হেমাঙ্গিনী,
এসেছি তোমার দ্বারে অহমের আঁধার ভেদিয়া,
মরুচারীর বেশে অমীমাংসিত সন্ধি ছেদিয়া,
কাঞ্চনজঙ্ঘার শীতল চূড়ায় হীমপ্রপাতের –
প্রলোভনকে স্যালুট জানিয়ে, এসেছি চৈত্রের রোদে
তৃষ্ণার্ত চৌচির হৃদয়ে কামনার জল শিকারীর সাজে,
আঁচলতলের বদনখানি দেখবো বলে উড়নচন্ডী চোখে।।
হেমাঙ্গিনী,
তোমার উষ্ণ চাদরের ভাজে একটুখানি উষ্ণতার খোঁজে
সাইবেরিয়ার যাযাবর পাখির মতো এসেছি ছুটে,
তোমার মায়াবী মরীচিকায় উদ্ভ্রান্ত পথিকের মতো
ছুটে বেড়িয়েছি দাম্ভিক বালুকাঝড়কেও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে,
তোমার ঘুম ঘুম চোখে এঁকে দিতে অখন্ড ভালোবাসার চুম্বন
প্লাবিত আঁধারেও হাতড়ে খুঁজেছি তোমার হৃদস্পন্দন।।
চলবে…
২০টি মন্তব্য
লীলাবতী
ভালো লেগেছে খুব । চলুক —-
নীলকন্ঠ জয়
ধন্যবাদ লীলা দি। চলবে
ছাইরাছ হেলাল
আমরাও অপেক্ষা করছি , দেখি কেউ এসে কবির হৃদয়ে
কড়া নাড়ে কী না ।
নীলকন্ঠ জয়
হুম সেই বসন্ত কি আসবে কোনদিন? 🙁
মোঃ মজিবর রহমান
কবির হৃদয় পরিপূর্ণ হোক …………………… (3 (3 (3 (3 (3 ।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ প্রিয় মজিবর ভাই
মা মাটি দেশ
-{@ (y) হেমাঙ্গীনি সুন্দর নামের সুন্দর কবিতা -{@ (y)
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া
খসড়া
বাহ ভালতো বেশ ভাল।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ -{@
মানিক পাগলা
অখন্ড ভালবাসার উন্মাদনায়
উদ্ভ্রান্ত কবি নীলকন্ঠ জয়,
হেমাঙ্গিনীর হৃদয়ের স্পন্দন
একদিন খুঁজে পাবে নিশ্চয়।
কবিতা ভাল লেগেছে।
নীলকন্ঠ জয়
বাহ দারুণ ছন্দে শুভেচ্ছা। ভালো লাগলো। -{@
আমীন পরবাসী
তোমার ঘুম ঘুম চোখে এঁকে দিতে অখন্ড ভালোবাসার চুম্বন
প্লাবিত আঁধারেও হাতড়ে খুঁজেছি তোমার হৃদস্পন্দন।।
কবিতা ভাল লেগেছে।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ -{@
শুন্য শুন্যালয়
বাপরে বেশ কঠিন শব্দের ব্যবহার…’উড়নচণ্ডী চোখ’ উপমাটি খুব পছন্দ হয়েছে…
সুন্দর কবিতা, চলতেই থাকুক…
নীলকন্ঠ জয়
যে চোখ বাঁধা দিলেও গভীরের লুকানো ভালোবাসা খুঁজতে জানে সেটাই আমার কাছে উড়নচন্ডী চোখ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা শুন্যের জন্য।
নীহারিকা
আহা, ভাগ্যবতী হেমাঙ্গিনী। ভালো লেগেছে কবিতাটি 🙂
নীলকন্ঠ জয়
হেমাঙ্গিনী ভাগ্যবতী হইলেও আমি ভাগ্যহারা আপু 🙁
আফ্রি আয়েশা
প্রেমময় কবিতা
ভালো লেগেছে 🙂
নীলকন্ঠ জয়
থ্যাংকস প্রিয় আপু। 🙂