দেখতে দেখতে সময়ের রথে চড়ে জোনাকির আলো জ্বেলে অনেকটা পথ এসেছি চলে।
পল-অনুপলে দু-দু’টো বছর,চোখের পলক ফেলতে না ফেলতে।
হারিয়েছি অনেক,পেয়েছি তার থেকেও বেশি।একটু বেশি বেশিই।ভুলিনি তাদের ও।ঝোড়ো বিচ্ছিন্নতায় দাঁত কামড়ে পড়ে রয়েছে
গুটিকয়েক না নেভা প্রদীপ।থাকবেও।
নেই সহি দইবড়া বা মিষ্টান্নের রস-মঞ্জুরি।আছে কোজাগরী ঝিনুক জ্যোৎস্নার প্রায় নির্ভেজাল শিশু সারল্যের আন্তরিকতা। আছে
নিবিড় নিবিষ্ট একান্ত মনযোগী পাঠক।যারা লেখা পড়েই মন্তব্য করবে।অবশ্য না পড়ে মন্তব্য করা (আমার মত) পাঠক ও
এখানেই পাবেন কালেভদ্রে।আছেন আমার প্রিয় এক গুচ্ছ দারুণ লিখিয়ে, শিখি তাদের থেকেই নিয়ত।
বেয়ারা কালামুখো হনুমানদের জন্য এ পরিবার চিতাগ্নি বরাবর।
সোনেলাকে ভাবি সোনেলাতেই থাকি,স্বপ্নও দেখি বিস্তৃত সোনেলার আরও নিত্য-নূতন সাজে।
=======================================================
লেখাটির পাশে পাশে থাকব, লেখা ফেলে ভেগে যাওয়ার দুর্নাম ঘোঁচাতে।
==============================================
নিজেদের ঢোল নিজেদের কাছেই নিরাপদ।
৪১টি মন্তব্য
নুসরাত মৌরিন
🙂
বাহ্।
জোনাকির আলো বুকে গুটি গুটি পায়ে,কোজাগরী পূর্নিমা কে সাথে করে থাকুন সোনেলায়। আপনাদের এই পথ চলা… আমরা যারা নতুন তাদের জন্য অনুপ্রেরনা আরো বেশি বেশি পড়ার এবং লেখার…।
শুধু এই লেখাটির নয়,আপনি বরং লেখালেখির পাশে পাশেই চলুন।
শুভকামনা রইলো।… অনন্ত হোক আপনার পথ চলা…।
ছাইরাছ হেলাল
আসলে নূতন পুরাতন বলে কিছু নেই।আমরাও নূতনই ছিলাম।নিয়মিত লিখুন আমরা পড়ব, আপনিও পড়ুন নিজের জন্য অন্যের
জন্যও। আমি কিন্তু নিয়মিত লেখক নই কোন ভাবেই ।
ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
নেই সহি দইবড়া বা মিষ্টান্নের রস-মঞ্জুরি।আছে কোজাগরী ঝিনুক জ্যোৎস্নার প্রায় নির্ভেজাল শিশু সারল্যের আন্তরিকতা। :Approve:
ছাইরাছ হেলাল
যেমন ভাবা তেমনই লেখা।
প্রহেলিকা
নিত্য নূতন বাঁধা পেড়িয়ে এগিয়ে যাক যেভাবে এগিয়ে আসছে লেখক, পাঠক, মনোযোগী, অমনোযোগী, নিয়মিত, অনিয়মিত, আন্তরিক, বক ধার্মিক সবার আনাগোনার মাঝেই সোনেলা উদ্ভাসিত হোক স্বমহিমায় সেই কামনা করি। সোনেলা দীর্ঘজীবি হোক।
ছাইরাছ হেলাল
সোনেলা হোক সকলের আনন্দ ধাম ,স্বপ্ন দেখি তার ই।
আজিম
লেখাটা দেখেছিলাম কিছুক্ষন আগে। তখন বুঝিনি যে, আজ সোনেলা’র বিশেষ একটা দিন।
জন্মদিনে এটুকুই বলতে চাই শুধু, “সোনেলা দীর্ঘজীবি হোক” আর এগিয়ে চলুক দৃপ্ত পদক্ষেপে।
ছাইরাছ হেলাল
