ছায়া পথে হেঁটে হেঁটে
খুঁজে নেয়ার ত্যাঁদড় পরীক্ষা সে আমি দিচ্ছিনে ,
দেব ও না কোন কালে ।
চাই না …দেখাদেখি কানাকানি
চাই…কথা না বলা
চাই না …হাসি-কান্না মাখামাখি
চাই…আনন্দহীন আনন্দ
চাই…কালো রঙয়ের সততা আমার থেকেও ঢের বেশি ;
চাই ই …আলো ফেলে আনমনে হেটে যাওয়া মেঠো পথ ধরে
শীতের গ্রীষ্মে ও বর্ষায় , অপেক্ষার শেষ প্রান্ত সীমায় ।
পাথুরে দেয়ালে মাথা ঠুকে মাথা বিহীন করোটিতেও
নেই কোন আপত্তি জন্ম জন্মান্তরে ।
২০টি মন্তব্য
শিশির কনা
আপনার চাওয়া এবং না চাওয়া পূর্ণ হোক 🙂
বনলতা সেন
সম্ভবনা নেই ,এইটুকুন ও ।
আদিব আদ্নান
আপনার চাওয়া বেশ কঠিন শর্তে আবদ্ধ ,
আর ফলাফল !
বনলতা সেন
ফলাফলের জন্য চিন্তা করতে পারব না ।
যা চাই তা চাই ই।কঠিন – ফঠিন নিয়ে ভাবি না ।
ছাইরাছ হেলাল
‘মাথা বিহীন করোটি’ …… এমন লেখা পড়তে ভয় পাই ।
আপনাকে নৈরাশ্যবাদী বলে মনে হচ্ছে ।
বনলতা সেন
না ঠিক নৈরাশ্যবাদী না ।
যা চাই তা জন্ম-জন্মান্তরেও চাই ।
জিসান শা ইকরাম
এত হতাশা কেন কবি ?
বনলতা সেন
না আমি হতাশ নই , প্রচণ্ড আশাবাদী যা কয়েকটি জন্ম ব্যাপি হলেও
আমি অপেক্ষা করতে চাই ।
হতভাগ্য কবি
অতীব সুন্দর কবিতা। সফল কবি আপনি।
বনলতা সেন
এত সহজেই সফলতার ভাগ দিয়ে দিলেন !
পরে কী বলে প্রশংসা করবেন ।
কবি এখন হয়নি ।
পড়ার জন্য ধন্যবাদ ।
যাযাবর
অনেক সুন্দর কবিতা ।
বনলতা সেন
শুনে ভাল লাগল ।
কৃন্তনিকা
চাই…আনন্দহীন আনন্দ
চাই অশেষ কবিতা
খুব্বি সুন্দর একটি কবিতা।
বনলতা সেন
আপনার আনন্দিত মন্তব্য পেয়ে ভালোলাগল ।
"বাইরনিক শুভ্র"
আপনি সাহসিনী । অপেক্ষায় ভয় পান না ।
বনলতা সেন
সাহসিনী কীনা জানিনে তবে অপেক্ষা আমাকে অন্তত ভয় দেখাতে
পারবে না
অন্তরা মিতু
আপু রে, আমারে ডুবাইসেন……… (আপনার কবিতায়)
বনলতা সেন
কখন কোথায় কীভাবে আপনাকে ডোবালাম বুঝতে পারছিনা ।
প্লিজ আর একটু কষ্ট করে ভেসে থাকুন , উপায় কিছু একটা
হবেই ।
অদ্ভুত শূন্যতা
ইতিবাচক নেতিবাচকতা ধ্যানে ও ধারনায়!! হতাশাগ্রস্থ লাগে তাই। না পাওয়া কী এতই বেশি যে পাওয়াকেও ছাড়িয়ে যায়! যাই হোক, কবিতা সুন্দর হইসে।
বনলতা সেন
পড়ে প্রশংসা করার জন্য ধন্যবাদ ।
যাক মন্তব্য পেলাম অবশেষে ।