“আমার দেশ আমার অহংকার”
“মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়”
উপরের কথাগুলো যার প্রোফাইলে ঝকঝক করছে তিনি হচ্ছেন সোনেলার অন্যতম ব্লগার মারজানা ফেরদৌস রুবা। যিনি সবসময় সমসাময়িক বিষয়ে নিজের কলমের ছোঁয়ায় সোনেলাকে পাঠকসমৃদ্ধ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। দেশকে ভালোবাসেন তিনি, দেশের খেঁটেখাওয়া সাধারণ মানুষের কথা যার লেখায় উঠে আসে বারবার। পারিবারিক সম্পর্কের কথা, নিত্যনৈমিত্তিক যাপিত জীবনের কথাগুলোকে যিনি পাঠকদের জন্য মন উজার করে লিখতে পারদর্শী।
পাঁচ বছর তিন মাস আটাশ দিন আগে সোনেলায় সেই যে প্রথম কদম রেখেছিলেন শিব নারায়ন দাশ! বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রথম নকশা-প্রণেতা। পোস্টের মাধ্যমে যার বিচরণ অদ্যাবধি পরিলক্ষিত হচ্ছে সোনেলার মাঠে। তিনি সোনেলায় করোনা ছুটি -৩ লেখাটির মাধ্যমে নিজের ২০০ তম পোষ্টের মাইলফলক স্পর্শ করলেন।
সোনেলায় তার প্রথম লেখাটি তিনি মহান বিজয়ের মাসে পোষ্ট দিয়েছিলেন এবং করোনার এই দূর্যোগের মূহুর্তে তার ২০০ তম লেখাটি পোষ্ট দিলেন। লেখা দু’টির শিরোনাম দেখলেই দেশের প্রতি তার নিজের মমমত্ববোধ এবং সমসাময়িক বিষয়ে তার চিন্তাচেতনা এবং লেখার দক্ষতা দারুণভাবে পরিলক্ষিত হয়।
কাজেই একথা বলাই যায়, শুরু থেকেই দূর্দান্ত বিশ্লেষণ সমৃদ্ধ সমসাময়িক লেখা দিয়ে অভিজ্ঞ ব্লগারের মতই হাতেখড়ি হয়েছে তার। এরপর থেকে বুলেট গতিতে ছুটে চলেছে তার কলম ক্ষুরধার। যার প্রমাণ পাওয়া যায় তার প্রতিটি লেখায় শব্দের ঝংকারে। তার লেখার পাঠক খুঁজে পান কবিতা, একান্ত অনুভূতি, বইয়ের রিভিউসহ আরো অনেক বিষয়। তবে এসবকিছুই তার সমসাময়িক বিষয়ের উপরেই লিখিত।
ব্যক্তিজীবনে ব্যস্ততার কারনে সবার পোস্টে হয়তো মন্তব্য করার সুযোগ পাননা তবে সোনেলায় তার উপস্থিতি জানান দেন নিজের চমৎকার সব লেখা দিয়ে। মারজানা ফেরদৌস আপু, আপনার মুল্যবান মন্তব্য আমাদের অন্যন্য লেখদের অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এ বিষয়টিকে আপনি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
মারজানা ফেরদৌস রুবার সবচাইতে বড় গুণ হচ্ছে তার লেখার সমালোচনাকে পজিটিভলি গ্রহণ করতে পারার ক্ষমতা। আমি দেখেছি যেকোনো মন্তব্যকে খুব সুন্দরভাবে নিজস্ব ব্যাখ্যায় তিনি পাঠককে বুঝিয়ে দেন যা তার নিজের মুন্সিয়ানাকেই প্রমাণ করে। একজন ভালো ব্লগারের এটি অনেক বড় একটি গুন। আপনার এ গুনটি দেখে আমার কিন্তু খুব হিংসে হয়!
ব্লগার মারজানা ফেরদৌস রুবা, সোনেলায় ২০০ তম পোস্টের জন্য আপনাকে সোনেলা ব্লগ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। সোনেলায় আপনার এই পথচলা দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হোক এটাই কাম্য। ভালো থাকবেন সবসময়।
৫৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন অভিনন্দন ও অভিনন্দন ২০০ তম পোষ্টের জন্য । ডাবল সেঞ্চুরি গড়লেন আপনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার জন্য। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো আর নতুন নতুন তথ্য সমৃদ্ধ লেখা আমাদের উপহার দিন
মারজানা ফেরদৌস রুবা
অনেক ধন্যবাদ।
আপনারা সেন্সুরি গড়ুন এই শুভকামনা রইলো।
ভালো থাকুন।
তৌহিদ
সুপর্ণা আপুর সেঞ্চুরি এই হলো বলে!!