আপনি বোঝেন নি ! তা ভাবতে আমার টাইম লাগবে। তবে হতে পারে হয়ত আমিও বুঝিয়ে বলতে পারিনি। এ দিনে আমিও বলতে চাই আপনার মত করেই ‘জন্মদিনে এটুকুই বলতে চাই শুধু, “সোনেলা দীর্ঘজীবি হোক” আর এগিয়ে চলুক দৃপ্ত পদক্ষেপে।’
আগুন রঙের শিমুল
শুভ জন্মদিন সোনেলা 🙂
দারুণ বর্ননা দিয়েছেন
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক শুভেচ্ছা এ দিনে ।
জিসান শা ইকরাম
সোনেলার সাথে আছি, ছিলাম, থাকবো।
শুভেচ্ছা আপনাকে , সোনেলার পাঠক, ব্লগার এবং সোনেলা সংশ্লিষ্ট সবাইকে।
ছাইরাছ হেলাল
ব্লগ টিমের সব্বাইকে বিশেষ শুভেচ্ছা।
ব্লগার সজীব
দুই বছর হয়ে গেলো ? মনে হচ্ছে এইত সেদিন শুরু হলো। সময় কিভাবে চলে যায় ! কত কথা, স্মৃতি মনে ভেসে আসে। সোনেলার সাথে ‘আমার এই পথ চলাতেই আনন্দ ‘। সোনেলা দিনদিন আরো উজ্জ্বল হোক।
যারা যাবার তাঁরা কখনোই সোনেলার ছিলোনা। যারা থাকার তাঁরা থাকবেই, সুখে দুখে হাসি আনন্দে।
ছাইরাছ হেলাল
আপনি স্বজনদের একজন প্রথম থেকেই।আসা যাওয়া নিয়েই এ জগৎ।এ সব নিয়ে আর ভাবি না।
আমরা হাসি আনন্দেই আছি,থাকব ও।
শুন্য শুন্যালয়
এভাবেই থাকতে চাই সোনেলার পাশে পাশে। ছোট একটি বাচ্চা ব্লগ, এখানে যারা লেখেন সবাই মনের আনন্দে লেখেন, নিজেকে জনপ্রিয় করবার অভিপ্রায়ে নয়, এটা ভেবেই আনন্দ।
সোনেলার জন্য অনেক ভালোবাসা। সোনেলা আমারই, আমাদেরই এটাই ভাবতে চাই সবসময়। সুন্দর একটি লেখা, সব বলা হয়ে গেছে 🙂
ছাইরাছ হেলাল
আপনি তো এখানে আইকন। আপনাকে পেয়ে সোনেলা গর্ব বোধ করতেই পারে । আর কিছু না হোক আপনার
শ্রমের জন্য হলেও। আত্মীয় স্বজন নিয়ে চমৎকার আনন্দঘন পরিবেশ যা সবাই পারে না, সম্ভব ও না। ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
আমিতো লজ্জায় পালাই পালাই অবস্থা… শ্রম কি দিলাম আবার? পড়ার মজা আমি ছাড়া কাউকে ভাগ দেইনা, সবই আমার পাওয়া। সত্যি চমৎকার একটা পরিবেশ, এভাবেই বজায় থাক সবসময়, হাসি আনন্দে, কস্ট ভাগে।
মোঃ মজিবর রহমান
সোনেলায় আসলাম এইত কিছুদিন পাঠক হয়ে এখনো আছি এবং থাকব ঐ পাঠক হয়েই।
আমিও মনে করি সকল পাঠক ও লেখক নিয়ে এগিয়ে যাবে দূর বহুদুর উজ্জ্বল আলক বর্তিকা হয়ে।
আপনার মত ব্যাক্তি বর্গ আছে বিধাই সোনেলা।
আপনার সুন্দর মন্তব্য সবাইকে পথ দেখাবে আশা করি।
শুভেচ্ছা অবিরত।
ছাইরাছ হেলাল
আপনারা আছেন বলেই সোনেলা আছে থাকবে। পাঠক বা লেখক এমন বিভক্তি নয়।
আমরা সবাই সোনেলার এটাই আমাদের আনন্দ।
মোঃ মজিবর রহমান
ঠিক তাই,আমরা সবাই সনেলার।
বনলতা সেন
সোনেলা এগিয়ে যাক অসুবিধে নেই। পেছালেও বা কী এমন ? যাক না পিছিয়ে!
