সোনেলায় আজ আমার দু’বছর পূর্ণ হলো। সেইসাথে এই লেখাটিও সোনেলা ব্লগে আমার দুইশততম লেখা। আমার জন্য এটি অনন্য অসাধারণ অনুভূতি যা ভাষায় লিখে প্রকাশ করা সম্ভব নয়। পাঠকদের সাথে আজকের লেখায় সোনেলায় নিজের বিচরণ নিয়ে কিছু অনুভূতি শেয়ার করতে চাই।
ব্লগ-ব্লগার-ব্লগিং এ তিনটি শব্দের সাথে পরিচিত হই ২০১৩ সালে যখন ঢাকার শাহবাগ দেশের স্বাধীনতাবিরোধী রাজাকারের ফাঁসির দাবিতে উত্তাল। এরপরে বিভিন্ন ব্লগে ব্লগারদের লেখা পড়তে থাকি এবং আমার মনে ব্লগ সম্পর্কে অন্যরকম একধরনের অনুভূতি কাজ করা শুরু করে। মনের মাঝে গোপন ইচ্ছে উঁকি দিতে থাকে একদিন আমিও ব্লগিং করবো! অবশেষে পাঁচ বছর পরে এলো সেই সুবর্ণ সুযোগ, সোনেলায় লেখার আমন্ত্রণ।
২০১৮ সালের এপ্রিল মাসের দিকে সোনেলার জনপ্রিয় ব্লগার ইঞ্জা ভাই আমাকে ফেসবুক মেসেঞ্জারে সোনেলা ব্লগ সম্পর্কে জানান এবং ব্লগ সম্পর্কে কিছুটা ধারণা দেন। যেহেতু ব্লগে আগে কখনো লিখিনি তাই আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। অন্যদিকে অনেক ব্লগের ভীড়ে সমসাময়িক বাংলা কোন ব্লগ ভালো, যেখানে রাজনীতি নেই তার খোঁজখবর করছিলাম। এর মাঝেই এদেশের দু’জন ব্লগারকে হত্যার ঘটনায় ব্লগাররা সহ সবাই অস্থির একটা সময় পার করছিল। এসব কিছু মিলিয়ে আমি সন্দিহান ছিলাম ব্লগিং করবো কি না? কিন্তু ইঞ্জা ভাই নাছোড়বান্দার মতো আমার পিছে লেগে রইলেন এবং উৎসাহমূলক অনেক কথা বলে মনে সাহস যুগিয়ে অবশেষে আমাকে রাজি করালেন সোনেলা ব্লগে লেখার জন্য।
ইঞ্জা ভাইয়ের কাছে আমার আগ্রহের কথা জেনে প্রিয় ব্লগার জিসান ভাই মে মাসের ২০ তারিখ নিজেই আমার ব্লগ আইডি তৈরী করে দিলেন। তার মনোমুগ্ধকর কথায় আমি ওনার ভক্ত হয়ে গেলাম, অনুপ্রাণিত হলাম। ফেসবুকে বন্ধু হলাম আমরা। তিনি সোনেলা সম্পর্কে বিস্তারিত বললেন কিভাবে লগইন করতে হবে এবং লেখা পোষ্ট করতে হবে। এখনকার আর তখনকার সোনেলা ব্লগের ভিজুয়াল গেটআপে বিস্তর ফারাক। আমরা এখন ওয়েবের আধুনিক সংস্করণ ওয়ার্ডপ্রেসের সর্বশেষ সংস্করণে সোনেলায় লিখি যা দেখতে মনোমুগ্ধকর, ব্যবহার করে স্বাচ্ছন্দ পাওয়া যায়। এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের অন্যতম ব্লগার এবং ডেভলপার নাজমুল আহসান ভাইয়ের। গত দু’বছরে এটাও অনেক বড় প্রাপ্তি আমাদের।
নানাবিধ জড়তা ভয়ভীতি কাটিয়ে বুকে সাহস বেঁধে “হৃৎপিণ্ড” লেখাটির মাধ্যমে সোনেলায় প্রথম পোষ্ট দিয়ে আমার পথচলা সেই যে শুরু হল তা দেখতে দেখতে আজ দুইশততম পোষ্টের সাথে দুই বছর অর্থাৎ সাতশত ত্রিশ দিন, সতেরো হাজার পাঁচশত বিশ ঘন্টা, দশ লক্ষ একান্ন হাজার দুইশত মিনিট এবং তেষট্টি কোটি সাত লক্ষ দুই হাজারের বেশি সেকেন্ড অতিক্রান্ত হয়ে গিয়েছে কোনদিক দিয়ে, মনে হচ্ছে এইতো সেদিন!
