আধ-খোলা জানালায় চোখ ফেলে রাখি , কুয়াশা মেঘের ছায়ায় , চাঁদ মুখের খোঁজে । সময়ের জলস্রোত বয়ে চলে সারিবদ্ধ অবগুণ্ঠিত ছায়ামূর্তি হয়ে । নতমুখী রাত্রি বিষাদের নখ খুটে মড়ে আগুনে ঝলসানো জীবনে, জীবন মৃত্যুর সন্ধি লগ্নে ছুড়ে ফেলে দিয়ে জীবন সোনা ।
নিঃসঙ্গতায় প্রতীক্ষিত নির্ভেদ নির্ণয়ে , হে আমার অধরা স্বাধীনতা ।
২৮টি মন্তব্য
বাংলার কথা
সুন্দর হয়েছে , -{@
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ আপনাকে প্রথমেই পড়ার জন্য ।
লীলাবতী
কুয়াশা ভেদ করে চাঁদ কি আমরা আর দেখবো না ? এত দাম দিয়ে কেনা স্বাধীনতা কি আগুনেই ঝলসে যাবে ? এত দীর্ঘ সময় বিরতি দিয়ে পোস্ট দিলে আমরা বঞ্চিত হই আপনার এমন সুন্দর লেখা থেকে।
ছাইরাছ হেলাল
আমি আশাবাদী মানুষ , চাঁদ উঠবেই ।
হ্যাঁ , অনেক দিন লিখিনা ।
অবশ্য প্রকাশের অনীহা আমার আজন্ম ।
ভাল থাকবেন ।
জিসান শা ইকরাম
এমন স্বাধীনতা আমরা চাইনি
আশাও করিনি এই খন্ডিত স্বাধীনতাকে ।
বিজয়ের মাসে একটা বড় লেখা আশা করেছিলাম (y)
ছাইরাছ হেলাল
অনেক অনেক বিনিময়ের এ স্বাধীনতার প্রকৃত মর্যাদা আমরা এখনও দিতে পারিনি ।
আমরা আমাদের বোধগম্য বোধোদয়ের অপেক্ষা করছি ।
বড় লেখা না হলেও আমি আমার মত করেই এ সময়কে স্মরণে নিচ্ছি ।
ধন্যবাদ ।
নীলকন্ঠ জয়
অল্পকথায় ভালো লেগেছে।। -{@
ছাইরাছ হেলাল
জয়ের প্রশংসা পেয়ে ভাল লাগল ।
রাতুল
স্বাধীনতা। সেটা আবার কি !!! যতদিন যাচ্ছে, স্বাধীনতার অস্তিত্ব বিলীন হচ্ছে।
ছাইরাছ হেলাল
স্বাধীনতার যন্ত্রনা বিদ্ধতা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না ।
ধন্যবাদ , আপনার সিনেমা চিত্রের অপেক্ষা করছি ।
শুন্য শুন্যালয়
হে আমার অধরা স্বাধীনতা … (y)
আমি মনে হয় আপনার পোস্ট এই প্রথম পড়লাম 🙁
কেনো রে ভাই আমরা কি দোষ করেছি যে আমাদের লেখা পড়ার সুযোগ দিচ্ছেন না?
এখন থেকে নিয়মিত চাই.
ছাইরাছ হেলাল
আসলে এখানে আপনি সহ অনেকেই অনেক ভাল লেখেন , তাদের লেখা পড়েই
আমার আনন্দ নিচ্ছি । আর লেখক হিসেবেও পটুত্ত অর্জিত হয়নি ।তাও আপনার পড়ছেন দেখে
ভালই লাগল ।
স্বাধীনতার স্বাদ এখন তিতকুটে মনে হয় ।
তন্দ্রা
হেলাল ভাই, স্বাধীনতা আমাদের কাছে আসলেই অধরা কি?
আমরা মানুষ কি সর্বসময় এই স্বাধীনতার জন্য আন্দলন করব?
