সোনেলা ব্লগ ডটকম এর সকল সম্মানিত ব্লগার/লেখকবৃন্দকে আমার ভক্তিপূর্ণ নমস্কার জনাই।
আশা করি এই স্বনামধন্য ব্লগের সকল সম্মানিত ব্লগার/লেখকবৃন্দ আমার ভক্তিপূর্ণ নমস্কার স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন।
সম্মানিত লেখকবৃন্দ, আমি আপনাদের ব্লগে নতুন। এখানকার অনেককিছুই আমার অজানা, অনেক মুখ আমার অচেনা। আশা করি যদি কিছু লিখতে পারি, আমার লেখার মাধ্যমে সমাজকে কিছু দিতে পারি, তবে হয়তো ধীরেধীরে সবার সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠবে আশা করি।
তবে হাঁ, আপনাদের এই স্বনামধন্য সোনেলা ব্লগে আমার আত্মপ্রকাশ ঘটেছে যাদের সহায়তায়, তাদের পরিচয় না দিলে কি হয়? মোটেই না।
একজন ব্লগ ডট বিডিনিউজ২৪ ডটকম এর নাগরিক সাংবাদিক ব্লগার/লেখক সম্মানিত মজিবর রহমান। মজিবর রহমান দাদা’র পরিচিত এই ব্লগের ব্লগার/লেখক সম্মানিত মনির হোসেন মমি দাদা’র হাত ধরেই এই ব্লগে আমার আত্মপ্রকাশ। তাদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেসাথে এই ব্লগের সম্মানিত ব্লগপোষক মহোদয় ও ব্লগটিমকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এই ব্লগে কিছু লিখতে চাই, সবাই আমাকে একটু সহযোগিতা করবেন আশা করি।
জয় হোক বাংলার ব্লগার!/লেখকবৃন্দের, জয় হোক সোনেলা ব্লগের।
৩৭টি মন্তব্য
অরণ্য
স্বাগতম -{@
নিতাই বাবু
সম্মানিত অরণ্য দাদা, মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন দাদা।
শিপু ভাই
সোনেলায় স্বাগতম!
হ্যাপি ব্লগিং
নিতাই বাবু
স্মমানিত শিপু দাদা আপনাকে ধন্যবাদ। আপনার মন্তব্যে আমাকে এই ব্লগে লেখার আরও সাহস জুগিয়ে দিবে দাদ।
নাসির সারওয়ার
সোনেলা পরিবারে আপনাকে স্বাগতম। আমিও বেশ নতুন এখানে। এখানে অনেক ভালো লিখিয়েরা আছেন। আছেন অনেক ভালো মানুষ যারা নতুনদের খুব সহজেই আপন করে নেন।
লিখুন এবং অন্যের লেখা পড়ুন।
নোট – কিছু নীতিমালা (https://sonelablog.com/tac/) আছে যা জেনে রাখা ভালো।
নিতাই বাবু
সম্মানিত নাসির দাদা, আপনার দেয়া ব্লগ নিয়মাবলী লিংক আমাকে আরো যত্নবান করে তুলতে সহায়তা করবে আশা করি দাদা।
আপানার পরামর্শদানের জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ।
সেসাথে অজস্র ধন্যবাদ জানাই আমার প্রথম শুভেচ্ছাবাণীতে মন্তব্যদানের জন্য।
ধন্যবাদ দাদা, সদা ভালো থাকবেন আশা করি।
নীহারিকা জান্নাত
ভাই সোনেলায় স্বাগতম।
খুব খুশি হলাম নতুন একজন লেখককে সোনেলায় পেয়ে।
আর হ্যা…আপনার মোবাইল ম্যাজিকের কথা সেদিন কিছু শুনেছিলাম। আশা করি আমাদেরও এ বিষয়ে কিছু শেখাবেন।
ভালো থাকুন। সোনেলার পাশে থাকুন। -{@
নিতাই বাবু
সম্মানিত দিদি মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ।
দিদি মোবাইলের জাদু বলতে আমার কাছে কিছুই নাই। তবে দিদি আমি মনে করি, ল্যাপটপ থেকে মোবাইলে ব্লগিং করতে অনেক সহজ।