ব্লগে প্রথম এসে সোনেলার অন্যান্য সিনিয়র ব্লগার জিসান শা ইকরাম ভাই, ছাইরাছ হেলাল ভাই, ইঞ্জা ভাই, মনির হোসেন মমি ভাই, শুন্য শুন্যালয় আপু, রীতু আপু, নীলাঞ্জনা নীলা আপু, আগুন রঙের শিমুল ভাই, মজিবর ভাই, রিমি রুম্মান আপু সহ অনেক সিনিয়র ব্লগারদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করলো এবং নিজের সকল জড়তা দূর হয়ে গেলো তাদের উষ্ণ আতিথেয়তায়। তারা সবাই আমাকে লেখা এবং ব্লগিং সম্পর্কে আন্তরিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন।
সাথে সাথে আমার সমসাময়িক ব্লগারগণ আমাকে উৎসাহ যুগিয়েছেন একান্ত আপন হিসেবে। সাবিনা ইয়াসমিন আপু, বন্যা লিপি আপু, এস.জেড বাবু ভাই, শবনম, আরজু মুক্তা আপু, শাহরিন আপু, রেহানা বীথি আপু, প্রদীপ, সঞ্জয়, নাজমুল, শামীম চৌধুরী ভাই, কামাল উদ্দিন ভাই, হালিম নজরুল ভাই, সুরাইয়া পারভীন আপু, সুপর্ণা ফাল্গুনী আপু, সুরাইয়া নার্গিস আপু, ফয়জুল মহী ভাই সহ অন্যান্য ব্লগারগণ আমার প্রতিটি লেখায় আলোচনামূলক মন্তব্য দিয়ে আমার লেখার উৎসাহ বৃদ্ধি করেছেন প্রতিনিয়ত। সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
আট বছর আগে যে ছোট্ট চারাটির বীজ বপন করা হয়েছিলো, কালের গর্ভে সেটি আজ বিশাল মহীরুহে পরিনত হয়েছে। এর শাখা প্রশাখার প্রতিটি পাতায় বিচরণ করছে আমাদের লেখকগন। আমি সোনেলায় লিখতে এসেই জেনেছি কিভাবে ব্লগিং করতে হয়, কিভাবে ব্লগের লেখায় মন্তব্য করতে হয়। সোনেলা নামক সেই বটবৃক্ষের পাতার ফাঁক গলে সূর্যের সোনালি আলোকছটার আভায় আমাদের লেখকগন রচনা করে চলেছেন কালজয়ী সব কাব্যকথা।
২০১৯ সালের এই মে মাসেই আমাকে সোনেলার ফেসবুক গ্রুপের এডমিন হিসেবে আমন্ত্রণ জানানো হলো। জানিনা ব্লগ কর্তৃপক্ষ আমার মধ্যে কি এমন দেখেছিলেন! সেই আমন্ত্রণ পেয়ে আমি, মনির ভাই, ইঞ্জা ভাই, সাবিনা আপু, হেলাল ভাই, জিসান ভাই আলোচনা করেই আমরা এডমিনের দায়িত্ব নিয়েছিলাম যা অদ্যাবধি চলমান। ফেসবুকে অন্যান্য গ্রুপের এডমিন হওয়া আর সোনেলার মত একটি স্বনামধন্য বাংলা ব্লগ গ্রুপের এডমিন হওয়ার মাঝে বিস্তর ফারাক। সম্মান এবং মর্যাদায় সোনেলার একজন এডমিন অনন্য মর্যাদার অধিকারী এবং এই সম্মান প্রদানের জন্য আমি ব্লগ কর্তৃপক্ষের কাছে সবসময়ই কৃতজ্ঞ।