পূর্ববীর পুরুষগণ তাড়িয়েছে বেজাত, ধর্মের মুখুশধারীদের,
আমরা কার বিরুদ্বে লড়বো, কার প্রতি প্রতিশোধ নেব,
কার যান কবজ করবেন?
এখন দরকার নিজ ঘরের মধ্যে যে পাপী তাদের
থেকে শুরু করে বাহিরে পা বাড়ানো।
ধন্যবাদ হেলাল ভাই, অল্প কোথায় সুন্দর ভাবে স্বাধীনতার যে আমাদের মাঝে অধরা বা তাঁর সঠিক ব্যাবহার
স্বাদ না পাওয়া।
ছাইরাছ হেলাল
আমরা আসলে আমাদেরই ভুলতে বসেছি । ভুলতে বসেছি আমাদের ত্যাগের কথা ।
আমরা আর আমাদের ভালবাসি না । ক্ষমতা আর সম্পদের লোভ আমাদের আষ্টে-পৃষ্ঠে বেধে ফেলেছে ।
দেশ প্রেমের ছিটে-ফোটা ও আর অবশিষ্ট নেই ।
আমাদের সব অর্জন ই ব্যর্থতায় পর্যবসিত হবে যদি আমাদের রক্ত -ঋনের দায় শোধ না করি দেশকে
ভালবেসে ।
অশেষ ধন্যবাদ আপনাকে ।
স্বপ্ন নীলা
নিঃসঙ্গতায় প্রতীক্ষিত নির্ভেদ নির্ণয়ে , হে আমার অধরা স্বাধীনতা ।,,,,,,,,,,,,,,,,,দারুন,,,দারুন
ছাইরাছ হেলাল
অনেক দিন পর আনাকে দেখলাম এবং প্রশংসা পেলাম ।
পাঠক হিসেবে আপনার লেখার প্রত্যাশা করি ।
একটু সময় আমাদের এখানের জন্য বরাদ্দ করতে আপনি কোন ভাবেই কৃপণ হবেন না
এই আশা রাখি ।
পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ ।
মা মাটি দেশ
হে আমার অধরা স্বাধীনতা (y)
ছাইরাছ হেলাল
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।
ব্লগার সজীব
স্বাধীনতা আজ বন্দি হয়ে গিয়েছে ছাইরাছ ভাই। লেখা ভালো লেগেছে খুব ।
ছাইরাছ হেলাল
বৈরি সময়ের হাতে পড়েছি , ভোর হবেই ।
ভাল থাকুন ।
খসড়া
আমরা কি স্বাধীন?
ছাইরাছ হেলাল
এতদিন পর প্রশ্নের উত্তর কি করে যে দেই ।
আমরা পরাধীন মানসিকতায় বন্দি ।
হতভাগ্য কবি
কিভাবে লিখেন এত্ত বিষাদ মাখা লিখা ?? চ্রম -{@
ছাইরাছ হেলাল
আপনাদের মত সুন্দর করে না লিখতে পারার যন্ত্রণাই এর মুল মন্ত্র ।
আপনি এত্তগুলো ভালো ! এত দিন পরে হলেও আপনি আমাদের মাঝে এলেন ।
নিশ্চয়ই যন্ত্রজনিত সমস্যা কেটে গেছে ? কেমন আছেন ? নিয়মিত পাচ্ছি তো ?
হতভাগ্য কবি
লজ্জা দিচ্ছেন কেনো ? ধার করে একটা যন্ত্র নিয়ে এসেছি নিয়মিত থাকার ইচ্ছায়। আপনি অনেকগুলা ভালো । 😀 😀 😀
ছাইরাছ হেলাল
ধুর , মোটেই লজ্জা দিচ্ছি না । ভাল কে ভাল করেই ভাল বলতে হয় ।
ও এই বুঝি নিয়মিত হওয়ার নমুনা !
অরুনি মায়া
আমার স্বাধীনতা ,তবুও আমার ধরা ছোঁয়ার বাইরে |
ছাইরাছ হেলাল
একদিন আমি ,আপনি ,আমরা সবাই তা ছুঁয়ে ফেলব।