আজ অবাকের জন্মদিন।
ওহ! আপনারা ভাবছেন এই অবাকটা আবার কে? অবাক হলো আমাদের নিউ ব্লগার শাফিন আহমেদ। আমি ওর নাম রেখেছি অবাক। সে অল্পদিন হলো আমাদের উঠোনে এসেছে। আর এসেই আমাদের একের পর লেখা দিয়ে অবাক করে দিয়েছে। শুধু তাই নয় অল্পদিনের মধ্যেই ব্লগের সবার পোস্টে গিয়ে কমেন্ট করে করে শীর্ষ মন্তব্যকারীর স্থানটাও দখল করে ফেলেছিল! এমন ব্লগারের নাম অবাক না দিয়ে অন্য কিছু দিলে হয়!!
শুভ জন্মদিন সাফিন।
জন্মদিনের এইক্ষণে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
জীবনের সকল স্বপ্নগুলো পূর্ণতা পাক, অনেক বড় হও।
দোয়া আর অফুরান ভালোবাসায় বেড়ে উঠো প্রতিনিয়ত।
কেন ওর নাম অবাক হলো?
অবাকের স্কুল ভীতি
সাফিনের প্রথম লেখাঃ ২০৮০ সাল
সাফিনের চতুর্থ লেখাঃ গল্প লিখতে বসেছি আজ
তার লেখা এবং ব্লগে বিচরণের মাঝে একজন পরিপূর্ণ ব্লগারের গুন দেখা যায়।
নিয়মিত সাফিনকে আমরা সোনেলায় দেখতে চাই।
৪২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপাততঃ শুভেচ্ছা!
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, এরপরে গিফট নিয়ে আসবেন। মনে থাকে যেনো 🙂
শাফিন আহমেদ
ধন্যবাদ ভাই আপনি তরুন ব্লগারদের আইডল।
বন্যা লিপি
সাফিন জিনিয়াস জানতাম। ব্লগে আসার পর তার প্রমান দিয়েছে সর্বোচ্চ ভাবে। সাফিনের লেখার ধাঁচ আমাকে মুগ্ধ করেছে। জীবনে অনেক বড় সাফল্য অর্জন করো সাফিন। সব সময় দোয়া করি। শুভ জন্মদিন। অনেক অনেক শুভ কামনা। ভালোবাসা তোমার জন্য অফুরান ❤❤❤❤❤
সাবিনা ইয়াসমিন
জন্মদিনে শুভেচ্ছা তাকে। সে নিজেকে একজন উন্নত মানের লেখক ও ব্লগার হিসেবেই আত্মপ্রকাশ করেছে। সোনেলা আনন্দিত তাকে পেয়ে। 🙂 🙂
শাফিন আহমেদ
সাবিনা ইয়াসমিন আপু , আপনি এত বেশী ভালো কোনো বলেনতো ? আপনি যেভাবে আমাকে আর সোনেলা পরিবারের সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখেন , আমি আর আমরা কোথায় রাখবো এত স্নেহ ? এমনিতেই কেউ ধন্যবাদ দিলেও ইমোশোনাল হয়ে যাই আর আপনার সকলের প্রতি ভালোবাসা তো আকাশের চেয়েও অসীম।
সাবিনা ইয়াসমিন
সাফিন, এবার আমি ইমোশনাল হচ্ছি তোমার কমেন্ট পড়ে। এত চমৎকার করে আজ পর্যন্ত কেউ আমাকে ধন্যবাদ দেয়নি জানো? তুমি আগেই আমার প্রিয় ছিলে, এখন থেকে স্নেহ-পদার্থ হয়ে গেলে। খুব খুব ভালো থেকো। আর লিখো আমাদের জন্যে, নিজের আনন্দের জন্যে। ❤🌹
শাফিন আহমেদ
লিপি আপু তোমার প্রশংসা করে শেষ করা যাবেনা , তোমার সাথে কথা বলে কখনও মনে হয়নি যে তুমি আমার থেকে বয়সে বড় , তুমি ছোট-বড় সবার ভালোবাসার পাত্র। তোমার সাথে সময় কাটানো আমার বন্ধু-বান্ধবদের চেয়েও বেশী আনন্দের।ভালোবাসা অফুরান❤️
বন্যা লিপি