আমি সোনেলাকে ভালোবাসি আমার প্রেমিকার মত। সোনেলার কাছে কিছু চাইবার নেই আমার। কারন সোনেলায় আমার ব্যক্তিগত প্রাপ্তি অনেক বেশী। সোনেলাতে আমি অসংখ্যবার নানাবিধ ভুলভাল করার জন্য বকাঝকা খেয়েছি, কর্তৃপক্ষের ঝাড়ি খেয়েছি। আমার সাথে অনেকের মনোমালিন্য হয়েছে। তবে এসব পাশ কাটিয়ে ভাইয়ের মত কখনো আমি নিজ উদ্যোগেই ভুল বুঝে ক্ষমা চেয়েছি। আর কখনো সিনিয়ররা আদর করে পরম যত্নে বুকে টেনে নিয়েছেন। আমার প্রতি তাদের এ ভালোবাসা অকৃতিম আর সে কারনে আজও সোনেলায় বিচরন করতে ভালো লাগে আমার। আসলে সোনেলাকে আমরা ভালবাসি বলেই এত মান অভিমান হয়। আর সোনেলার বাইরের কেউ সোনেলাকে নিয়ে কটূক্তি করলে সেটি আমার মোটেও সহ্য হয়না।
সোনেলা ব্লগ ব্যতিত আমি অন্য কোথাও কোন ব্লগে আর কখনোই লিখিনি, লিখতে চাইও না। সোনেলা আমার ভালোবাসার জায়গা। এখানে আমি সবসময় একজন শিক্ষানবিশ হিসেবে থাকতেই পছন্দ করি। সোনেলায় আমার আমন্ত্রণে অনেক ব্লগার এসেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। গত দু’বছরে ব্লগার যারা এসেছেন শবনম, আরজু মুক্তা আপু, শাহরিন আপু, রেহানা বীথি আপু, প্রদীপ, সঞ্জয়, নাজমুল, বন্যা আপু, সুরাইয়া পারভীন, সুরাইয়া নার্গিস, রুমন আশরাফ, সুপর্ণা দিদি, শামীম ভাই, হালিম ভাই, আতা ভাই, সাদিয়া শারমীন আপু, রেজওয়ান, শিরিন আপু, মাসুদ রানা, বাবু ভাই, সুপায়ন দাদা, কামাল ভাই, ইসিয়াক, ত্রিস্তান, ফয়জুল মহী, ফজলে রাব্বী সোয়েব, আকবর হোসেন রবিন, মাছুম হাবিবী, মুক্তা মৃণালিনী, মারজানা আপু, কামরুল ভাইসহ অনেকেই আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি প্রতিদিনই অনেক কিছু শিখছি।
ব্লগার বাবু ভাই ২০১৮ সালে বিজয়ের মাসে আমাদের সোনেলার ব্লগারদের জন্য চমৎকার একটি ফেসবুক প্রোফাইল ফটোফ্রেম বানিয়ে তা উন্মুক্ত করেছিলেন। সোনেলার ব্লগ পেজের জন্য চমৎকার ব্যানার বানিয়েছিলেন জাকিয়া জেসমিন আপু। প্রিয় ব্লগার রিমি রুম্মান আপু, নিতাই দাদা, মনির ভাই, নীরা সাদিয়া, মাহবুবুল ভাইসহ সকল ব্লগারদের ক্ষুরধার লেখা আমাদের সবাইকে মুগ্ধ করে।
গেল বছরে সোনেলার অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে সোনেলা কর্তৃক আয়োজিত দু’টি লেখা উৎসব- হেমন্ত বন্দনা এবং পৌষ সংক্রান্তি উৎসব ছিলো মনে রাখার মত বিষয়। ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিজয়ী লেখকগণ, এডমিন প্যানেল, উপদেষ্টা মণ্ডলীসহ অন্যান্য ব্লগারদের ক্রেস্ট প্রাপ্তি ছিলো উল্লেখযোগ্য স্মরণীয় ঘটনা। এর জন্য কর্তৃপক্ষ তাদের নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে আলাদা দিনক্ষণ এবং স্থান ঠিক করে যে সফল মিলনমেলার আয়োজন সম্পন্ন করেছিলেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী যারা সোনেলায় পোষ্ট দিয়ে কৃতজ্ঞতা ও প্রাপ্তিস্বীকার লেখা লিখেছিলেন সে লেখাগুলোর শব্দীয় আবেগ আমার মন ছুঁয়ে গিয়েছিলো।
