স্রষ্টা সত্য তাঁর সৃষ্টি সত্য

নিতাই বাবু ১৬ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১২:০১:৩৬পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

সত্য আমার সৃষ্টিকর্তা
সত্য তাঁর সৃষ্টি,
সত্য আকাশ বাতাস
সত্য বজ্রপাত বৃষ্টি।

সত্য চন্দ্র সূর্য
সত্য গ্রহ নক্ষত্র,
সত্য নদী সাগর
সত্য স্রষ্টা সর্বত্র।

সত্য আমার মাতা-পিতা
সত্য আমার জন্ম,
সত্য আমার ধর্মগ্রন্থ
সত্য আমার ধর্ম।

সত্য গীতা রামায়ণ
সত্য বাইবেল কুরআন,
সত্য ত্রিপিটক বদ্ধুবচন
সত্য গোরস্থান শ্মশান।

সত্য উপসনা এবাদত
সত্য ঈদ রোজা,
সত্য কুরআনের আয়াত
সত্য দেব-দেবীর পূজা।

সত্য স্রষ্টার গাছ-গাছালি
সত্য বন জঙ্গল,
সত্য আলো আঁধার
সৎপথেই হয় মঙ্গল।

ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করা।

১জন ১জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