ঢোল ফাটানোর দায় ও আপনার ই। এখানে ঢোলা-ঢুলিও শেখানো হয় বুঝি ?
ছাইরাছ হেলাল
হ্যা, পেছালেও কিছু না। আপনাদের নিয়ে পেছানোর থেকে সামনে এগিয়ে যাওয়াই অধিক নিরাপদ।
আপনি বা আপনারা যেহেতু এগিয়ে এলেন না তাই ঝুঁকি নিয়ে ঢোল বের করতেই হল। ঢোলের কিছু হলে দায় আপনাদের ও।
শেখানোর কাজ আমার নয়।
অপরাজিতা সারাহ
সোনেলার জন্মদিনে শুভ কামনা।অনেকদূর ,অনেক পথ পেরুনোর জন্যে শুভ কামনা।আর এই সোনেলার দীর্ঘ যাত্রা পথে আপনার মত যারা সোনেলার পাশে থেকে ব্লগকে সমৃদ্ধ করেছেন তাদের জন্যে রইল অনেক অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
শতকুটি ব্যস্ততার মাঝেও আমাদের কথা মনে রেখেছেন দেখে ভালই লাগে। আপনদের ছেড়ে কী করে যে থাকেন কে জানে।
আপনার সাহায্য ও আমরা পেয়েছি অনেক যদিও আপনি এখন নেহায়ৎ কৃপণ।
আপনার প্রতি কৃতজ্ঞতা।
নীলাঞ্জনা নীলা
এখানে এলে পেয়ে যাই মুক্ত বাতাস। যেন আমারই নিজের দক্ষিনের খোলা জানালা। ধন্যবাদ সোনেলাকে এমন একটি লেখার স্থান আমাকে উপহার দেয়ার জন্য।
ছাইরাছ হেলাল
আপনি পাশে ছিলেন বলেই এতটা পথ পেরুতে পেরেছি ।এমন ভাগ্য সবার হয় না।কাছে থাকবেন ,
পাশে থাকবেন আগামি সময়েও তাই ই চাই। ধন্যবাদ আপনাকে।
স্বপ্ন নীলা
লেখাটি পড়লাম কয়েকবার করে — প্রতিটি লাইন যেন প্রতিধ্বনিত হচ্ছিল কানে — জাদুর ছোঁয়া আছে যেন —
সোনেলার সাথে আছি
ছাইরাছ হেলাল
আপনি যখনই বলেন খুব সুন্দর করেই বলেন , মনে হয় আমার লেখার থেকেও ভাল বলেন।
সাথেই থাবেন,সাথেই রাখবেন এ আশা রাখি ।
খসড়া
আপনার লেখার জন্য আপনাকে শুভেচ্ছা আর সোনেলাকে নিজ হৃদয়ে ধারন করার জন্য কিছু বলবো না। খুব ভাল লাগলো আপনার অনুভূতি।
ছাইরাছ হেলাল
আমরা আপনার নিরলস পরিশ্রমের কথা ভুলে যেতে পারি না। আমরাও আপনার সাথেই আছি,থাকব ও।
আজিজুল ইসলাম
ছাইরাছ হেলাল ভাই, শুভেচ্ছা নিবেন। আপনাদের উদ্যোগের ফলেই আমরা এরকম একটা ব্লগ পেয়েছি, যেখানে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছি।
আপনার অতি ভাল কবিতা থেকে আপনি আমাদের বঞ্চিত করছেন, জানিনা কেন!