সোনেলার প্রথম দিকের সবচেয়ে সিনিয়র ব্লগার হিসাবে হেলাল ভাই, জিসান ভাই আমাকে প্রতিনিয়ত পথ দেখিয়ে যাচ্ছেন তা যেমন কখনো ভোলার নয় তেমনি ইঞ্জা ভাই সেই শুরু থেকেই আমাকে ব্লগিং জগতের এপিঠ ওপিঠ দু’টোই দেখিয়ে যেসব সুপরামর্শ দিয়েছেন তার ঋণও শোধ হবার নয়। আলাদাভাবে সাবিনা আপুর কথা বলতেই হয়। আপন ভাইবোনের মত তার সাথে আমার নিত্যনতুন ঝগড়া, মনোমালিন্য হয় আর বড় আপুর মত তিনি চকলেট, কেক এসবের লোভ দেখিয়ে নিজেই অভিমান ভেঙ্গে ফেলেন। তার সাথে আমার এই আদুরে ঝগড়া চলতেই থাকবে নিশ্চিত এবং বেহিসাবি কেক চকলেট দু’জনাই দু’জনার কাছে পাওনা থাকবো। সোনেলায় আমার দেখা অন্যতম উৎসাহদানকারী ব্লগার হচ্ছেন সাবিনা আপু।
সোনেলার প্রত্যেক লেখক এবং পাঠকগণ আমার কাছে হীরকখণ্ডের চেয়ে কোনও অংশেই কম নন। অপূর্ব সুন্দর এই হীরকখণ্ডদের প্রজ্জ্বলতাকে ম্লান হতে দেখতে চাইনা। সোনেলার মায়ায় সোনেলার সুশীতল ছায়ায় দাঁড়িয়ে, সোনেলায় বিচরণরত আমার সকল প্রিয়জনেরা সর্বদা হাসিমুখে থাকুক প্রতিনিয়ত এটাই কাম্য।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
৪৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলা ব্লগে দুই বছর পুর্তি এবং দুইশততম পোস্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে।
বিস্তারিত মন্তব্য আগামিকাল 🙂
তৌহিদ
অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আপনার প্রথম মন্তব্য পেয়ে ভালো লাগছে। আসবেন কিন্তু, অপেক্ষায় রইলাম।
সুপর্ণা ফাল্গুনী
আমার নেটের সমস্যার কারণে সময়মত আপনাকে শুভেচ্ছা জানাতে পারিনি বলে দুঃখিত। অনেক অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা । ৫০০ তম পোষ্টের অপেক্ষায় থাকলাম। আরো অনেক অনেক ভালো ও সমৃদ্ধ লেখা লিখুন। শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন থাকলো
তৌহিদ
ব্যাপারনা দিদিভাই। মন্তব্যে অনুপ্রাণিত করাটাই আসল বিষয়। বেঁচে থাকলে ৫০০ তম পোস্ট হয়ে যাবে একদিন। লেখা নিয়েই বেঁচে আছি, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ এ ছাড়া আর কিছু পারিনা যে!
