
নৈশব্দ থেকে জেগে উঠে, এক টুকরো জলজ মেঘ
ফোঁটায় ফোঁটায় নেমে আসে, ভিজবে ভেজাবে বলে
হৃদয়ের একুল ওকুল, নৈকট্যের নীরব আতিথ্যে;
নাই হয়ে যাওয়া সামান্যের চাওয়া পাওয়া
অর্কেস্টার সুর, এখন ও বেজে চলে, চলবে ও;
আলো হয়ে ফুটে থাকা সোনেলার জোনাকফুল
বিরহ বৃক্ষকে পাশে ঠেলে মাধ্যমিক চেহারায়
মুখোমুখি এই শুভ্রতার কাশ-বনে,
এ যেন দাঁড়িয়ে থাকার এক মহান তীর্থস্থান;
হু হু করা ব্যক্তিগত বিকেলে সোনেলার
আঙিনায় এই উন্মুক্ত বৃষ্টিপাত, সৌহার্দ্যের ছলে,
ফেলে আসা ব্যথাতুর আঙুল কী জানি কী কী
মনে পড়ে মনে করে কথা/লেখার বিপরীতে,
এ শুধুই একান্ত বিশ্বাসের সরল বাহ্যিক সহানুভূতি;
উৎসর্গ………
সোনেলায়, সোনেলার দশ বছরে দাঁড়িয়ে আজ আরজু মুক্তাকে স্মরি।
২৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কবির কবিতায় কবিকে স্বরণ। চমৎকার সহানুভূতি নাড়া দেয় হৃদয়ে, দেয় মনে দোলা। যে আজ সে পরক্ষণেই গত।
যে ফুটেছিল সে আলো জ্বেলে থাক সোনেলা পাতায়।
ধন্যবাদ কবি ভাই।
ছাইরাছ হেলাল
জোনাক-আলো হয়ে সে আমাদের ই থাকবে। এই সোনেলায়।
ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
সোনেলায় তাঁর আলো চিরস্বাসত।
ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
শরৎ এসেছে চারপাশ জুড়ে কাশফুল জানান দিচ্ছে।
কত স্মৃতি কত মাধুর্যতা রেখে আমাদের সোনেলা থেকে চলে গিয়েছেন আমাদের সবার প্রিয় আরজু আপা।
এ মানুষটাকে কখনো দেখেনি।
কিন্তু কয়েকবার তাঁর সাথে কথা হয়েছে।
অনেক দিকনির্দেশনা পেয়েছি কিন্তু মানুষটা আজ নেই!
আর এটাই নিয়তি।
তাই তাঁর আত্মার শান্তি কামনা করি।
.
ছাইরাছ হেলাল
তিনি সোনেলার, সোনেলা তাঁর;
আমরা তাঁর চির-শান্তি কামনা করি।
আপনিও ভাল থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হারানো ব্যাথা এবং সুহৃদকে দারুণ আবেগের মাধ্যমে স্মরণ — ‘মনে পড়ে মনে করে কথা/লেখার বিপরীতে,
এ শুধুই একান্ত বিশ্বাসের সরল বাহ্যিক সহানুভূতি;’
ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
এমন দিনে তাঁকে একটু স্মরণে নিয়ে নিলাম, সবাই মিলে।
ধন্যবাদ আপনাকে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আসলে আপা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন যতোদিন আমরা সোনেলা পরিবারে আছি। সুস্থ আর ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
তিনি সোনেলার সোনা হয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন।
কামাল উদ্দিন
আমরা চলে যাব, কিন্তু কেউ আমাদের নিয়ে ভাববে/লিখবে এ অবশ্যই আমাদের জন্য একটা বড় পাওয়া। আরজু আপা ওপারে ভালো থাকুক মনে প্রাণে সেই কামনা করছি………শুভ কামনা জানবেন বড় ভাই।
ছাইরাছ হেলাল
তিনি ছিলেন সোনেলা-অন্তপ্রাণ, সোনেলা তাঁর কাছে কৃতজ্ঞ,
তিনি যেন ভাল থাকেন এই কামনা করি।
আপনিও ভাল থাকবেন, এভাবে ভুলে গেলে হবে!!