আপনাকে এবং জিসান ভাইকে অনেক ধন্যবাদ দিয়ে এবং প্রিয় সোনেলা ব্লগের সমৃদ্ধি কামনা করে শেষ করি।
রাখতে চাইলে সাথেই থাকব।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা অনেক, আমাদের সাথে থাকার জন্য। আমরা সবাই একটি পরিবার এখানে ।
আমি কিন্তু কবি নই মোটেই। মনের আনন্দে লিখি যখন যা খুশি।
বন্দনা কবীর
সোনেলা ব্লগ খুব খ্রাফ। আপনারাও খ্রাফ, আমিও সোনেলার একজন হয়ে খ্রাফ। ব্লগিং আর নয় এই সিদ্ধান্ত নিয়েছিলাম। বাদই দিয়ে দিয়েছিলাম ব্লগিং। সোনেলা আমার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করেছে। আর এখন আমার নিজের ব্লগ এটি মনে করিয়ে দিচ্ছে।
সোনেলার সবাইকে শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
আমিও বলি খুবই খ্রাপ,কেউ কেউ খুবই কম সময় দেয়।আমাদের সৌভাগ্য আপনি আমাদের মাঝে।
আপনি নিজের ভাবছেন এটি দেখে আরও আনন্দিত, জানিত আপনি কথা দিলে কথা রাখেন।
শুভচ্ছা সহ ধন্যবাদ আপনাকেই।
কৃন্তনিকা
শুভ জন্মদিন সোনেলা…
এখানেই অনেকের অনেক স্বপ্ন গড়ে ওঠে, পূর্ণতা পায়
সোনেলায় আছি, থাকব…
ছাইরাছ হেলাল
আমরা স্বপ্ন দেখি ,দেখতে ভালোবাসি, স্বপ্ন ছুঁতেও চাই। কোথাও কোন পূর্নতা সবারই আনন্দের।
সাথেই আছেন থাকবেন এ কামনা সব সময়ের।
শিশির কনা
দেখতে দেখতে আসলেই চলে গেলো দুই বছর। কত কথা মনে পরে গেলো। সামান্য কয়েকজন ছিলাম, প্রথম দিককার অনেকের কথাই মনে পরছে। অনেকেই নেই এখন, নতুনের জয়গান। নতুন সাঁজে ভালো লাগছে সোনেলাকে। সাথে আছি সোনেলার। শুভেচ্ছা ছাইরাছ ভাই সহ সোনেলার সবাইকে।
ছাইরাছ হেলাল
শুরুর কঠিন সময়ের সাথী আপনি। সে কথা ভেবে অনেক আন্নদ,অনেক বেদনাও। দেখতে দেখতে দু দু’টো বছর
কেমন করে কী করে কেটে গেল ভাবতেই পারি না।আপনাকেই শুভেচ্ছা নূতন সাজের সোনেলায়।
সাথেই আছেন আপনি।
লীলাবতী
ভালোমত একটা প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন কি করা যেতো না ? আমাদের ব্লগার কম। কোন কিছু হাতে নিলে সোনেলা যে তা পারে, তার প্রমান তো হয়ে গিয়েছে সোনেলার মিলন মেলায়। কবে যে এমন এক মিলন মেলায় যাবো ? 🙁 হতাশ হলেও সবসময় আপিনি উৎসাহ দিয়ে এসেছেন সোনেলায় লেখার জন্য। কৃতজ্ঞতা আপনার এবং সোনেলার প্রতি এজন্য। শুভেচ্ছা সকলের জন্য।
ছাইরাছ হেলাল
আপনি চাইলে মেলা অবশ্যই হবে , আগের বার এলেন না ,এবারে আসতে পারবেন? বই মেলার সময় সবার সাথে
আড্ডার ব্যবস্থা করতে পারলে মন্দ হয় না।আপনি আমাদের প্রথমের কঠিন সময়ের সাথী । সাথে ছিলেন আছেন থাকবেন
এ আশা রাখি ।
মিসু
সাথে ছিলাম, আছি, থাকবো। তবে আগের মত সময় দিতে পারছি না বলে খারাপ লাগে।