ধরনীর বুকে আজ ক্লান্তি ,
মাঠের বুকে, নির্জন কোলাহল মুক্ত সবুজ ঘাসে,
এলোচুল এলিয়ে দিতে নিজে যেন মুক্ত বিহঙ্গ।
দূর মাঠের ঐ প্রান্তে, হঠাৎ ফিসফিসানি,
এক জোড়া ধূসর সারস ডানায় ডানায় যেন বিলাচ্ছে প্রেম ।
চেয়ে রইলাম আপলোক চেখে ,
সারসের জলকেলি দেখব,
অথচ সারস, অল্প পানিতে জলকেলিতে তুষ্ট নয়।
চলে গেল নিশ্চিন্ত মনে নদীর বুকে।
সারস জোড়া দৃষ্টির বাইরে যেতেই,
একটু আড়মোড়া ভেঙ্গে,
আকাশের ঐ তারায় চোখ আটকে রইল।
হঠাৎ নীল-কালো আকাশে রূপালী এক পথ তৈরী করে, শুকতারা বলল,”চলে এস”।
আমি বললাম,”সময় যে হয়নি আমার”।
হঠাৎ, হাড়গিলা ঐ সারস, জলকেলি শেষে তীক্ষ্ণ স্বরে
ক্রাক ক্রাক করতে করতে নদী থেকে আবার ছোট পুকুরে চলে এল।
মাঠের বুক চিরে সা করে ছুটে গেল মধ্যরাতের ট্রেনটি।
পূর্ব আকাশে রক্তিম ঐ আভা জানান দিল, ভোর হবে।
৪২টি মন্তব্য
শামীম আনোয়ার আল- বেপারী
ক্লান্তি আর প্রকৃতির ছন্দে, সুখের আল্পনা দিয়ে কবিতা আপনার। বেশ লেগেছে। (y)
মৌনতা রিতু
ধন্যবাদ। শুভকামনা জানবেন।
ছাইরাছ হেলাল
ক্লান্ত রাতের অবসান ঐ ভোরের আভা তা জানান দেয়।
মুক্ত বিহঙ্গ মুক্তির ডানা এবার মেলবেই।
মৌনতা রিতু
ডানা মেলুক,,,,,, ধন্যবাদ ভাই।
আবু খায়ের আনিছ
হঠাৎ নীল-কালো আকাশে রূপালী এক পথ তৈরী করে, শুকতারা বলল,”চলে এস”।
আমি বললাম,”সময় যে হয়নি আমার”।
এখনো সময় হয়নি, আরো বহুপথ বাকী আছে পাড়ি দেওয়ার। শুভ কামনা আপু।
মৌনতা রিতু
এখনো অনেক পথ চলার বাকি,
এখনো অনেক কথা বলার বাকি,,,,,,
ধন্যবাদ ভাই। বই পড়া কেমন চলছে ?
আবু খায়ের আনিছ
রিসার্চ করছি মাঠে মাঠে, দোকানে দোকানে। সামনে বিজনেস এক্সিবিউশন, দৌড়াচ্ছি খালি। তার ফাকেঁ পড়া হচ্ছে দুয়েক পৃষ্টা করে।
মৌনতা রিতু
তবুও তো চলছে পড়া, এই বা কম কি ! চলুক পড়া, লেখাও চলুক সমান গতিতে।
আবু খায়ের আনিছ
ধন্যবাদ আপু, দোয়া করবে।
নীলাঞ্জনা নীলা
আপু খুবই সুন্দর লিখেছো। এমন কবিতা সবাই লিখতে পারেনা।
মৌনতা রিতু
ধন্যবাদ আপু,
তোমার মতো এত ভাল কবিতা ও একান্ত অনুভূতি সত্যি প্রকাশ করতে পারি না। চমৎকার তুমি উপস্থাপন কর।
নীলাঞ্জনা নীলা
আপু তুমি বেশী বেশী বলো। আমি যা লিখি সেসব এমনই যে নিজেরই পড়তে ইচ্ছে করেনা।
কিন্তু সোনেলার সবাই এতো ভালোবাসে আমায় যে কিছুতেই বলেনা লেখা থামাতে। 😀
মৌনতা রিতু
সত্যি কথা বললাম। তুমি বিশ্বাষ করো। 🙂
ইলিয়াস মাসুদ
বাহ্,দারুণ কিন্তু! ছবি টা একেবারে অসহ্য সুন্দর
মৌনতা রিতু
ধন্যবাদ ভাই। শুভকামনা জানবেন।
মোঃ মজিবর রহমান
কেমন করে লেখ হে গুনী ছবির সঙ্গে মিলিয়ে
ওয়াও ! খুব সুন্দর লেখা আপু।
মৌনতা রিতু
তাই না ! শুভকামনা জানবেন। এমন উৎসাহই দু এক লাইন লিখতে সাহায্য করে।
ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
গদ্যে পদ্যে আপনি অতুলনীয় অনবরত স্বাক্ষর রেখে যাচ্ছেন সোনেলায়।সে জন্য আমরা ধন্য সব কুয়াশা কেটে ভোরের আলো উঠুক এটাই চাওয়া। -{@ (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ছবিটি মনে হয় শুণ্য আপুর,,,,
লীলাবতী