কামাল উদ্দিন
ব্লগটাকে কখনো ভুলে থাকিনা বড় ভাই, কিন্তু পেটের ধান্ধায় ছুটে বেড়ানো মানুষ ল্যাপটপে আর কতোটা সময় দিতে পারে?
ছাইরাছ হেলাল
তবুও আপনার মত প্রিয়জনদের তো ভুলতে পারি না।
অনন্য অর্ণব
পথের গতিবেগ পথের পরেই নির্ভর করে – অভিন্ন গন্ত্যব্যে
আমরা ধেয়ে যাই, গ্রহাণুপুঞ্জ থেকে নক্ষত্রের ওপারে
সুপ্রশস্ত চিত্তে বাজে উন্মাদনা, অথচ নৈশাব্দিক এই প্রস্থান
যেখানে থাকেনা কোন ঘরে ফেরার তাড়া-চিরায়ত পিছুটান।
ছাইরাছ হেলাল
আমাদের পিছুটানে রেখেই তিনি চির-প্রস্থানে, ভাল থাকবেন সেখানে অবশ্যই।
ধন্যবাদ আপনাকে।
বোরহানুল ইসলাম লিটন
অনন্য উৎসর্গ।
সুন্দর হৃদয়ের ব্যক্ততা।
জেগে থাকুক সুহৃদের কূলে
কখনো অনুভুতিতে কখনো বা ব্যাকুলে।
আন্তরিক শুভ কামনা রইল আপনার জন্য।
ছাইরাছ হেলাল
তিনি ছিলেন, থাকবেন ও, শুধুই স্মরণে রেখে তাঁর শান্তি কামনা করি।
ধন্যবাদ আপনাকে।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
আপুর জন্য শান্তি কামনা করছি। ঈশ্বর তার পরিবারের সদস্যদের উপর শান্তি বর্ষিত করুক। সোনেলা বেঁচে রবে তাদের মতো ব্লগারদের জন্য। এভাবেই আমরা ও একদিন চলে যাবো 😥😥😥। দশম বছরে পদার্পণ এর জন্য সোনেলাকে নিরন্তর শুভকামনা। সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
চলে আমাদের যেতেই হবে, যাবো ও, তবে এ ভাবে যাওয়াকে মেনে নেয়া সত্যি সত্যি অসম্ভব।
তিনি ছিলেন আছেন থাকবেন ও, সোনেলা হৃদয়ে।
ভাল থাকুন।
লেখা দিয়েন।
মনির হোসেন মমি
সোনেলায় চির স্বরণীয় থাকবেন আরজু মুক্তা আপু।তার আত্মার মাগফিরাত কামনা করছি।
ছাইরাছ হেলাল
অবশ্যই আল্লাহ তাঁকে জান্নাতবাসী করবেন, আমিন।
হালিমা আক্তার
সবাইকে চলে যেতে হবে। তবু কিছু কিছু ঢলে যাওয়া মেনে নিতে কষ্ট হয়।মনে হয় বড় অসময়ে চলে গেলেন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
উর্বশী
এই টুকরো জলজ মেঘ সোনেলার মন খারাপের উঠোন টাই অঝোর ধারায় ঝরছে,ঝরবেও অবিরাম। তবে তার মাঝে জোনাকির আলোর ঝলক নিয়ে বিরাজমান থাকবেন সোনেলায়।
বাহ্যিক দৃষ্টিতে যে সুর থেমে গেছে,অন্তর দৃষ্টিতে সে সুর বেজেই চলে,চলছে এবং চলবে।
স্মৃতির পাখিরা মনের মনিকোঠায় রয়, তবুও নীরবে জেগে ওঠে সেই ফেলে আসা ব্যাথাতুর সময়।
সোনেলার দশ বছরপুর্তি উপলক্ষে সোনেলার কর্তৃপক্ষ সহ সকল লেখক,পাঠক সকলের জন্য শুভেচ্ছা সহ ভালোবাসা।
মহান আল্লাহ পাক যেন আরজু মুক্তা আপুকে জান্নাত বাসি করেন—- আমীন।
সাবিনা ইয়াসমিন
সোনেলার জন্মদিনে আপনাকে শুভেচ্ছা জানাই মহারাজ।
সোনেলার পথচলা সুন্দর-সাবলীল হোক।
শুভ কামনা 🌹🌹