তৌহিদ
ধন্যবাদ আপু, একদম মনের কথা বললেন।
ফয়জুল মহী
লেখকের জন্য ভালোবাসা ও শুভ কামনা।
মারজানা ফেরদৌস রুবা
শুভকামনা
তৌহিদ
ধন্যবাদ ভাই।ভালো থাকবেন।
এস.জেড বাবু
অভিনন্দন
সোনেলার পথচলায়- সুদীর্ঘ সময়ের সহ.পথিক।
/////মারজানা ফেরদৌস আপু, আপনার মুল্যবান মন্তব্য আমাদের অন্যন্য লেখদের অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এ বিষয়টিকে আপনি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
মারজানা ফেরদৌস রুবা
চেষ্টা করবো ভাইয়া। ব্যস্ততার জন্য করা হচ্ছে না বলে আমি নিজেই বিব্রতবোধ করি।
ভালো থাকুন।
এস.জেড বাবু
শতশত চমৎকার সব পোষ্ট / লিখা আপনার। ইচ্ছে করে আপনার ব্লগে হারিয়ে যাই এই ছুটিতে।
আপু- সত্যি বলতে মন্তব্য / প্রতিউত্তর একটা অদেখা সৌজন্যবোধ তৈরী করে।
আমিও বিব্রত বোধ করছি মন্তব্যে এমনটা বলার পর।
রাগ করবেন না লক্ষ্মী আপু-
ভালো থাকবেন সবসময়।
শুভকামনা রইলো।
তৌহিদ
অবশ্যই তিনি বিবেচনা করবেন ভাই। আসলে এখন ছুটি বলেই সময় পাচ্ছেন আপু।
এস.জেড বাবু
যারা ভালো লিখে- / অভিজ্ঞ ব্লগার- ওদের মন্তব্য নিজের বা অন্যদের পোষ্টে দেখতে ইচ্ছে করে-
পোষ্ট এর মূল্যায়ন- উনাদের/আপনাদের মন্তব্যে খুঁজে পাই যে।
সে হিসেবেই বলা ভাইজান-
শুভেচ্ছা অশেষ,
ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
হে ২০০ তম পোষ্টের যাত্রী সুপ্রিয় আপু,
আপনাকে অভিনন্দন !
অভিনন্দন হৃদয়ের অন্তস্থল থেকে।
লেখক আপনাকে অনেক অভিধায় ভুষিত করেছেন।
যা আপনার ক্ষুরধার লেখনিতে তুলে এনেছেন বলে
আপনার প্রাপ্য ছিল।
আমরা যারা নতুন লিখি তাদের প্রেরণা যোগিয়ে কৃতার্থ করবেন এ আশা করতে পারি।
চেনা হবে কথোপতনে।
শুভ কামনায়।
আমি অধম সুপায়ন।
মারজানা ফেরদৌস রুবা
ওরে আমার সুপায়ন ভাইয়া,
কলমের ডগায় বিদ্রোহের আগুন থাকলে এমনিই লেখা ক্ষুরধার হয়ে ওঠে। বলা চলে, আমার প্রতিটা লেখাই অন্তর থেকে তাড়িত লেখা। সেজন্যই হয়তো এমন।
ভালো থাকবেন।
তৌহিদ
বাহ! সুন্দর বললেন দাদা। ধন্যবাদ আপনাকে।
সুপায়ন বড়ুয়া
কথোপকথনে।
মোবাইলে ভুলে ভরা লেখা মার্জনা করেন সবাই।
মারজানা ফেরদৌস রুবা
লেখতে লেখতেই হাত পাকে। তবে মাতৃভাষার জন্য যুদ্ধ করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া জাতি আমরা, সচেতনতা আবশ্যক।
সুপায়ন বড়ুয়া
মার্জনা করেননি যখন সচেতন থাকব।
ভাল থাকবেন।
তৌহিদ
হা হা হা, এরকম আমার প্রায়ই হয়!! খুব সচেতন থাকতে হবে দাদা।
সুপায়ন বড়ুয়া
ঠিক তাই ভাই।
আগে ইংরেজীতে ভয় পেতাম।
এখন দেখি বাংলায় ও ভয়।
বন্যা লিপি
অভিনন্দন রইলো মারজানা রুবা কে।
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা আপু।
সঞ্জয় মালাকার
অভিনন্দন ও শুভ কামনা,
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ ভাইয়া।
তৌহিদ
ভালো থাকবেন দাদা।
ইঞ্জা
অভিনন্দন আপুকে দ্বিশততম পোস্টের জন্য।
মারজানা ফেরদৌস রুবা
ইঞ্জাভাই, ধন্যবাদ
ইঞ্জা
শুভেচ্ছা অবিরত প্রিয় আপু।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা দাদা।
ইঞ্জা
আপনাকে ধন্যবাদ তৌহিদ ভাই।
শবনম মোস্তারী
দুই শততম পোস্টের জন্য অভিনন্দন আপুকে। আশা রাখি আমরা আরো সুন্দর সুন্দর লেখা পড়তে পারবো। শুভকামনা রইলো আপুর জন্য..🌹🌹
মারজানা ফেরদৌস রুবা
অবশ্যই চেষ্টা থাকবে আপু।
তৌহিদ
ধন্যবাদ, সুন্দর বলেছেন।আপনার সাথে সহমত পোষণ করছি।
হালিম নজরুল
শুভেচ্ছা ও অভিনন্দন
মারজানা ফেরদৌস রুবা
শুভেচ্ছা আপনাকেও।
তৌহিদ
ধন্যবাদ ভাই
কামাল উদ্দিন
২০০ তম পোষ্টের জন্য শুভেচ্ছা ২০০০ পোষ্টের অপেক্ষায়……..
