ে, কবি। একটি নতুন ব্লগ এত তাড়াতাড়ি এত ভাল লেখক পেয়েছে এটা এই ব্লগের সার্থকতা। ধীরে ধীরে এর লেখকের সংখ্যা বাড়ছে এবং তা বাড়বেই।

এবারে আমি একটি প্রস্তাব দিতে চাচ্ছি । আসুন না সবাই মিলে একটি আড্ডা হোক জন্মদিন উপলক্ষ্যে। সবার সাথে দেখা হোক, কথা হোক, অপারবাস্তব থেকে বাস্তবে আসি। একে অপরেরসাথে হৃদ্যতা বাড়াই। যাতে ব্লগে ঝগড়া করলেও কেউ কাউকে নক আউট না করতে পারি।:D

৪৭২জন ৪৭২জন

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