আপনিও ভালো থাকুন সবসময়।
শবনম মোস্তারী
সোনেলার উঠোনে দুবছর পুর্তি এবং
দ্বি-শততম পোষ্টের জন্য অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা রইলো..
ভবিষ্যতে আমরা আরো সুন্দর সুন্দর লেখা পাবো সেই প্রত্যাশা রইলো।
অনেক অনেক শুভকামনা রইলো আগামীর পথ চলায়..
তৌহিদ
বাহ! অনেকদিন পরে এসে মন্তব্য করলেন দেখে ভালো লাগলো। আপনার লেখা মিস করি সবাই। সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
আপনি কে ভাই? হঠাৎ এখানে এভাবে অকাতর শুভেচ্ছা দান করে যাচ্ছেন!
বুঝিয়ে বলুন প্লিজ লাগে।
অতি দ্রুত পাঁচ কে পঞ্চাশে রূপান্তর করুন। আমরা সে অপেক্ষায়।
তৌহিদ
আরে আপনিও চিনলেন না সোনালি ঘন্টিবাদককে!! আহা! দুঃখ পেলুম ভাই। শুভেচ্ছে আপনাকেও। হাঁটি হাঁটি করে পাঁচশতও হয়ে যাবে।
ইঞ্জা
প্রথমেই আন্তরিক অভিনন্দন জানিয়ে গেলাম ভাই, বাকি মন্তব্য আগামীকাল দেবো ইনশা আল্লাহ।
তৌহিদ
অনেক ধন্যবাদ দাদা। আসুন, অপেক্ষায় রইলাম।
শামীম চৌধুরী
অভিনন্দন তৌহিদ। কাহিনীটা বেশ ভাল লাগলো।
তৌহিদ
অনেক ধন্যবাদ ভাই। লেখাটি পড়েছেন জেনে আনন্দিত হলাম। শুভকামনা সবসময়।
শামীম চৌধুরী
ভাল থেকো বৈশ্বিক এই দূর্যোগে।
ফয়জুল মহী
জয়তু সোনেলা । জয়তু লেখক। অভিনন্দন ♥️♥️
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা রইলো ভাই।
ছাইরাছ হেলাল
এ সময়ে সোনালেয় যারা (অনেকেই আছেন) অতি সক্রিয় আপনি তার মধ্যে অবশ্যই অন্যতম।
নিজ মেধা ও গুণে, যা অনস্বীকার্য। দু’বছর আর দু’শত লেখা, একটি অনন্য মাইল ফলক, যা আপনি আনন্দ-সাবলীলতায় অধিকারে নিয়েছেন।
আপনার এ ভালবাসার পথ চলা সোনেলাকে নিয়ে যাবে ভিন্নতর উচ্চতায়, সবার সাথেই এ আশা বহন করি।
তৌহিদ
আপনারা পাশে থেকে সবসময় যে উৎসাহ যুগিয়েছেন সেটাই আমার পথ চলার পাথেয় ভাইজান। আমি আমার ক্ষুদ্র মাথায় সামান্য যা কিছু লিখি তা সোনেলার জন্যই শুধু।
ভালোবাসা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
দুবছর দুইশততম পোস্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন দাদা।
শ্রদ্ধেয় জিসান দাদার কথা সত্যিই বলে শেষ করা যাবেনা দাদা ধৈর্য সহকারে এতো সুন্দরভাবে আমাকে বুঝিয়েছেন। সেইদিন হতে আমি জিসান দাদা ও
সোনেলার ভক্ত হয়ে যাই।
আর আপনাদের মতো সিনিয়র ব্লগারদের লেখাপড়ে অনেককিছু শিখতে পারছি রোজ সেটা অনেক বড় একটা গর্বের বিষয়।
আপনি লেখার জগতে একটা মাইলফলক অতিক্রমণ করেছেন।
সে আনন্দ আপনার একা নয় আমাদেরও।
শুভকামনা দাদা।
ভালো থাকুন অনেক…
.