মারজানা ফেরদৌস রুবা
চলমান থাকবে….
তৌহিদ
একদিম ২০০০ হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
পাঁচ বছরের অধিক সময় তিনি সোনেলায় আছেন। চাকরী, সংসার এবং সামাজিক কাজের চাপে তেমন সময় দিতে পারেন না ব্লগে। তবে যতটুকু সময় পান, তাতেই বিভিন্ন বিষয়ের উপর নিয়ে তাঁর মূল্যবান পোষ্ট এখানে দেন তিনি। এই দুইশত পোস্টের প্রায় সবই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং দেশ নিয়ে বিশ্লেষণমূলক পোষ্ট। তাঁর লেখার মাঝে একজন প্রকৃত ব্লগারকে খুঁজে পাওয়া যায়।
দুইশত পোস্টের জন্য মারজানা ফেরদৌস রুবাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনাকেও ধন্যবাদ সহ- ব্লগার নিয়ে এমন শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য, তৌহিদ ভাই।
মারজানা ফেরদৌস রুবা
আপনাকেও শুভেচ্ছা জিসানভাই।
আপনার মাধ্যমে সহব্লগার তৌহিদভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।
তৌহিদ
জ্বী ভাই, তার লেখাগুলি সমসাময়িক বিষয়ের উপরে লেখা আমি দেখেছি। সোনেলার গর্ব তিনি। তার পথচলা দীর্ঘতর হোক এটাই কাম্য।
মারজানা ফেরদৌস রুবা
হায় হায়! খেয়ালই করিনি কোন ফাঁকে ২০০ তম পোস্ট দেয়া হয়ে গেছে !
অনেক ধন্যবাদ ২০০ তম পোস্ট নিয়ে এ লেখাটি প্রকাশ করায়। সত্যিকার অর্থে লিখতে এসে কখনো নিজের দিকে তাকাইনি। লেখার গতি নির্ভর করতো পারিপার্শ্বিক সমাজ পরিস্থিতির উপর। নানারকম অসঙ্গতি দেখেই লেখার দায়টা অনুভব করি। এক পর্যায়ে সে দায় থেকেই ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটা পর্ব আকারে টাইপ করে প্রকাশ করতে শুরু করি। কেন করছিলাম তা নিয়ে যেমন প্রারম্ভিক লেখা দিয়ে শুরু করেছি, তেমনি কেন থামিয়েছি সে ব্যাখ্যাও দিয়েছি দায়বদ্ধতা থেকেই। আর বলা যায় মনোকষ্টে এরপর লেখার গতিও কমে যায়। ইদানীং আবার তা কাটিয়ে উঠেছি। তাছাড়া ছুটির কারণে সময়ও পাচ্ছি পর্যাপ্ত।
তৌহিদ
আপনি খেয়াল করেননি কিন্তু সোনেলা ঠিকই মনে রেখেছে। এভাবেই এগিয়ে চলুন সামনের দিকে। আপনার যে দায়বদ্ধতার কতা বললেন একজন লেখকের তা থাকা উচিত বলে মনে করি।
আর হ্যা, সবার মন্তব্যের জবাব দিয়েছেন দেখে কৃতার্থ হলাম। ভালো থাকবেন আপু।
নীরা সাদীয়া
অনেক অনেক অভিনন্দন আপু। অনেকদিন যাবত চমৎকার সব পোস্ট দিয়ে ব্লগ মাতিয়ে রেখেছেন আপনি। অনেক শুভকামনা।
মারজানা ফেরদৌস রুবা
হাহাহা এটা লকডাউনের সুফল।
অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
তৌহিদ
আপনার জন্যেও অনেক শুভকামনা আপু।
রেহানা বীথি
অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
ভালো থাকুন সবসময়।
মারজানা ফেরদৌস রুবা
শুভকামনা। ভালো থাকুন সবসময়।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা আপু।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে,
কখন এ অসাধ্য ছুঁয়ে ফেললেন আমরাও টের পাইনি।
পোস্টের জন্য অবশ্যই ধন্যবাদ।
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া নার্গিস
দুই শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল আপু। আশা রাখি আমরা আরো সুন্দর সুন্দর লেখা পড়তে পারবো আপনার মাধ্যমে।
শ্রদ্ধা ও ভলোবাসা রইল আপু।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন আপু। শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভীন
অনেক অনেক অভিনন্দন আপুকে।
অসংখ্য শুভকামনা রইলো
তৌহিদ
আপনার জন্যেও অনেক শুভকামনা আপু। ভালো থাকবেন।