সাফিন, আমার সম্পত্তি হচ্ছে আমার এত্তগুলা ভাইবোন। আমি প্রাণ ফিরে পাই তোমাদের মাঝে থাকলে। বরাবরই আমি তোমাদের মধ্যেই সবচেয়ে বেশি আনন্দে কাটাই। নিজেকেই ভুলে যাই যখন আমার চারপাশে তোমরা সবাই থাকো।
আমরন এমনিই যেন থাকতে পারি তোমাদের সাথে আল্লাহর কাছে প্রার্থণা করি। প্রার্থণা করি তোমার সুস্থ্য সফল আগামীর জন্য।
সাবিনা ইয়াসমিন
@সাফিন & @বন্যা,, তোমাদের ভাইবোনের ভালোবাসা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। এরপর কিছু লিখলে আমার জন্যে একবক্স টিস্যুপেপার এনে রেখো প্লিজ। নয়তো চোখের জল, নাকের জলে ব্লগ ভিজে যাবে। 😀😀
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মদিন।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা তাকে অফুরান।
তোমাকেও ধন্যবাদ প্রদীপ, সহ-ব্লগারের প্রতি তোমার আন্তরিকতা মুগ্ধ করার মত 🙂
শাফিন আহমেদ
প্রদীপ ভাই ভালোবাসা নিবেন , অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
ব্লগার সাফিন আহমেদ ( আপনার অবাক ) কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা <3
অল্প কয়েকদিনের মধ্যেই সে একজন পরিপূর্ণ ব্লগার হিসেবে সোনেলায় নিজকে প্রতিষ্ঠিত করেছে।
আমরা আশা করবো, সে তার লেখার প্রতিভাকে আমাদের মাঝে শেয়ার করে সোনেলাকে সমৃদ্ধ করবে।
শুভ কামনা সব সময়ের জন্য।
শাফিন আহমেদ
অসংখ্য ভালোবাসা আর শ্রদ্ধা আপনাকে , আপনাকে সবাই জিশান নামে চিনলেও আমার কাছে ফুল চার্জড প্রবাল । শত বিপদেও কখনও আপনাকে ঘাবড়ে যেতে দেখিনি, সব সময় ঠান্ডা মাথায় সবকিছুর মোকাবেলা করেছেন। আপনার মানসিক শক্তি আশ্চর্য রকমের বেশী। আমি খুব ভাগ্যবান যে আপনার সান্নিধ্য অল্প হলেও পেয়েছি। দোয়া আর শুভ কামনা আপনার জন্য।
সাবিনা ইয়াসমিন
অবশ্যই করবে। সে আমাদের ব্লগের সম্পদ। তার রক্ষণাবেক্ষণে আমরা কোনো কার্পণ্য রাখবো না। 🙂
জিসান শা ইকরাম
ব্লগার সাবিনা ইয়াসমিন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এমন পোষ্ট দেয়ার জন্য।
শুভ কামনা আপনার জন্য।
সাবিনা ইয়াসমিন
স্বাগতম 🙂
শাফিন আহমেদ
সবার ভালোবাসা আর স্নেহে সত্যি আমি সিক্ত আপনাদের সবাইকে অফুরান ভালবাসা আর শুভ কামনা। আমি গর্বিত এত সুন্দর একটি পরিবারের সদস্য হতে পেরে। আর সাবিনা ইয়াসমিন আপু ,বন্যা লিপি আপু, জিশান ভাই , ছাইরাছ হেলাল ভাই,এঞ্জা ভাই, তৌহিদ ভাই আপনারা সবাই মাত্রাতিরিক্ত অসাধারন মানুষ, আপনাদের সবার ভালোবাসা আর দোয়াই আমার জন্য আশীর্বাদ ।
সাবিনা ইয়াসমিন
এতক্ষন যত দোয়া আর আশির্বাদ করেছি সব ফ্রিতে। প্রিয় ব্লগার হয়েছো তাই। এরপর দোয়া করা হবে হাদিয়ার মাধ্যমে। যত লিখবে ততো দোয়া পাবে। সামথিং ভালোবাসাও এড করে দিবো দোয়ার সাথে। 😀😀
শিগ্রি নতুন লেখা দাও। সোনেলার জন্মমাসে তোমার লেখা পাবো না, তাই কি হয়!!
