স্বাধীনতা

ছাইরাছ হেলাল ৩ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ০৮:০৬:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

আধ-খোলা জানালায় চোখ ফেলে রাখি , কুয়াশা মেঘের ছায়ায় , চাঁদ মুখের খোঁজে । সময়ের জলস্রোত বয়ে চলে সারিবদ্ধ অবগুণ্ঠিত ছায়ামূর্তি হয়ে । নতমুখী রাত্রি বিষাদের নখ খুটে মড়ে আগুনে ঝলসানো জীবনে, জীবন মৃত্যুর সন্ধি লগ্নে ছুড়ে ফেলে দিয়ে জীবন সোনা ।

নিঃসঙ্গতায় প্রতীক্ষিত নির্ভেদ নির্ণয়ে , হে আমার অধরা স্বাধীনতা ।

৫২৬জন ৫২৬জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