আমি সকলকে বলি আমার লেখার জগতের প্রাপ্তিস্থান সোনেলা ব্লগ 😍😍
তৌহিদ
জিসান ভাই আগাগোড়াই আমাদের যে উৎসাহ যোগান তা অতুলনীয়। আপনিও সোনেলায় নিজের স্থান করে নিয়েছেন দাদা। সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
লেখার মাইলফলক কোন ব্যাপার না!!
প্রদীপ চক্রবর্তী
হ্যাঁ দাদা।
সাধুবাদ!
রিমি রুম্মান
আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার নামটিও আছে দেখছি পোস্টে। আপ্লুত হলাম। অনুপ্রাণিত হলাম। অনেক অনেক শুভকামনা থাকলো।
তৌহিদ
এমন পোস্টে আপনার নামটি থাকবেনা তাই কি হয়! আপনি আমাদের সকলের অনুপ্রেরণা আপু।
ভালো থাকুন, সুস্থ্য থাকুন সবসময়।
সাদিয়া শারমীন
মুগ্ধ হলাম আপনার লেখায়। এত যত্ন করে সবার নাম উল্লেখ করে কৃতজ্ঞতা স্বরূপ যে লেখাটি প্রকাশ করলেন নিশ্চয় সেটা প্রশংসার দাবী রাখে। শুভ কামনা এবং শুভেচ্ছা আপনার জন্য। সোনেলায় আমি নতুন এবং নানা ব্যস্ততায় নিয়মিত হতে পারি না। আপনার লেখা পড়ে নিয়মিত লেখার উৎসাহ পাচ্ছি।
তৌহিদ
নতুন পুরাতন এসব কিচ্ছুনা আপু, আমরা সবাই লেখাকে এবং লিখতে ভালোবাসি বলেই সোনেলায় আসি। লেখাটি পড়েছেন দেখে ভালো লাগলো। লেখাতে আপনার নামটিও আছে কিন্তু।
ভালো থাকুন সবসময়।
সাবিনা ইয়াসমিন
দেখতে দেখতে দুবছর পার হয়ে হয়ে গেলো! সাথে দুইশত পোস্ট কম্পিলিট !! অবিরত লেখনী আর সোনেলার প্রতি নিরন্তর ভালোবাসা আপনার লেখার গতি আরও বাড়িয়ে দিক। অভিনন্দন কালপুরুষ ভাই 🙂
আপনার উৎসাহ লাগে নাকি! আপনি নিজেই নিজেকে তৈরী রাখেন। আমরা শুধু পড়ি আর ভালোলাগাটা জানিয়ে দিই। আপনি সব ধরনের লেখাতেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন, বিশেষ করে সমসাময়ীক বিষয় নিয়ে আপনার রম্য উপস্থাপনা গুলো মুগ্ধ করার মতো। আর অণুগল্প শেখার জন্য প্রথম ছাত্রীতো আমি-ই।
এবার আর কেক-চকলেট এ হবে না, চার পকেটের শাড়িও নিবো না ( করোনায় শপিংয়ে পাঠিয়ে ভাইকে বিপদে ফেলতে মন সায় দিচ্ছে না 😩😩) বিরিয়ানির ব্যবস্থা করুন। রেসিপিটা দিলেই হবে, ঈদের দিন নিজেই রেসিপি দেখে রেধে নিবো। 😇😇
অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা রইলো। ১০০/ ৫০০/৫০০০ এর কোনো সংখ্যায় আপনি আবদ্ধ থাকুন, এটা দেখতে চাই না। আপনার ডায়েরি ভরে উঠুক অসংখ্য রচনায়।
শুভ কামনা অবিরত তৌহিদ ভাই 🌹🌹
বন্যা লিপি
একেই বলে মিরাক্কেল(মিরাকল) সবশেষের কমেন্টদাতা হিসেবে আমি লেখার আগেই ময়না তুমি টপাৎ কইরা কইত্থাইক্কা আইসা পড়লা? আগে সাবিনা পরে বন্যা😏😏😊😊😃😃ঘটনাডা কেমন হইয়া গেলো না??? আমরা কিন্তু পরামর্শ কইরা আসিনাই তৌহিদ ভাই। সেইটা ভাইব্বেন না আবার ইহা শুধুই মিরাক্কল😃😃😃😃
