ফুলের মৌসুমে ফুল নেই
হৃদয় জুড়ে কষ্টের বসবাস
ভালোবাসাকে আজ দিয়েছি বনবাস।
বর্ষার মৌসুমে বৃষ্টির দেখা নেই
ভালোবাসায় পড়েছে ধূ ধূ বালুচর
কষ্টরা আজ দল বেঁধে আসে
বুকে তুলতে দুঃখের ঝড়।
সুখগুলো চলে গেছে গ্রীষ্মের ছুটিতে
দুঃখকে সঙ্গী করে তাই চলছি পথে,
পিঠের ওপর বাঁধা যেন কষ্টের বোঝা
এ ভার আমি বইবো ক্যামনে
বল তুমি সখা?
হৃদয় রাজ্যে পড়েছে হাহাকার
পানির অভাবে নয় প্রিয়া
আজ প্রয়োজন ভালোবাসার।
৩টি মন্তব্য
স্বপ্ন
এত কষ্ট, এত হাহাকার :(, চলে যাবে কবে?
জিসান শা ইকরাম
প্রত্যাশিত ভাবে কিছুই হচ্ছে না আজকাল। হাহাকারতো থাকবেই।
শুন্য শুন্যালয়
ওটার ই অভাব আজকাল 🙂