তৌহিদ
ব্লগার সাফিন অল্পক’দিনের মধ্যেই সোনেলায় আমাদের সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন। জন্মদিনের শুভেচ্ছা রইলো শাফিনের জন্য।
সাবিনা আপু ব্যস্ততার মাঝে সময় করে সুন্দর একটি পোষ্ট দেবার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ।
শাফিন আহমেদ
তৌহিদ ভাই ভালোবাসা নিয়েন , আপনি অনেক ভালোলাগার একটি মানুষ, আপনার লেখার মতই আপনার মনটাও সুন্দর ❤️
তৌহিদ
আপনিও আমার পছন্দের একজন মানুষ শাফিন ভাই।💜
সাবিনা ইয়াসমিন
সাফিন তার যোগ্যতা প্রমান করেছে তার লিখনিতে। আর মনের সৌন্দর্যের প্রকাশ দিয়েছে চমৎকার ব্যাক্তিত্ব-ব্যবহারে।
স্বাগতম তৌহিদ ভাই 🌹🌹
তৌহিদ
ঠিক আপু। শাফিন ভাইয়ের লেখার মাধুর্যতা মুগ্ধ করার মতন।
মনির হোসেন মমি
জি আমরা নিয়মিত ব্লগে তাকে চাই।
শুভ জন্মদিন ভাইটি।
অবাক এর স্কুল ভীতি গল্পটির কথা না বললেই নয়। গল্পটি পড়ে আমি আমার স্কুল জীবনে চলে গিয়েছিলাম।
শাফিন আহমেদ
অসংখ্য ধন্যবাদ মমি ভাই প্রতিটি লেখা ভালবেসে পড়ার জন্য❤️
মনির হোসেন মমি
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সাফিনের লেখা স্কুল ভীতির গল্পটা পাঠক মহলে খুবই জনপ্রিয়তা পেয়েছিলো। তার প্রমান স্বরুপ, আমাদেরই ব্লগচুত্য এক লেখক ঐ গল্পটির অনুকরণ করে ভিন্ন ব্লগে সেইম একটি লেখা লিখে ধন্য হয়ে গেছে।
মমিভাই, ভাবছি আমরাও সময় করে আমাদের ছোটবেলার স্কুলের প্রথমদিন নিয়ে লিখবো। কেমন হবে আইডিয়াটা?
ছাইরাছ হেলাল
বিস্ময় বালক হয়েও অপত্য স্নেহের অংশীদার হয়েছেন প্রথম লেখাতেই।
আজ বাড়িয়ে না বলেও বলা-ই যায়, লেখকের পরিপূর্ণ আত্মদৃষ্টি/অন্তর্দৃষ্টি যা একটি লেখাকে
সুন্দর সাবলীল করে উপস্থাপন করে তা আপনার মাঝে দেখতে পেয়েছি। কী করে কেমন করে তা অর্জিত হয়েছে
সে অহেতুক প্রশ্ন এখানে অবান্তর। ব্যাপারটি এমন মনে হতে পারে, ‘লেখা!! কোন ব্যাপার না’।
যেখানেই থাকুন যেমন থাকুন আমাদের শুভকামনা আপনার পিছু ছাড়বে না, এ নিশ্চয়তা আপনি পাচ্ছেন,
একান্ত নিজ যোগ্য যোগ্যতায়।
আর হ্যা,
সাবিনা-জি কে ধন্যবাদ, অসামান্য কীর্তিমান-কে আমাদের সামনে কৃপণ ভাবে হলেও তুলে ধরেছেন নিজ দক্ষতায়!!
শাফিন আহমেদ
ধন্যবাদ ভাই শুরু থেকে এ পর্য্ন্ত স্নেহ আর সর্বদা পাশে থেকে এমনভাবে উৎসাহ দেয়ার জন্য । শুভ কামনা আপনার জন্য❤️
সাবিনা ইয়াসমিন
@মহারাজ, এখানে আমার তিব্র আপত্তি আছে। কৃপণ ভাবে তুলে ধরলাম মানে কি? সব কথা যদি আমিই লিখতাম আপনি কি লিখতেন শুনি? 😡
নিতাই বাবু
সন্মানিত অবাক-এর সাথে যদিও এখনো পরিচয় হয়নি, তবুও অবাকের শুভ জন্মদিনে অবাক না হয়ে শুভেচ্ছা সহ শুভকামনা জানাচ্ছি।
শাফিন আহমেদ
অসংখ্য ধন্যবাদ নিতাই ভাই আপনার সুন্দর শুভেচ্ছা বার্তাটির জন্য।
মোস্তাফিজুর খাঁন
শাফিন আহমেদ – ভাই , আসসালামু আলাইকুম ।
জন্মদিনের শুভেচ্ছা জানবেন ।
সাবিনা ইয়াসমিন
মোস্তাফিজুর, ধন্যবাদ তোমাকে। সোনেলার উঠোনে ধিরে ধিরে তুমিও আত্মপ্রকাশ করছো। অনেক অনেক লেখো, একদিন হঠাৎ করে দেখবে তোমাকে নিয়েও কেউ দারুন এক পোস্ট দিয়ে দিবে।
শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ দাদা। তবে ওর লেখা পড়ার পর আপনি নিঃশর্তে অবাক হবেন, সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় 🙂
শাফিন আহমেদ
মোস্তাফিজুর ভাই ওয়ালাইকুমুস সালাম ❤️❤️ অসংখ্য ধন্যবাদ ভাই ।
আরজু মুক্তা
অবাক তার লিখা দিয়ে মুগ্ধতা ছড়াক!
শুভকামনা!💜🌹
শুভহোক সারা বছর।
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা তার প্রতি। ধন্যবাদ আপনাকেও 🌹🌹
শাফিন আহমেদ
ধন্যবাদ মুক্তা আপা সবসময় পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য ।
রেজওয়ান
😇শুভেচ্ছা ও অভিনন্দন রইলো😍