তৌহিদ
আরে আমরা আমরাইতো, এটা ব্যাপারনা। আগে পরে যেই আসুন সবার জন্য খানাপিনা বরাদ্দ আছে। পরামর্শ করে আসেননি তবে কেউ একজন গিরিবিল্টি করেছে। এখন সে তৃতীয় পক্ষ কে সেটা খুঁজে বের করেন আগে ☺☺
তৌহিদ
আচ্ছা আচ্ছা ঠিক আছে, বোনের জন্য বিরিয়ানি রেসিপি দেব এবারে পাক্কা। তবে এই যে এত সুন্দর মন্তব্যে উৎসাহিত করলেন এটাই আমার প্রাপ্তি। সবার ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই সামনে। লেখার কলম চলবেই।
ভালো থাকুন আপনিও আপু। শুভকামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
ওকে, তাহলে এই কথাই ফাইনাল থাকলো। গত ঈদে দিয়েছিলেন নানা রকমের সেমাইয়ের রেসিপি। এবার হবে বিরিয়ানি। অনেক পদের দিয়েন ভাই, এক পদের বিরিয়ানি খেয়ে মন ভরবে না 🙂
বন্যা লিপি
প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা আপনাকে।দুই বছরে দুইশততম লেখা!! এটা সত্যি মাইল ফলক এবং অসাধারন মেধা+ধৈর্য+ লেখার প্রতি প্রবল নেশার পরিচয়। আপনার অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ এবং সিনিয়র থেকে সমসাময়িক সহ নতুন ব্লগ সদস্যদের এত্ত এত্ত নাম মনে রাখাটা আমাকে বিস্মিত করেছে।সাথে সাথে আনন্দিতও হয়েছি নিজের নামটাও দেখে।
যদিও একবছর কয়েক মাসের জুনিয়র আমি আপনার( ব্লগার হিসেবে) থেকে।
আপনার লেখা আমার আমার ভালো লাগে, কথাটা আমি বলার জন্য বলছি না।সবসময় হয়তো আগের মতো মন্তব্য করতে পারছিনা, সে আমার ব্যার্থতা। কোনো অজুহাত বা ফিরিস্তি দেবো না।
অনেক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন।আগামীতে আরো কম সময়ে আপনি আরো উচ্চতর মাইলফলক ছুয়ে ফেলুন, এই কামনা করছি। শুভ কামনা রইলো।
তৌহিদ
এইতো কত সুন্দর মন্তব্য করলেন! এরপরে কিন্তু অজুহাত চলেনা। আসলে লেখা ছাড়া অন্য কিছু আর তেমন একটা টানেনা। বলতে পারেন শখ এখন নেশায় পরিনত হয়েছে। এই নিয়েই আছি। ব্লগে নিয়মিত আসি বলে কিছু লেখকের নাম এমনিই মনে থাকে আপু।
আপনার লেখাও আমাকে মুগ্ধ করে কিন্তু! ভালো থাকুন সর্বদা।
সুপায়ন বড়ুয়া
দুই বছরে দুই শত পোষ্ট ভাবতেই অবাক লাগে
দুইয়ে দুইয়ে মিললো কিভাবে। নাকি হিসাব করে
ছিলেন ? দুই বছরে অভিজ্ঞতার ভান্ডার দেখে শেয়ার করার জন্য আমোদিত পুলকিত। এতগুলো মানুষের নাম লিখতে কষ্ট হয়নি ভাইজান ? নাকি XL শিট ছিল।