এইযে দেখুন, আমি রাস্তা দিয়ে হাটছি আর আপনাদের মন্তব্যের প্রত্যুত্তর দিচ্ছি! ল্যাপটপ হলে তো বাসায় গিয়ে, ল্যাপটপের সামনে বসে মন্তব্যের প্রত্যুত্তর বা মন্তব্য লিখতে হতো দিদি।
যাই হোক দিদি, সব জাদু সব জায়গায় দেখানো যায়না। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অভিনন্দন এবং স্বাগতম
আপনার মত বিচক্ষণ ব্লগার পেয়ে আমরাও খুব আনন্দিত।আপনার লেখা চলুক আপন গতিতে তবে ব্লগের নিয়ম নীতিগুলো একটু পড়ে নিবেন।
শুভ ব্লগিং -{@
নিতাই বাবু
সম্মানিত ‘মনির দাদা নমস্কার। দাদা আমি চেষ্টা করবো নিয়মের ব্যতিক্রম যাতে না ঘটে। আপনার আশীর্বাদ প্রার্থণায় আমি নিতাই বাবু।
সিকদার
স্বাগতম । আপনার আগমনে এই ব্লগ আরও নন্দিত হোক । আপনার লেখায় আলপণিত হোক সোনেলার উঠান ।
নিতাই বাবু
সম্মানিত সিকদার দাদা আপনাকে ধন্যবাদ। দাদা, আমি চষ্টা করবো এই ব্লগের সুন্দর উঠানে নেচে-গেয়ে গান গাইতে দাদা। সেজন্য চাই আপনাদের ভালোবাসা আর আন্তরিকতা।
মিষ্টি জিন
স্বাগতম আমাদের সোনেলায়।
আমিও নতুন।
নিতাই বাবু
সম্মানিত ‘মিষ্টি জিন’ মন্তব্যে জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
আশা করি এই প্ল্যাটফর্মের সকলের ভালোবাসা আর সহযোগিতা পাবো।
মৌনতা রিতু
আমাদের এই ছোট্র উঠোনে আপনাকে স্বাগতম। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইোলো সকল সোনেলার সোনামনুদের পক্ষ থেকেই। আপনার লেখায় অবশ্যই আমরা কিছু না কিছু শিখব। আমরা অনুপ্রানিত হবো।
ভাল থাকুন।
নিতাই বাবু
সম্মানিত দিদি আমি আপনাদের এই প্লাটফর্মে নতুন, আমি আপনাদের কাছ থেকে কিছু শিখতে চাই। আশা করি সে থেকে আমাকে বঞ্চিত করবেননা দিদি। আগে আপনাদের কাছ থেকে কিছু শিখে পরে নাহয় আপনাদের এই সুন্দর উঠানে নাচবো! \|/
ইঞ্জা
সুস্বাগতম দাদা, খুব ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে, আমার অনুরোধ থাকবে, নিজে নিয়মিত ভাবে লিখুন আর অন্য ব্লগারদের লেখা পড়ুন, তাদের লেখা নিয়ে পর্যালোচনা করে কমেন্ট করুন, আমরা পাশে আছি।
নিতাই বাবু
স্মমানিত ইঞ্জা দাদা, আশা করি সাথে থাকবো সবসময়, পড়বো নিয়মিত সবার লেখা। মন্তব্য জুরবো সবার লেখায় দাদা।
আপনার পরামর্শে আমাকে এই ব্লগে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল দাদা।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন দাদা।
ইঞ্জা
শুভকামনা
জিসান শা ইকরাম
স্বাগতম আমাদের সোনেলার উঠোনে -{@
মিলন মেলার আগের দিন হতে আপনার কথা শুনে আসছি।
লেখুন নিয়মিত, অন্যের লেখাও পড়ুন।
আশাকরি ভাল লাগবে এখানে।
নিতাই বাবু
আপনার আশীর্বাদ আমার ওপর বর্ষিত হোক।
আশা করি সকলের ভালোবাসায় আমি নিয়মিত হবো। জয় গুরু, জয় গুরু।
গাজী বুরহান
সোনেলা পরিবারে স্বাগতম।
.
.
