অব্যক্ত

রিতু জাহান ২৫ জুলাই ২০১৬, সোমবার, ১১:৩৮:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪২ মন্তব্য

0,,18668256_303,00
ধরনীর বুকে আজ ক্লান্তি ,
মাঠের বুকে, নির্জন কোলাহল মুক্ত সবুজ ঘাসে,
এলোচুল এলিয়ে দিতে নিজে যেন মুক্ত বিহঙ্গ।
দূর মাঠের ঐ প্রান্তে, হঠাৎ ফিসফিসানি,
এক জোড়া ধূসর সারস ডানায় ডানায় যেন বিলাচ্ছে প্রেম ।
চেয়ে রইলাম আপলোক চেখে ,
সারসের জলকেলি দেখব,
অথচ সারস, অল্প পানিতে জলকেলিতে তুষ্ট নয়।
চলে গেল নিশ্চিন্ত মনে নদীর বুকে।
সারস জোড়া দৃষ্টির বাইরে যেতেই,
একটু আড়মোড়া ভেঙ্গে,
আকাশের ঐ তারায় চোখ আটকে রইল।
হঠাৎ নীল-কালো আকাশে রূপালী এক পথ তৈরী করে, শুকতারা বলল,”চলে এস”।
আমি বললাম,”সময় যে হয়নি আমার”।
হঠাৎ, হাড়গিলা ঐ সারস, জলকেলি শেষে তীক্ষ্ণ স্বরে
ক্রাক ক্রাক করতে করতে নদী থেকে আবার ছোট পুকুরে চলে এল।

মাঠের বুক চিরে সা করে ছুটে গেল মধ্যরাতের ট্রেনটি।
পূর্ব আকাশে রক্তিম ঐ আভা জানান দিল, ভোর হবে।

৭৫৭জন ৭৫৭জন
0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