যাক আপনার অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
না দাদা, ক্যামনে ক্যামনে জানি মিলে গিয়েছে। ব্লগে লেখার পাতাই আমার এক্সেল শিট। হিসাবপাতি সব সোনেলাই রাখে কিন্তু।
ভালো থাকুন দাদা।
সুপায়ন বড়ুয়া
ও তাই তো বলি।
এতো নাম রাখলেন কেমনে মনে।
শুভ কামনা।
ইঞ্জা
সোনেলার কঠিনতম সময়ের একজন কান্ডারী আপনি, সোনেলা গ্রুপের যখন দ্বায়িত্ব নিয়েছিলেন সেই সময়টি ভুলিনি আমি, এই ব্লগে নতুনদের আপনিই এনেছেন, তাদেরকে সোনেলার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, তা সোনেলার কেউ অস্বীকার করতে পারবেনা।
আপনার ভালোবাসার কারণেই সোনেলা যে অনেক দূর এগিয়েছে তা কেউ ভুলা উচিত নয়, এছাড়া অল্প সময়ে দ্বিশত তম পোস্ট দেওয়া শুধু আপনাকেই সাজে ভাই, খুঁজে দেখুন না, আপনার মতো কয়জন এতো দ্রুত দ্বিশত পোস্ট দিয়েছে, এ শুধু সোনেলাকে ভালোবাসেন বলেই সম্ভব হয়েছে ভাই।
আপনাকে আবারও অভিনন্দন ভাই, অপেক্ষায় রইলাম আপনার পাঁচশত তম পোস্টের অভিনন্দন বাণী দেওয়ার।
ভালোবাসা জানবেন, সাথে শুভেচ্ছা অবিরত।
তৌহিদ
ভালোবাসা জানবেন দাদা। আপনার সাপোর্ট সর্বদা কাম্য। মন্তব্যে প্রীত হলাম।
ভালো থাকবেন দাদা।
ইঞ্জা
সবসময় আমি সাথে আছি ভাই।
হালিম নজরুল
অফুরান শুভেচ্ছা, শুভকামনা ও ভালবাসা রইল।
তৌহিদ
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
কামাল উদ্দিন
ডাবল সেঞ্চুরির জন্য অভিনন্দন। সোনেলা ব্লগ এগিয়ে যাক আপনাদের দুরদর্শি নেতৃত্বে সেই কামনা করছি। দীর্গ দিন ব্লগিং করার অভিজ্ঞতায় দেখেছি অনেক ব্লগ এক সময় এসে মুখ থুবরে পড়েছে এখানটায় তেমন কিছু ঘটবে না এই বিশ্বাসটা আমি রাখতে চাই……..শুভ ব্লগিং।
তৌহিদ
অনেক ধন্যবাদ ভাই। আশাকরি সোনেলায় এসব সমস্যা হবেনা।
ভালো থাকুন।
রেহানা বীথি
প্রাণঢালা অভিনন্দন আর শুভেচ্ছা ভাই। আপনার আমন্ত্রণেই আজ আমি সোনেলা পরিবারের একজন সদস্য। ব্লগ আপনার পদচারণায় মুখর থাকুক সবসময়।
ভালো থাকুন, শুভকামনা নিরন্তর।
তৌহিদ
আপনার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। আপনি সোনেলা পরিবারের অন্যতম নক্ষত্র।
ভালো থাকুন আপু।
সঞ্জয় মালাকার
দুবছর দুইশততম পোস্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন দাদা।
ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, আপনিও ভালো থাকুন সবসময়।
পার্থ সারথি পোদ্দার
আপনার এই মাইলফলক আমাকে অনুপ্রেরণা যোগাল।অভিনন্দন,ভাই।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা রইলো ভাই।