লিখে যান..। অভিজ্ঞতার কথা জানান। জানতে চাই আপনার মনের কথাগুলো। হ্যাপি ব্লগিং
নিতাই বাবু
সম্মানিত গাজী বুরহান দাদা আমি যথাস্বাদ্য চেষ্টা করবো আপনাদের মাঝে থেকে, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখে এই প্লাটফর্মে কিছু লিখতে দাদা । আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন ।
ধন্যবাদ দাদা ভালো থাকবেন আশা করি । -{@
আবু খায়ের আনিছ
স্বাগতম সোনেলায়, আপনার লেখায় সম্বৃদ্ধ হোক সোনেলার উঠোন। শুভ কামনা।
নিতাই বাবু
সম্মানিত আবু খায়ের দাদা, আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। লিখতে চাই, অন্যের লেখা পড়তে চাই। আশা করি আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন।
ধন্যবাদ দাদা ভালো থাকবেন।
নীলাঞ্জনা নীলা
স্বাগতম সোনেলার নীড়ে।
আপনার শব্দভান্ডার থেকে উপচে পড়ুক লেখা আমাদের সোনেলার পাতায়।
নিতাই বাবু
সম্মানিত দিদি আপনাকে অজস্র ধন্যবাদ। দিদি, আমার লেখার ক্ষমতা নাই আপনাদের সাহায্য ছাড়া। আশা করি আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা আমি পাবো।
প্রহেলিকা
স্বাগতম সোনেলায়। শুভ কামনা।
নিতাই বাবু
সম্মানিত ‘প্রহেলিকা’ আপনার প্রোফাইল পিকচারে ‘পানপাতা’। এই পানপাতা বিষয়ক ব্লগে কোন পোস্ট দিয়েছেন কি?
যদি অধৌ না দিয়ে থাকেন, তবে অতীব তাড়াতাড়ি করে পানপাতা বিষয়ক একটা পোস্ট লিখেন।
যাই হোক লিঙ্গভেদ না বুঝে কোনো সম্মোধন করতে পারছিনা বলে দুঃখিত।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ রইল, ভালো থাকবেন আশা করি।
সঞ্জয় কুমার
সোনেলাতে স্বাগতম । এখানে আমরা সবাই একটা পরিবারের মত ।
(3 (y)
নিতাই বাবু
প্রিয় সঞ্জয় কুমার, আমি এক হতভাগা নীড় হারা ঝড়ের পাখি । আপনাদের সোনেলা পরিবারের সুবিশাল উঠানে আমাকে ঠাই দিয়েছেন বলে আমি গর্বিত আনন্দিত ।
মন্তব্যের জন্য আপনাকে আন্ত্রিক অভিনন্দন অ শুভেচ্ছা ।
সঞ্জয় কুমার
আপনার ই মেইল এড্রেস টা দেয়া যাবে ? অনেক কিছু শেখার আছে আপনার কাছে
নিতাই বাবু
প্রিয় ‘সঞ্জয়’
ব্লগে ফোন বা ই-মেইল এড্রেস দেয়া ঠিক নয়। তারচেয়ে আমার ফেসবুক আইডিতে তুমি যোগাযোগ করতে পার। nitai babu লিখে সার্চ দিলেই আমাকে পাওয়া যাবে।
মোঃ মজিবর রহমান
গুরু, আপনাকে স্বাগতম। আমার প্রিয় একটি জায়গা সোনেলা। এখানে সবাই খুব আন্তরিক। -{@
নিতাই বাবু
হ্যাঁ মজিবর দাদা, আমিও দেখছি তাই । এখানে সবাই সবার তরে, সবাই সবার লেখা পড়ে । এমন দেখে দাদা সত্যি আমি আনন্দিত গর্বিত ।
সম্মানিত মজিবর দাদা, আপনাদের ভালোবাসা নিয়েই আমি এই ব্লগে নিবন্ধিত হয়েছি দাদা । আপনি আছেন মনির দাদা আছে, তাই আমি এই সোনেলায় আসেছি দাদা । এখন শুধু আপনি আর মনির দাদাই নয়, এখানে আমি সবাইকে পেয়েছি, সবার ফেলে দেয়া ভালোবাসাও আমি কুড়িয়ে নিতে পারবো আশা করি ।
ধন্যবাদ দাদা ভালো থাকবেন আশা রাখি ।
চাটিগাঁ থেকে বাহার
স্বাগতম, -{@ -{@ -{@
নিতাই বাবু
সমানিত বাহার দাদা আপনাকেও সুস্বাগত জানাই । আশা করি ভালো থাকবেন সবসময়, সাথে আপনার দীর্ঘায়ু কামনা করি দাদা ।