জীর্ণশীর্ণ ক্ষতবিক্ষত স্বদেশ মাতার দেহ,
মমতায় তাকে নেয়নিকো বুকে আপন ভাবিয়া কেহ।
রক্তকরণ করেছে সদাই বুলেট গাঁথিয়া বুকে,
কাঁদেনি কো কেউ হেসেছে সকলে তারই করুণ শোকে।
নিয়েছে যে জনা আসন পাতিয়া তাকে লালনের ভার,
করেনি যতন রতন ভাবিয়া স্বার্থে মেনেছে হার।
অঙ্গে তাহার যন্ত্রণা আর লাঞ্ছনা তার সঙ্গে,
আদরের স্বাদ দিয়াছে সকলে মঞ্চ কাঁপানো ভঙ্গে।
সব শহীদের রক্ত আজই মেখেছে বাঙালি পাঁয়,
লজ্জিত সে যে স্বাধীন হইয়া কলঙ্ক তার গায়।
স্বাধীন নামের শব্দ শুনে সে কি যে হাসি হাসে,
নামধারী তার স্বাধীনতা আজ রক্তজলেই ভাসে।

=============================

পদ্য:: মাত্রাবৃত্ত ৬+৬+৬+২

৯৬৪জন ৮০৩জন

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