মনির ভাইয়া, ছবিটি মনে হয়না শুন্য আপুর তোলা। শুন্য আপু এমন কিছু ছবি তোলেন, সোনেলাতেও কিছু কিছু দিয়েছেন, আপুর ফেইসবুকেও খুঁজে দেখেছি আপনি মন্তব্য করার পরে, এই ছবি শুন্য আপুর কোথাও নেই।
শুন্য শুন্যালয়
মনির ভাই, এমন একটি ছবি তুলতে পারলে তো হয়েছিলই। অসাধারন এইসব ছবির জন্য জিসান ভাইয়ের সাথে যোগাযোগ করুন, গুগল সার্চের পরিবর্তে জিসান সার্চ দিন পেয়ে যাবেন।
মৌনতা রিতু
ছবির জন্য জিসান ভাইকে ধন্যবাদ।
মৌনতা রিতু
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাদেরর এমন ভালবাসা ও উৎসাহেই দু কলম লিখে ফেলা।
লীলাবতী
অব্যক্ত আর কই থাকলো, ব্যক্ত তো করেই দিলেন আপু 🙂 ভোর হবে, আলোয় উদ্ভাসিত হোক সবকিছু।
মৌনতা রিতু
আলো আমার আলো ওগো, আলোয় ভুবন ভরা,,,,,,,,
হুম, ব্যাক্ত করে দিলাম।
লীলাবতী
সুন্দরবন লেখাটি ভুলে যাবার আগেই ঝটপট দিয়ে দিন আপু।
মৌনতা রিতু
দিব। আমি সুন্দরবন নিয়ে একটা লেখা লিখছি ঠিকই। গুছিয়ে নেই একটু।
ধন্যবাদ।
Ikram Mahmud
সোনেলাতে আমি নতুন। বন্ধু আনিসের কাছে সোনেলা নামের এই মহলের কথা অনেক শুনেছি। আপনাদের এ রাজমহলের একজন হতে পেরে আমি সত্যিই আনন্দিত। মৌনতা আপু,আপনার লেখাটাই প্রথম চোখে পড়ল আর যখন পড়া শুরু করলাম প্রতিটা লাইন আমাকে টেনে টেনে শেষ লাইনে নিয়ে এল আর এক মধুর মুগ্ধতায় বিভোর করে তুলল। অনেক ভালো লেগেছে।
ইঞ্জা
বিমুগ্ধ।
মৌনতা রিতু
ধন্যবাদ, ভাই।
তানজির খান
ভোর হবে? বলছেন ভোর হবে?
মৌনতা রিতু
ভোর তো হতেই হবে। আলোর পরে অন্ধকার, তারপর অন্ধকারের পরে আলো।
মেহেরী তাজ
ভাবি খালি সারস,হারগিলা কি কি সব পক্কি টক্কি নিয়ে লেখেন! zoology র স্টুডেন্ট হয়ে গেলেন নাকি??
ভাবি আমি কবিতা বুঝি না! ;(
মৌনতা রিতু
জিউলজি তো হ্যাব্বি মজার বিষয়। চল পড়ি।
মেহেরী তাজ
এই সাবজেক্ট আমার কাছে অসহ্য লাগে!
সহ্য করে নেওয়ার ব্যবস্থা করে করেছি কোন রকমে! আর আপনি বলছেন মজার?? 🙁
মৌনতা রিতু
নওগাঁ তো ভুত পেত্নির কারবার। :p তাই কই পাবা এতো সুন্দর প্রানী। চলো সুন্দরবন জিওলজি পড়ার জন্য মনটা তখন আকুপাকু করবে।
জিসান শা ইকরাম
সব সংশয় কেটে গিয়ে ভোর হোক,
শুভ কামনা।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইয়া।
মিষ্টি জিন
খুবই ভাল লেগেছে,
কেমনে লিখেন এমন সুন্দর করে
শুভকামনা আপু..
মৌনতা রিতু
তাই না ! ইশশ, এই বস্তাপচা লেখাগুলো যদি ভাল হয় তবে তো অনেক অনেক অনেক বেশি
ধন্যবাদ দিতে হয় আপু। শুভকামনা নিও। ভাল থেকো।
শুন্য শুন্যালয়
“চলে আস” র প্রলোভনের কথা শুনতেই সারস নদী থেকে ফের পুকুরে ছুটে এলো, তারাও চায়না আপনায় যেতে দিতে, হয়তো তাদের জলকেলীর সাক্ষি রাখতে চায়। সদ্য নওগাঁ ঘুরে এসেছেন নাকি ভাবীজান? লেখায় যে যমুনার ঢেউ দেখছি, দেখছি ভোরের অভূতপুর্ব আলো। খুব খুব সুন্দর। -{@
মৌনতা রিতু
এখনো অনেক পথ চলার বাকি
এখনো অনেক কথা জানার বাকি,
তাই তো বলেছি চলে যেতে বাধা অনেক।
হুম, নওগাঁ যাব এবার ঈদে। বক্তারপুর। বড় আপার ওখানে। ও হ্যাঁ, ননদিনি চুল বড় করেছি। তবে হাতের নখও বড় করেছি।
হি হি হা হা।