হৃদয়ের হাহাকার

মোকসেদুল ইসলাম ১৭ জুন ২০১৪, মঙ্গলবার, ১১:৪৬:৫৩পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৩ মন্তব্য

ফুলের মৌসুমে ফুল নেই
হৃদয় জুড়ে কষ্টের বসবাস
ভালোবাসাকে আজ দিয়েছি বনবাস।

বর্ষার মৌসুমে বৃষ্টির দেখা নেই
ভালোবাসায় পড়েছে ধূ ধূ বালুচর
কষ্টরা আজ দল বেঁধে আসে
বুকে তুলতে দুঃখের ঝড়।

সুখগুলো চলে গেছে গ্রীষ্মের ছুটিতে
দুঃখকে সঙ্গী করে তাই চলছি পথে,
পিঠের ওপর বাঁধা যেন কষ্টের বোঝা
এ ভার আমি বইবো ক্যামনে
বল তুমি সখা?

হৃদয় রাজ্যে পড়েছে হাহাকার
পানির অভাবে নয় প্রিয়া
আজ প্রয়োজন ভালোবাসার।

১০৯৮জন ১০৯৮জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